মোশি—একজন প্রেমময় ব্যক্তি

মোশি—একজন প্রেমময় ব্যক্তি

মোশি একজন প্রেমময় ব্যক্তি

প্রেম কী? প্রেমের সঙ্গে অন্যদের প্রতি গভীর স্নেহ থাকা জড়িত। একজন প্রেমময় ব্যক্তি নিজের কথা ও কাজের মাধ্যমে দেখান যে, তিনি নিজের প্রিয়জনদের জন্য কেমন অনুভব করেন, এমনকী যখন তা করার জন্য ব্যক্তিগত ত্যাগস্বীকারের প্রয়োজন হয়।

মোশি কীভাবে প্রেম দেখিয়েছিলেন? মোশি ঈশ্বরের প্রতি প্রেম দেখিয়েছিলেন। কেন তা বলা যায়? ১ যোহন ৫:৩ পদে লিপিবদ্ধ কথাগুলো স্মরণ করুন: “ঈশ্বরের প্রতি প্রেম এই, যেন আমরা তাঁহার আজ্ঞা সকল পালন করি।” মোশি এই নীতি অনুযায়ী জীবনযাপন করেছিলেন। ঈশ্বর তাকে যা যা করতে বলেছিলেন, সেগুলোর সমস্তই—পরাক্রমী ফরৌণের মুখোমুখি হওয়ার মতো এক কঠিন কার্যভার থেকে শুরু করে লোহিত সাগরে তার যষ্টি বিস্তার করার মতো সহজ কাজ—মোশি করেছিলেন। মোশি সবসময় বাধ্য হয়েছিলেন, তা একটা আজ্ঞা পালন করা সহজ কিংবা কঠিন, যা-ই হোক না কেন। “মোশি এইরূপ করিলেন; তিনি সদাপ্রভুর সমস্ত আজ্ঞানুসারে কার্য্য করিলেন।”—যাত্রাপুস্তক ৪০:১৬.

মোশি সহইস্রায়েলীয়দের প্রতিও প্রেম দেখিয়েছিলেন। তারা বুঝতে পেরেছিল যে, যিহোবা তাঁর লোকেদের নির্দেশনা দেওয়ার জন্য মোশিকে ব্যবহার করছিলেন আর তাই তারা নিজেদের বিভিন্ন সমস্যা নিয়ে মোশির কাছে আসত। আমরা পড়ি: “প্রাতঃকাল অবধি সন্ধ্যা পর্য্যন্ত লোকেরা মোশির কাছে দাঁড়াইয়া রহিল।” (যাত্রাপুস্তক ১৮:১৩-১৬) একটু কল্পনা করুন, ইস্রায়েলীয়রা যখন তাদের চিন্তার বিষয়গুলো খুলে বলত, তখন মোশির জন্য ঘন্টার পর ঘন্টা ধরে তা শোনা কতই না ক্লান্তিকর ছিল! কিন্তু, মোশি সেই লোকেদের ভালোবাসতেন বলে তাদের সাহায্য করতে পেরে খুশি ছিলেন।

তাদের কথা শোনা ছাড়াও, মোশি তার প্রিয়জনদের জন্য প্রার্থনাও করেছিলেন। তিনি এমনকী সেই ব্যক্তিদের জন্যও প্রার্থনা করেছিলেন, যারা তার সঙ্গে অন্যায় আচরণ করেছিল! উদাহরণস্বরূপ, মোশির বোন মরিয়ম যখন মোশির বিরুদ্ধে অভিযোগ করেছিলেন, তখন যিহোবা মরিয়মকে কুষ্ঠ রোগ দিয়ে আঘাত করেছিলেন। মরিয়ম শাস্তি পেয়েছেন বলে খুশি হওয়ার পরিবর্তে, মোশি সঙ্গেসঙ্গে তার হয়ে মধ্যস্থতা করে এই প্রার্থনা করেছিলেন: “হে ঈশ্বর, বিনয় করি, ইহাকে সুস্থ কর।” (গণনাপুস্তক ১২:১৩) প্রেম ছাড়া আর কীই-বা মোশিকে এইরকম নিঃস্বার্থ প্রার্থনা করার জন্য পরিচালিত করতে পারে?

