সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

৬. প্রচার কাজ

৬. প্রচার কাজ

৬. প্রচার কাজ

“রাজ্যের সুসমাচার . . . পুরো পৃথিবীতে . . . প্রচার করা হবে।”—মথি ২৪:১৪.

● ভাইতিয়া নামে একজন মহিলা প্রশান্ত মহাসাগরের একটা ছোটো দ্বীপে থাকেন, যেখানে খুব অল্প লোক বাস করে। কিন্তু তা সত্ত্বেও যিহোবার সাক্ষিরা ভাইতিয়া ও তার প্রতিবেশীদের কাছে যায়। কেন? এর কারণ হল, যিহোবার সাক্ষিরা প্রত্যেকের কাছে প্রচার করে থাকে, তা তারা যেখানেই বসবাস করুক না কেন।

পরিসংখ্যান যা দেখায়: যিহোবার সাক্ষিরা সারা পৃথিবীতে প্রচার করছে। ২০১০ সালে যিহোবার সাক্ষিরা দেশ ও দ্বীপ মিলিয়ে ২৩৬টা জায়গায় প্রায় ১৬০ কোটি ঘণ্টা প্রচার কাজে ব্যয় করেছে। যার অর্থ হল, ২০১০ সালে প্রত্যেক যিহোবার সাক্ষি প্রতি দিন গড়ে ৩০ মিনিট করে ঈশ্বরের রাজ্য সম্বন্ধে অন্যদের জানিয়েছে। বিগত ১০ বছরে যিহোবার সাক্ষিরা প্রায় ২০০০ কোটি বাইবেলভিত্তিক পত্রপত্রিকা প্রকাশ করেছে এবং অন্যদের কাছে বিতরণ করেছে।

লোকেরা সাধারণত যা বলে: ‘এটা কোনো নতুন বিষয় নয় কারণ লোকেরা বছরের পর বছর ধরে বাইবেলের বার্তা প্রচার করে যাচ্ছে।’

এই কথাটা কি সত্য? এটা ঠিক যে, লোকেরা বাইবেলের বার্তা প্রচার করেছে কিন্তু তারা অল্প কিছু সময়ের জন্য তা করেছে আর সেটাও মাত্র কয়েকটা জায়গায়। এর বিপরীতে, যিহোবার সাক্ষিরা সারা পৃথিবীতে এক সংগঠিত উপায়ে কোটি কোটি লোকের কাছে বাইবেলের বার্তা জানাচ্ছে। কিছু সরকার এবং ক্ষমতাশালী ব্যক্তিরা তাদের এই প্রচার কাজ বন্ধ করার চেষ্টা করেছিল, কিন্তু তারা তা করতে পারেনি। এই প্রচার কাজ করার জন্য যিহোবার সাক্ষিরা কোনো অর্থ পায় না বরং তারা আনন্দের সঙ্গে তাদের সময় ও শক্তি ব্যয় করে থাকে। সেইসঙ্গে তারা বিভিন্ন বই ও পত্রিকা বিনা মূল্যে লোকদের দিয়ে থাকে। লোকেরা স্বেচ্ছায় যে-দান করে, সেই দানের মাধ্যমে এই কাজ চলে।

আপনার কী মনে হয়? ‘ঈশ্বরের রাজ্যের সুসমাচার’ কি পুরো পৃথিবীতে প্রচার করা হচ্ছে? এর অর্থ কি এই যে, সামনে ভালো সময় আসতে চলেছে?

[ব্লার্ব]

২০১০ সালের যিহোবার সাক্ষিদের বর্ষপুস্তকে (ইংরেজি) বলা হয়েছিল, “যিহোবা যতদিন চাইবেন আমরা ততদিন উদ্যোগের সঙ্গে তাঁর রাজ্যের সুসমাচার অন্য ব্যক্তিদের কাছে প্রচার করে যাব এবং লোকদের কাছে পৌঁছানোর জন্য আমরা আমাদের সর্বোত্তম প্রচেষ্টা করব।”