সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

ঈশ্বরের প্রজ্ঞা প্রকৃতি এর প্রমাণ দেয়

ঈশ্বরের প্রজ্ঞা প্রকৃতি এর প্রমাণ দেয়

ঈশ্বরের প্রজ্ঞা প্রকৃতি এর প্রমাণ দেয়

“তিনি ভূতলের পশুদের অপেক্ষা আমাদের অধিক শিক্ষা দেন, আকাশের পক্ষীদের অপেক্ষা অধিক বুদ্ধিমান করেন।”—ইয়োব ৩৫:১১.

 পাখিদের বিস্ময়কর ক্ষমতা রয়েছে। খোলা আকাশে করা এদের বিভিন্ন কসরত বিমান নকশাবিদদের ঈর্ষান্বিত করে থাকে। কিছু কিছু প্রজাতির পাখি সীমাহীন সমুদ্রের ওপর দিয়ে হাজার হাজার কিলোমিটার উড়ে নির্ভুলভাবে নিজেদের গন্তব্যে পৌঁছাতে পারে।

পাখিদের আরেকটা অসাধারণ ক্ষমতা, যেটা তাদের নির্মাতার প্রজ্ঞা সম্বন্ধে আরও প্রকাশ করে, তা হচ্ছে এদের ডাক ও গানের মাধ্যমে যোগাযোগ করার ক্ষমতা। কয়েকটা উদাহরণ বিবেচনা করুন।

পাখির যোগাযোগ করা

কিছু প্রজাতির পাখি এমনকি ডিম ফুটে বের হওয়ার আগেই যোগাযোগ করতে শুরু করে। উদাহরণস্বরূপ, একটা তিতির জাতীয় স্ত্রী পাখি প্রতিদিন একটা করে আটটা পর্যন্ত ডিম পাড়ে। যদি সব ডিমই একই গতিতে বৃদ্ধি পায়, তাহলে সেগুলো পর্যায়ক্রমে আট দিনে ফুটবে। আর সেটা হলে, মা পাখির সেই সময়ে এক সপ্তাহ বা এর কম বয়সের কয়েকটা ছানার যত্ন নেওয়ার সঙ্গে সঙ্গে, তখনও পর্যন্ত বাচ্চা ফুটে বের না হওয়া একটা ডিমে তা দেওয়ার কঠিন কাজের মুখোমুখি হতে পারে। কিন্তু এর পরিবর্তে, আটটা ছানার সবগুলোই ছয় ঘন্টার মধ্যে এদের খোসা ভেঙে বের হয়ে আসে। কীভাবে সেটা সম্ভব? গবেষকরা মনে করে থাকে যে, একটা প্রধান কারণ হল ডিমের ভিতরেই পাখির ছানাগুলো একে অন্যের সঙ্গে যোগাযোগ করে এবং কোনো না কোনোভাবে প্রায় একই সময়ে ফুটে বের হওয়ার ব্যবস্থা করে নেয়।

পাখিরা যখন বড় হয়, তখন সাধারণত পুরুষ প্রজাতির পাখিরা গান গেয়ে থাকে। বিশেষভাবে মিলনঋতুতে পুরুষ পাখি এর এলাকা চিহ্নিত করার কিংবা সঙ্গীকে আকৃষ্ট করার জন্য গান গেয়ে থাকে। বলতে গেলে, পাখির হাজার হাজার প্রজাতির প্রত্যেকটার নিজস্ব ভাষা রয়েছে আর তা স্ত্রী পাখিকে এর নিজের প্রজাতির সঙ্গীকে শনাক্ত করতে সাহায্য করে থাকে।

পাখিরা মূলত ভোরবেলা ও সূর্যাস্তের সময়ে গান গায় আর তা যুক্তিসংগত কারণেই। সেই সময়ে গানে বাধা দেওয়ার মতো বাতাস ও শব্দ কম থাকে। গবেষকরা আবিষ্কার করেছে যে, মধ্যাহ্নের তুলনায় ভোরবেলা এবং সন্ধ্যাবেলায় পাখির গান ২০ গুণ ভাল শোনা যায়।

যদিও পুরুষ পাখিই বেশি গান গেয়ে থাকে কিন্তু পুরুষ ও স্ত্রী পাখি উভয়েই বিভিন্ন ধরনের ডাক দেয় বা আওয়াজ করে, যেগুলোর ভিন্ন ভিন্ন অর্থ রয়েছে। উদাহরণস্বরূপ, ছোটো ইউরোপীয় গায়ক পাখি নয়টা ভিন্ন ধরনের ডাক দিয়ে থাকে। এগুলো আকাশের ওপর থেকে আসা বিপদের—যেমন আকাশে ঘুরে বেড়ানো কোনো শিকারি পাখির—সংকেত দেওয়ার জন্য এক ধরনের ডাক দেয় অথচ মাটি থেকে আসা বিপদের সংকেত দেওয়ার জন্য ভিন্ন ধরনের ডাক দেয়।

