সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

যোহনের কাছে প্রকাশিত বাক্য

অধ্যায়

বিষয়বস্তুর আউটলাইন

    • যিশুর দ্বারা ঈশ্বরের কাছ থেকে প্রকাশিত বাক্য (১-৩)

    • সাতটা মণ্ডলীর প্রতি শুভেচ্ছা (৪-৮)

      • “আমিই আলফা ও ওমেগা” ()

    • যোহন পবিত্র শক্তির অনুপ্রেরণায় প্রভুর দিনে উপস্থিত হন (৯-১১)

    • যোহন গৌরবান্বিত যিশুকে দেখেন (১২-২০)

    • এই মণ্ডলীগুলোর প্রতি বার্তা: ইফিষ (১-৭), স্মুর্ণা (৮-১১), পর্গাম (১২-১৭), থুয়াতীরা (১৮-২৯)

    • এই মণ্ডলীগুলোর প্রতি বার্তা: সার্দি (১-৬), ফিলাদিল্‌ফিয়া (৭-১৩), লায়দিকেয়া (১৪-২২)

    • যোহন যিহোবার স্বর্গীয় উপস্থিতি দেখতে পান (১-১১)

      • যিহোবা তাঁর সিংহাসনে বসে আছেন ()

      • ২৪ জন প্রাচীন সিংহাসনে বসে আছেন ()

      • চার জন জীবিত প্রাণী ()

    • সাতটা সিলমোহর দিয়ে বাঁধা একটা গোটানো পুস্তক (১-৫)

    • মেষশাবক গোটানো পুস্তক নিলেন (৬-৮)

    • মেষশাবক সিলমোহরগুলো খোলার যোগ্য (৯-১৪)

    • মেষশাবক প্রথম ছয়টা সিলমোহর খোলেন (১-১৭)

      • যিনি সাদা ঘোড়ার উপর বসে আছেন, তিনি তাঁর শত্রুদের জয় করেন (১, ২)

      • যে আগুনের মতো লাল ঘোড়ার উপর বসে আছে, সে পৃথিবী থেকে শান্তি কেড়ে নেয় (৩, ৪)

      • যে কালো ঘোড়ার উপর বসে আছে, সে দুর্ভিক্ষ নিয়ে আসে (৫, ৬)

      • যে ফ্যাকাশে রঙের ঘোড়ার উপর বসে আছে, তার নাম মৃত্যু (৭, ৮)

      • ‘আমি বেদির নীচে সেই লোকদের রক্ত দেখলাম, যাদের হত্যা করা হয়েছিল’ (৯-১১)

      • প্রচণ্ড ভূমিকম্প (১২-১৭)

    • চার জন স্বর্গদূত ধ্বংসাত্মক বায়ু আটকে রেখেছেন (১-৩)

    • ১,৪৪,০০০ জনকে সিলমোহর দিয়ে চিহ্নিত করা হয় (৪-৮)

    • সাদা পোশাকপরা এক বিরাট জনতা (৯-১৭)

    • সপ্তম সিলমোহর খোলা হয় (১-৬)

    • প্রথম চারটে তূরী বাজানো হয় (৭-১২)

    • তিনটে বিপর্যয় সম্বন্ধে ঘোষণা করা হয় (১৩)

    • পঞ্চম তূরী (১-১১)

    • প্রথম বিপর্যয় শেষ হল, আরও দুটো বিপর্যয় আসছে (১২)

    • ষষ্ঠ তূরী (১৩-২১)

  • ১০

    • একটা ছোটো গোটানো পুস্তক হাতে একজন শক্তিশালী স্বর্গদূত (১-৭)

      • “আর দেরি করবেন না” ()

      • পবিত্র রহস্য সমাপ্ত হবে ()

    • যোহন ছোটো গোটানো পুস্তকটা খেয়ে ফেলেন (৮-১১)

  • ১১

    • দু-জন সাক্ষি (১-১৩)

      • চট পরে ১,২৬০ দিন ভবিষ্যদ্‌বাণী করবে ()

      • হত্যা করা হয় এবং মৃতদেহ কবর না দিয়ে ফেলে রাখা হয় (৭-১০)

      • সাড়ে তিন দিন পর জীবন ফিরিয়ে দেওয়া হয় (১১, ১২)

    • দ্বিতীয় বিপর্যয় শেষ হল, তৃতীয় বিপর্যয় আসছে (১৪)

    • সপ্তম তূরী (১৫-১৯)

      • আমাদের প্রভু এবং তাঁর খ্রিস্টের রাজ্য (১৫)

      • যারা পৃথিবী ধ্বংস করছে, তাদের ধ্বংস করা হবে (১৮)

  • ১২

    • একজন নারী, একটি ছেলে এবং এক ভয়ংকর সাপ (১-৬)

    • মীখায়েল ভয়ংকর সাপের বিরুদ্ধে যুদ্ধ করল (৭-১২)

