যিশুর মৃত্যুর স্মরণার্থ সভা
রবিবার, ২৪ মার্চ, ২০২৪
প্রতি বছর, যিহোবার সাক্ষিরা ঠিক সেভাবেই যিশুর মৃত্যু স্মরণ করে থাকে, যেভাবে তিনি আজ্ঞা দিয়েছিলেন: “আমার স্মরণে এটা কোরো।”—লূক ২২:১৯.
এই সভায় যোগ দেওয়ার জন্য আমরা আপনাকে আমন্ত্রণ জানাই।
প্রায়ই জিজ্ঞাস্য প্রশ্ন
এই কার্যক্রমটা কতক্ষণ হয়?
এটা প্রায় এক ঘণ্টার কার্যক্রম।
এটা কোথায় হবে?
এই তথ্য জানার জন্য স্থানীয় যিহোবার সাক্ষিদের সঙ্গে যোগাযোগ করুন।
সেখানে কি প্রবেশমূল্য দিতে হবে?
না।
কোনো চাঁদা নেওয়া হয়?
না। যিহোবার সাক্ষিদের সভাতে কখনো কোনো চাঁদা নেওয়া হয় না।
সেখানে কি বিশেষ পোশাক পরতে হবে?
এই সভাতে যদিও নির্দিষ্ট পোশাক পরার প্রয়োজন নেই, তবে যিহোবার সাক্ষিরা মার্জিতভাবে ও মর্যাদাপূর্ণ উপায়ে পোশাক পরার বিষয়ে বাইবেলের নির্দেশনা অনুসরণ করার জন্য যথাসাধ্য করে। (১ তীমথিয় ২:৯) আপনার পোশাক খুব দামি হওয়ার প্রয়োজন নেই।
স্মরণার্থ সভায় কী হয়?
এই সভার শুরুতে ও শেষে গান গাওয়া হয় এবং প্রার্থনা করা হয়। সেখানে উপস্থিত একজন যিহোবার সাক্ষি প্রার্থনাটা করেন। স্মরণার্থ সভার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হল বক্তৃতা। সেটার মাধ্যমে তুলে ধরা হবে যে, কেন যিশুর মৃত্যু এতটা গুরুত্বপূর্ণ এবং ঈশ্বর ও যিশু আমাদের জন্য যা-কিছু করেছেন, সেগুলো থেকে আমরা কোন উপকার পেতে পারি।
আরও জানার জন্য “কেন যিহোবার সাক্ষিরা অন্যদের চেয়ে ভিন্ন উপায়ে প্রভুর সান্ধ্যভোজ পালন করে থাকে?” শিরোনামের প্রবন্ধ পড়ে দেখুন।