এক উৎকৃষ্ট উপহার

পাখিদের সহজাত প্রজ্ঞা নিশ্চিতভাবেই হৃদয়গ্রাহী। কিন্তু যখন যোগাযোগের দক্ষতার বিষয়টা আসে, তখন মানুষ আরও উৎকৃষ্ট। ঈশ্বর মানুষকে “আকাশের পক্ষীদের অপেক্ষা অধিক বুদ্ধিমান” বা প্রজ্ঞাবান হিসেবে সৃষ্টি করেছেন, ইয়োব ৩৫:১১ পদ বলে। মানুষের স্বরতন্ত্রীর মাধ্যমে উৎপন্ন শব্দ অথবা অঙ্গভঙ্গির মাধ্যমে দুর্বোধ্য, জটিল চিন্তাভাবনা ও ধারণাগুলো প্রকাশ করার ক্ষমতা হল অদ্বিতীয়।

অন্য যেকোনো প্রাণীর বৈসাদৃশ্যে মানবশিশু জটিল ভাষাগুলো শেখার ক্ষমতা নিয়ে জন্মায় বলে মনে হয়। অনলাইন জার্নাল অ্যামেরিকান সায়েন্টিস্ট বলে: “সদ্য হাঁটতে শেখা বাচ্চারা এমনকি তাদের বাবামা সরাসরি তাদের সঙ্গে কথা না বললেও ভাষা শিখে ফেলে; বধির বাচ্চাদের এমনকি ঘরে সাংকেতিক ভাষা শেখানো না হলেও তারা নিজস্ব সাংকেতিক ভাষা উদ্ভাবন করে ফেলে।”

কথাবার্তা ও সংকেতের মাধ্যমে আমাদের চিন্তাভাবনা ও আবেগঅনুভূতি আদান-প্রদান করার ক্ষমতা সত্যিই ঈশ্বরের কাছ থেকে এক চমৎকার উপহার। কিন্তু, মানুষের জন্য আরও বড় এক উপহার হল প্রার্থনার মাধ্যমে ঈশ্বরের সঙ্গে যোগাযোগ করার ক্ষমতা। বস্তুতপক্ষে, যিহোবা ঈশ্বর আমাদেরকে তাঁর সঙ্গে কথা বলার জন্য আমন্ত্রণ জানান। “কোন বিষয়ে ভাবিত হইও না,” ঈশ্বরের বাক্য বাইবেল বলে, “কিন্তু সর্ব্ববিষয়ে প্রার্থনা ও বিনতি দ্বারা ধন্যবাদ সহকারে তোমাদের যাচ্ঞা সকল ঈশ্বরকে জ্ঞাত কর।”—ফিলিপীয় ৪:৬.

আমরা যখন কঠিন সিদ্ধান্তগুলোর মুখোমুখি হই, তখন যিহোবা চান আমরা যেন বাইবেলে লিপিবদ্ধ তাঁর প্রজ্ঞার ভাণ্ডারের ওপর নির্ভর করি। তিনি আমাদেরকে সেখানে প্রাপ্ত উপদেশ কীভাবে কাজে লাগাতে হয়, সেই বিষয়ে শিখতেও সাহায্য করবেন। “যদি তোমাদের কাহারও জ্ঞানের [“প্রজ্ঞার,” NW] অভাব হয়,” বাইবেল লেখক যাকোব বলেন, “তবে সে ঈশ্বরের কাছে যাচ্ঞা করুক; তিনি সকলকে অকাতরে দিয়া থাকেন, তিরস্কার করেন না; তাহাকে দত্ত হইবে।”—যাকোব ১:৫.

আপনি কীভাবে প্রভাবিত হন?

আপনি যখন কোনো পাখির অপূর্ব গান কিংবা একটা বাচ্চাকে তার প্রথম কথাগুলো বলতে শেখার চেষ্টা করতে শোনেন, তখন আপনি কীভাবে প্রভাবিত হন? ঈশ্বর যা সৃষ্টি করেছেন, সেগুলোর মধ্যে কি আপনি তাঁর প্রজ্ঞা উপলব্ধি করেন?

তাকে যেভাবে সৃষ্টি করা হয়েছে, সেই বিষয়ে ধ্যান করার পর গীতরচক দায়ূদ ঈশ্বরকে এই বলতে পরিচালিত হয়েছিলেন: “আমি তোমার স্তব করিব, কেননা আমি ভয়াবহরূপে ও আশ্চর্য্যরূপে নির্ম্মিত; তোমার কর্ম্ম সকল আশ্চর্য্য, তাহা আমার প্রাণ বিলক্ষণ জানে।” (গীতসংহিতা ১৩৯:১৪) আপনি যখন সৃষ্টির মধ্যে ঈশ্বরের প্রজ্ঞার প্রমাণ উপলব্ধি সহকারে পরীক্ষা করেন, তখন আপনাকে যথাযথ নির্দেশনা দেওয়ার জন্য তাঁর ক্ষমতার প্রতি আপনার বিশ্বাস নিশ্চিতভাবেই বৃদ্ধি পাবে। (w০৮ ৫/১)

[৫ পৃষ্ঠার ব্লার্ব]

যোগাযোগ করার ক্ষমতা হল ঈশ্বরের কাছ থেকে এক উপহার

[৪ পৃষ্ঠার চিত্র সৌজন্যে]

© Dayton Wild/Visuals Unlimited