Photo by Stringer/Getty Images

জেগে থাকুন!

মধ্যপ্রাচ্যে যুদ্ধ—এই সম্বন্ধে বাইবেল কী বলে?

মধ্যপ্রাচ্যে যুদ্ধ—এই সম্বন্ধে বাইবেল কী বলে?

 যুক্তরাষ্ট্র, ইজরায়েল এবং ইরানের মধ্যে যে-যুদ্ধ হচ্ছে, তা দেখে সারা পৃথিবীর লোক খুবই চিন্তিত ও উদ্‌বিগ্ন। এই যুদ্ধ কি আরও ভয়ানক আকার ধারণ করবে এবং অন্যান্য দেশেও ছড়িয়ে পড়বে? পৃথিবীর সরকারগুলো কি এই যুদ্ধ বন্ধ করে শান্তি আনতে পারবে?

 যারা বাইবেল পড়েছে, তারা জানে প্রকাশিত বাক্য বইয়ে আরমাগিদোনের যুদ্ধ সম্বন্ধে লেখা রয়েছে। তারা ভাবতে পারে, মধ্যপ্রাচ্যের এই যুদ্ধের মাধ্যমেই হয়তো আরমাগিদোন শুরু হয়ে যাবে।

 এই সম্বন্ধে বাইবেল কী বলে?

পৃথিবীর সরকারগুলো কি মধ্যপ্রাচ্যের এই যুদ্ধ বন্ধ করতে পারবে?

 বাইবেল জানায়: “উচ্চপদস্থ ব্যক্তিদের কিংবা অন্য কোনো মানুষের উপর আস্থা রেখো না, যারা পরিত্রাণ করতে পারে না।”—গীতসংহিতা ১৪৬:৩.

 আমরা জানি না, সরকারগুলো এই অঞ্চলে কিছুটা হলেও শান্তি আনতে পারবে কি না। কিন্তু বাইবেল স্পষ্টভাবে জানায়, কোনো সরকার, রাজনৈতিক নেতা কিংবা কোনো দল যুদ্ধ পুরোপুরিভাবে বন্ধ করে চিরস্থায়ী শান্তি আনতে পারবে না। “সারা পৃথিবীতে যুদ্ধ শেষ” করার ক্ষমতা একমাত্র ঈশ্বরেরই রয়েছে।গীতসংহিতা ৪৬:৯.

মধ্যপ্রাচ্যের এই যুদ্ধ কি ভবিষ্যদ্‌বাণীর পরিপূর্ণতা?

 বাইবেল জানায়: “তোমরা যুদ্ধের আওয়াজ এবং যুদ্ধের খবর শুনবে। … এক জাতি আরেক জাতিকে এবং এক রাজ্য আরেক রাজ্যকে আক্রমণ করবে।”—মথি ২৪:৬, ৭.

 এখন মধ্যপ্রাচ্যে যে-যুদ্ধ হচ্ছে, সেটা “বিধিব্যবস্থার শেষ সময়ের” চিহ্নের একটা অংশ আর এটা প্রমাণ দেয় যে, আমরা “শেষকালে” বাস করছি। (মথি ২৪:৩; ২ তীমথিয় ৩:১) আমরা এখন যে-যুদ্ধ দেখতে পাচ্ছি, সেটা ইঙ্গিত দেয় যে, ঈশ্বর খুব তাড়াতাড়ি যুদ্ধ শেষ করবেন। এ ছাড়া, তিনি মানুষের অন্য সমস্ত সমস্যাও দূর করে দেবেন।

মধ্যপ্রাচ্যেই কি আরমাগিদোন শুরু হবে?

 বাইবেল জানায়: “[তারা] সেই রাজাদের … যে-জায়গায়কে হর্‌মাগিদোন বলা হয়, সেখানে একত্রিত করল।”—প্রকাশিত বাক্য ১৬:১৬.

 মধ্যপ্রাচ্যে বিভিন্ন দেশের মধ্যে যে-যুদ্ধ হচ্ছে, সেটা হর্‌মাগিদোন বা আরমাগিদোন নয়। আরমাগিদোন হল পৃথিবীব্যাপী একটা যুদ্ধ, যেটা মানুষের সরকার এবং ঈশ্বরের মধ্যে হবে।

আতঙ্কের সময় কীভাবে আমরা শান্ত থাকতে পারি?

 বাইবেল বলে: “তোমরা কোনো বিষয়ে উদ্‌বিগ্ন হোয়ো না, বরং সমস্ত বিষয়ে প্রার্থনা ও বিনতি দ্বারা আর সেইসঙ্গে ধন্যবাদ সহকারে তোমাদের অনুরোধ ঈশ্বরকে জানাও।”—ফিলিপীয় ৪:৬.

 যিহোবা a ঈশ্বর আমাদের তাঁর কাছে প্রার্থনা করার জন্য আমন্ত্রণ জানান। যেহেতু ঈশ্বর আমাদের জন্য চিন্তা করেন, তাই তিনি আমাদের প্রার্থনা শোনেন এবং আতঙ্কের সময় শান্ত থাকতে সাহায্য করেন। (১ পিতর ৫:৭) তা করার জন্য তিনি আমাদের এটা বুঝতে সাহায্য করেন যে, কেন আজ যুদ্ধগুলো হচ্ছে আর সেইসঙ্গে এটাও বুঝতে সাহায্য করেন, কীভাবে এগুলো শেষ হবে। আমরা এও জানতে পারি, আমাদের দুঃখকষ্ট ও ব্যথা দূর করার জন্য তিনি কী করবেন।—প্রকাশিত বাক্য ২১:৩, ৪.

  •   ঈশ্বর আমাদের কীভাবে সাহায্য জোগান, সেই বিষয়ে আরও জানার জন্য “You Can Find Words of Comfort in the Bible” প্রবন্ধটা পড়ুন।

a যিহোবা হল ঈশ্বরের ব্যক্তিগত নাম।—গীতসংহিতা ৮৩:১৮.