বাইবেল

পবিত্র বাইবেল—নতুন জগৎ অনুবাদ হল সঠিক এবং এটি সহজে পড়া যায়। পুরো বাইবেল অথবা বাইবেলের কিছু অংশ ৩০৭টা ভাষায় প্রকাশিত হয়েছে। এখনও পর্যন্ত গণনা অনুসারে, ২৫,৩৭,৯৪,২৫৩ কপি তৈরি করা হয়েছে। এই অনুবাদের বিষয়ে আরও তথ্য জানার জন্য “যিহোবার সাক্ষিদের কি নিজস্ব বাইবেল রয়েছে?” এবং “নতুন জগৎ অনুবাদ কি সঠিক? (ইংরেজি)” শিরোনামের প্রবন্ধগুলো দেখুন।

কিছু ভাষায় আমরা এমন বাইবেলগুলো প্রকাশ করার অনুমতি পেয়েছি, যেগুলো সাধারণত লোকেরা ব্যবহার করে থাকে।

ভিউ