সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

গল্প ৮৫

যিশু একটা আস্তাবলে জন্মগ্রহণ করেন

যিশু একটা আস্তাবলে জন্মগ্রহণ করেন

তুমি কি জান, এই ছোট্ট বাচ্চাটি কে? হ্যাঁ, তিনি হলেন যিশু। তিনি সবেমাত্র একটা আস্তাবলে জন্মগ্রহণ করেছেন। আস্তাবল হচ্ছে সেই জায়গা, যেখানে পশুদের রাখা হয়। মরিয়ম যিশুকে একটা জাবপাত্রে শুইয়ে দিচ্ছেন, যেটার মধ্যে গাধা ও অন্যান্য পশুকে খাবার দেওয়া হয়ে থাকে। কিন্তু, কেন মরিয়ম ও যোষেফ এখানে এই পশুগুলোর সঙ্গে আছে? এটা তো বাচ্চা জন্মগ্রহণ করার মতো কোন স্থান নয়, তাই না?

হ্যাঁ, ঠিক তাই। কিন্তু, তাদের এখানে থাকার কারণটা হচ্ছে: রোমের শাসক কৈসর আগস্ত এমন একটা আইন তৈরি করেছেন যে, প্রত্যেক ব্যক্তিকে নিজের জন্মস্থানে গিয়ে একটা খাতায় নাম লেখাতে হবে। যোষেফ আসলে এই বৈৎলেহম নগরেই জন্মগ্রহণ করেছিলেন। কিন্তু, তিনি ও মরিয়ম যখন সেখানে পৌঁছান, তখন তাদের কোথাও থাকার জায়গা ছিল না। তাই, তাদেরকে এই পশুগুলোর সঙ্গে থাকতে হয়েছে। আর ঠিক সেই দিনই মরিয়ম যিশুকে জন্ম দেন! তবে, তুমি যেমন দেখতে পাচ্ছ, যিশু বেশ ভালো আছেন।

তুমি কি যিশুর সঙ্গে দেখা করতে আসা মেষপালকদের দেখতে পাচ্ছ? তারা রাতের বেলা মাঠে তাদের মেষপাল দেখাশোনা করছিল আর তখন তাদের চারপাশ এক উজ্জ্বল আলোয় ভরে গিয়েছিল। সেখানে একজন স্বর্গদূত এসেছিলেন! মেষপালকরা তখন অনেক ভয় পেয়ে গিয়েছিল। কিন্তু, স্বর্গদূত বলেছিলেন: ‘ভয় পেও না! আমি তোমাদের জন্য সুখবর নিয়ে এসেছি। আজকে বৈৎলেহমে খ্রিস্ট প্রভু জন্মগ্রহণ করেছেন। তিনি লোকেদের পরিত্রাণ করবেন! তোমরা তাঁকে কাপড়ে জড়ানো ও একটা জাবপাত্রে শোয়ানো অবস্থায় দেখতে পাবে।’ হঠাৎ করেই অনেক স্বর্গদূত এসে ঈশ্বরের প্রশংসাগান করতে শুরু করেছিল। তাই, মেষপালকরা তক্ষুনি যিশুকে খুঁজতে তাড়াতাড়ি বের হয়ে গিয়েছিল আর এখন তারা তাঁকে খুঁজে পেয়েছে।

তুমি কি জান, যিশু কেন এত বিশেষ ব্যক্তি? আর তুমি কি জান, তিনি আসলে কে? মনে করে দেখো, এই বইয়ের একেবারে প্রথম গল্পে আমরা ঈশ্বরের প্রথম পুত্র সম্বন্ধে বলেছিলাম। এই পুত্র আকাশমণ্ডল, পৃথিবী ও অন্যান্য সব কিছু তৈরি করার জন্য যিহোবার সঙ্গে কাজ করেছিলেন। আসলে যিশুই হলেন সেই ব্যক্তি!

হ্যাঁ, যিহোবা স্বর্গ থেকে তাঁর পুত্রের জীবন নিয়ে মরিয়মের মধ্যে তা দিয়েছিলেন। তখন থেকেই একটি বাচ্চা তার পেটের ভিতরে বড়ো হতে থাকে, ঠিক যেভাবে অন্যান্য বাচ্চা তাদের মায়েদের পেটের ভিতরে বড়ো হয়। কিন্তু, এই বাচ্চাটি ঈশ্বরের পুত্র। অবশেষে, বৈৎলেহমের একটা আস্তাবলে যিশু জন্মগ্রহণ করেছিলেন। এখন কি তুমি বুঝতে পারছ যে, কেন ওই স্বর্গদূতেরা যিশুর জন্মের বিষয়ে লোকেদের জানাতে পেরে এতটা আনন্দিত হয়েছিল?