      • ভয়ংকর সাপকে পৃথিবীতে নিক্ষেপ করা হল ()

      • দিয়াবল জানে, তার সময় অল্প (১২)

    • ভয়ংকর সাপ নারীকে তাড়না করে (১৩-১৭)

  • ১৩

    • সমুদ্র থেকে একটা হিংস্র পশু উঠে আসে, যার সাতটা মাথা রয়েছে (১-১০)

    • ভূমির মধ্য থেকে একটা পশু উঠে আসে, যার দুটো শিং রয়েছে (১১-১৩)

    • যে-পশুর সাতটা মাথা রয়েছে, সেটার মূর্তি (১৪, ১৫)

    • হিংস্র পশুর চিহ্ন ও সংখ্যা (১৬-১৮)

  • ১৪

    • মেষশাবক এবং ১,৪৪,০০০ জন (১-৫)

    • তিন জন স্বর্গদূতের কাছ থেকে বার্তা (৬-১২)

      • যে-স্বর্গদূত আকাশের মাঝপথে উড়ছেন, তার কাছে অনন্তকালীন সুসমাচার রয়েছে (৬, ৭)

    • সুখী সেই ব্যক্তিরা, যারা খ্রিস্টের সঙ্গে একতাবদ্ধ অবস্থায় মারা যায় (১৩)

    • শস্য কাটা হয় এবং আঙুর গাছ থেকে ফল সংগ্রহ করা হয় (১৪-২০)

  • ১৫

    • সাত জন স্বর্গদূত সাতটা আঘাত নিয়ে আসছেন (১-৮)

      • মোশির গান এবং মেষশাবকের গান (৩, ৪)

  • ১৬

    • ঈশ্বরের ক্রোধ, যা সাতটা বাটির মধ্যে রয়েছে (১-২১)

      • এই বিষয়গুলোর উপর ঢেলে দেওয়া হয়: পৃথিবীর উপর (), সমুদ্রের উপর (), নদনদী এবং জলের উৎসের উপর (৪-৭), সূর্যের উপর (৮, ৯), হিংস্র পশুর সিংহাসনের উপর (১০, ১১), ইউফ্রেটিসের উপর (১২-১৬) এবং বায়ুর উপর (১৭-২১)

      • হর্‌মাগিদোনে ঈশ্বরের যুদ্ধ (১৪, ১৬)

  • ১৭

    • ‘মহতী বাবিলের’ শাস্তি (১-১৮)

      • মহাবেশ্যা গাঢ় লাল রঙের এক পশুর উপর বসে আছে (১-৩)

      • পশু ‘ছিল, এখন নেই, তবে অতল গহ্বর থেকে বের হয়ে আসবে’ ()

      • দশটা শিং মেষশাবকের বিরুদ্ধে যুদ্ধ করবে (১২-১৪)

      • দশটা শিং বেশ্যাকে ঘৃণা করবে (১৬, ১৭)

  • ১৮

    • “মহতী বাবিলের” পতন (১-৮)

      • “হে আমার লোকেরা, তোমরা তার মধ্য থেকে বের হয়ে এসো” ()

    • বাবিলের পতন হওয়ায় দুঃখ করা (৯-১৯)

    • বাবিলের পতন হওয়ায় স্বর্গে আনন্দ করা (২০)

    • বাবিলকে একটা পাথরের মতো সমুদ্রে নিক্ষেপ করা হবে (২১-২৪)

  • ১৯

    • যাঃ বিচার করেছেন বলে তাঁর প্রশংসা করো (১-১০)

      • মেষশাবকের বিয়ে (৭-৯)

    • সাদা ঘোড়ার আরোহী (১১-১৬)

    • ঈশ্বরের মহাভোজ (১৭, ১৮)

    • হিংস্র পশুকে পরাজিত করা হয় (১৯-২১)

  • ২০

    • শয়তানকে ১,০০০ বছরের জন্য বেঁধে রাখা হয় (১-৩)

    • সেই শাসকেরা, যারা ১,০০০ বছর ধরে খ্রিস্টের সঙ্গে রাজত্ব করবে (৪-৬)

    • শয়তানকে মুক্ত করা হয়, এরপর ধ্বংস করে দেওয়া হয় (৭-১০)

    • সাদা সিংহাসনের সামনে মৃত ব্যক্তিদের বিচার করা হয় (১১-১৫)

  • ২১

    • এক নতুন আকাশমণ্ডল এবং এক নতুন পৃথিবী (১-৮)

      • মৃত্যু আর নেই ()

      • সমস্ত কিছু নতুন করা হয় ()

    • নতুন জেরুসালেমের বর্ণনা দেওয়া হয় (৯-২৭)

  • ২২

    • জীবনজলের নদী (১-৫)

    • উপসংহার (৬-২১)

      • ‘এসো! বিনা মূল্যে জীবনজল গ্রহণ করো’ (১৭)

      • “প্রভু যিশু, এসো” (২০)