যিশুর মৃত্যুর স্মরণার্থ সভা

বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬

প্রতি বছর, যিহোবার সাক্ষিরা ঠিক সেভাবেই যিশুর মৃত্যু স্মরণ করে থাকে, যেভাবে তিনি আজ্ঞা দিয়েছিলেন: “আমার স্মরণে এটা কোরো।”—লূক ২২:১৯.

এই সভায় যোগ দেওয়ার জন্য আমরা আপনাকে এবং আপনার পরিবারকে আমন্ত্রণ জানাচ্ছি।

প্রায়ই জিজ্ঞাস্য প্রশ্ন

কারা আসতে পারে?

যে-কেউ আসতে পারে। আপনি নির্দ্বিধায় আপনার কোনো বন্ধুকে আমন্ত্রণ জানাতে পারেন এবং আপনার পরিবারকে সঙ্গে নিয়ে আসতে পারেন।

এই সভা কতক্ষণ হবে?

প্রায় এক ঘণ্টা।

কোথায় সভা হবে?

স্থানীয় তথ্য জানার জন্য যিহোবার সাক্ষিদের সঙ্গে যোগাযোগ করুন।

সভায় যোগ দেওয়ার জন্য কি কোনো প্রবেশমূল্য লাগবে অথবা বাধ্যতামূলক কিছু করতে হবে?

না।

কোনো চাঁদা তোলা হবে?

না। আমাদের সভাগুলোতে চাঁদা তোলা হয় না।—মথি ১০:৮.

নির্দিষ্ট কোনো পোশাক পরতে হবে?

না। তবে, যিহোবার সাক্ষিরা এমনভাবে পোশাক পরে থাকে, যাতে এই পবিত্র সভার প্রতি মর্যাদা বজায় থাকে।

স্মরণার্থ সভায় কী হবে?

সভার শুরুতে এবং শেষে শ্রোতারা একটা করে গান গাইবে আর এরপর যিহোবার সাক্ষিদের একজন পরিচারক প্রার্থনা করবেন। তারপর, একটা বক্তৃতার মাধ্যমে তুলে ধরা হবে যে, কেন যিশু নিজের জীবন দান করেছেন এবং ঈশ্বর ও খ্রিস্ট আমাদের জন্য যা করেছেন, সেটা থেকে আমরা কীভাবে উপকার লাভ করতে পারি।

আরও জানার জন্য এই প্রবন্ধটা দেখুন, “কেন যিহোবার সাক্ষিরা অন্যদের চেয়ে ভিন্ন উপায়ে প্রভুর সান্ধ্যভোজ পালন করে থাকে?”

পরের বছরগুলোতে কখন স্মরণার্থ সভা হবে?

২০২৬: বৃহস্পতিবার, এপ্রিল ২

২০২৭: সোমবার, মার্চ ২২