আমাদের জন্য কী শিক্ষা রয়েছে? আমরা ঈশ্বরের প্রতি গভীর প্রেম গড়ে তোলার মাধ্যমে মোশিকে অনুকরণ করতে পারি। এই ধরনের প্রেম আমাদেরকে “অন্তঃকরণের সহিত” তাঁর আজ্ঞাগুলো পালন করার জন্য অনুপ্রাণিত করে। (রোমীয় ৬:১৭) আমরা যখন হৃদয় থেকে যিহোবার বাধ্য হই, তখন আমরা তাঁর হৃদয়কে আনন্দিত করি। (হিতোপদেশ ২৭:১১) এ ছাড়া, আমরা নিজেরাও উপকৃত হই। কারণ, আমরা যখন আন্তরিক প্রেমের বশবর্তী হয়ে ঈশ্বরের সেবা করি, তখন আমরা কেবল সঠিক বিষয়টাই করি না কিন্তু সেইসঙ্গে আমরা তা উপভোগ করি!—গীতসংহিতা ১০০:২.

আরেকটা যে-উপায়ে আমরা মোশিকে অনুকরণ করতে পারি তা হল, অন্যদের প্রতি আত্মত্যাগমূলক প্রেম গড়ে তোলার মাধ্যমে। আমাদের বন্ধুবান্ধব অথবা পরিবারের সদস্যরা যখন তাদের চিন্তার বিষয়গুলো নিয়ে আমাদের কাছে আসে, তখন প্রেম আমাদের অনুপ্রাণিত করে যেন আমরা (১) তাদের প্রতি আন্তরিক মনোযোগ দিই; (২) তাদের সমব্যথী হই বা তাদের মতো একইরকম অনুভব করি; এবং (৩) তাদের বুঝতে দিই যে, আমরা তাদের জন্য চিন্তা করি।

মোশির মতো, আমরাও প্রিয়জনদের জন্য প্রার্থনা করতে পারি। মাঝে মাঝে তারা যখন আমাদের কাছে তাদের সমস্যাগুলো খুলে বলে, তখন আমরা হয়তো মনে করতে পারি, আমরা কিছুই করতে পারছি না। আমরা হয়তো দুঃখ করে বলতে পারি, “আমি শুধু তোমার জন্য প্রার্থনাই করতে পারি।” কিন্তু মনে রাখবেন: “ধার্ম্মিকের বিনতি কার্য্যসাধনে মহাশক্তিযুক্ত।” (যাকোব ৫:১৬) আমাদের প্রার্থনা আসলে যিহোবাকে সেই ব্যক্তির জন্য এমন কিছু করতে পরিচালিত করবে, যা প্রার্থনা না করলে তিনি হয়তো করতেন না। তাই, আমাদের প্রিয়জনদের জন্য প্রার্থনা করার চেয়ে উত্তম আর কীই-বা আমরা করতে পারি? *

আপনি কি এই ব্যাপারে একমত নন যে, আমরা মোশির কাছ থেকে অনেক কিছু শিখতে পারি? একজন সাধারণ মানুষ হওয়া সত্ত্বেও, তিনি বিশ্বাস, নম্রতা ও প্রেমের এক অসাধারণ উদাহরণ স্থাপন করেছিলেন। আমরা যত ভালোভাবে তার উদাহরণ অনুকরণ করব, ততই আমরা নিজেরা উপকৃত হব ও সেইসঙ্গে অন্যদেরও উপকার করব।—রোমীয় ১৫:৪. ▪ (w১৩-E ০২/০১)

[পাদটীকা]

^ আমরা যদি চাই যে, ঈশ্বর আমাদের প্রার্থনা শুনবেন, তাহলে আমাদের তাঁর চাহিদাগুলো পরিপূর্ণ করার জন্য আন্তরিক প্রচেষ্টা করতে হবে। আরও তথ্যের জন্য যিহোবার সাক্ষিদের দ্বারা প্রকাশিত বাইবেল প্রকৃতপক্ষে কী শিক্ষা দেয়? বইয়ের ১৭ অধ্যায় দেখুন।

[৬ পৃষ্ঠার চিত্র]