“শান্তিতে থাকার চেষ্টা করো”!
যিহোবার সাক্ষিদের সম্মেলন ২০২২
আমরা আপনাদের আন্তরিকতার সঙ্গে যিহোবার সাক্ষিদের দ্বারা প্রস্তুত করা এই বছরের তিন দিনের সম্মেলন দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি।
কোভিড-১৯ অতিমারির জন্য এই বছরের সম্মেলনের কার্যক্রম jw.org-এ দেখানো হবে। সম্মেলনের কার্যক্রমগুলো এক এক করে জুলাই ও আগস্ট মাসে পোস্ট করা হবে।
বিনামূল্যে কার্যক্রম। কোনো লগইন অথবা রেজিস্ট্রেশনের প্রয়োজন নেই।
কার্যক্রমের প্রধান বিষয়গুলো
প্রথম দিন: জানুন যে, কীভাবে প্রেম আপনাকে মনের শান্তি লাভ করতে এবং অন্যদের সঙ্গে শান্তিতে থাকতে সাহায্য করে। এও জানুন যে, কীভাবে বাইবেলের পরামর্শ একটা মানচিত্রের মতো, যেটা বিবাহসাথিদের, বাবা-মায়েদের ও সন্তানদের পরিবারে শান্তিতে থাকার জন্য পথ দেখাবে।
দ্বিতীয় দিন: আপনি যদি অসুস্থতা, আর্থিক সমস্যা, প্রাকৃতিক দুর্যোগ অথবা অন্যান্য সমস্যার কারণে কষ্টের মধ্যে থাকেন, তা হলে আপনি কি শান্তি লাভ করতে পারবেন? একটা উৎসাহজনক ভিডিওতে লক্ষ করুন যে, বিশ্বের বিভিন্ন জায়গায় লোকেরা শান্তি লাভ করার জন্য কী কী করছে।
তৃতীয় দিন: আমরা কি সত্যিই ঈশ্বরের বন্ধু হতে পারি? ঈশ্বরের সঙ্গে আমাদের বন্ধুত্ব কি আপনা-আপনি গড়ে ওঠে না কি এটা গড়ে তোলার জন্য আমাদের কিছু করতে হবে? এই প্রশ্নগুলোর উত্তর আপনি একটা বাইবেলভিত্তিক বক্তৃতায় জানতে পারবেন, যেটার শিরোনাম হল “ঈশ্বরের সঙ্গে বন্ধুত্ব—কীভাবে সম্ভব?”
সম্পূর্ণ বিষয়সূচি এবং আমাদের সম্মেলনের বিষয়ে একটা ভিডিও দেখার জন্য www.jw.org/bn দেখুন।