সরাসরি বিষয়বস্তুতে যান

এক সুখী পারিবারিক জীবনের চাবিকাঠি কী?

এক সুখী পারিবারিক জীবনের চাবিকাঠি কী?

আপনি কী মনে করেন, সেই চাবিকাঠিটা কি . . .

  • প্রেম?

  • টাকাপয়সা?

  • নাকি অন্য কিছু?

বাইবেল যা বলে

“ধন্য” বা সুখী “তাহারাই, যাহারা ঈশ্বরের বাক্য শুনিয়া পালন করে।”—লূক ১১:২৮, পবিত্র বাইবেল।

আপনার জন্য এর অর্থ যা হতে পারে

প্রকৃত প্রেমের সন্ধান পাওয়া।—ইফিষীয় ৫:২৮, ২৯.

আন্তরিক সম্মান উপভোগ করা।—ইফিষীয় ৫:২২-২৪.

সত্যিকারের বন্ধন গড়ে তোলা।—মার্ক ১০:৬-৯.

বাইবেল যা বলে, তা কি আমরা আসলেই বিশ্বাস করতে পারি?

বিশ্বাস করতে পারি আর তা অন্ততপক্ষে দুটো কারণে:

  • ঈশ্বর হলেন পারিবারিক জীবনের উৎস। বাইবেল বলে, ঈশ্বর পারিবারিক ব্যবস্থা শুরু করেছেন। (আদিপুস্তক ২:১৮-২৪) অন্য কথায় বলা যায়, পারিবারিক ব্যবস্থার অস্তিত্ব রয়েছে কারণ যিহোবা ঈশ্বর এই ব্যবস্থা শুরু করেছেন। কেন এটা গুরুত্বপূর্ণ বিষয়?

    একটু চিন্তা করে দেখুন: কোনো সুস্বাদু খাবার খাওয়ার পর, আপনি যদি সেই খাবারের উপকরণের বিষয়ে জানতে চান, তাহলে আপনি কাকে জিজ্ঞেস করবেন? স্বাভাবিকভাবেই সেই ব্যক্তিকে, যিনি সেটা প্রস্তুত ​করেছেন।

    একইভাবে, সুখী পারিবারিক ​জীবনের উপকরণগুলো খুঁজে বের করার জন্য আমাদের পারিবারিক ব্যবস্থার উৎস যিহোবার ওপর নির্ভর করা উচিত।

  • ঈশ্বর আপনাদের জন্য চিন্তা করেন। যিহোবা তাঁর বাক্যের মাধ্যমে যে-উপদেশ​ দেন, তা জানার চেষ্টা করা পরিবারগুলোর জন্য বিজ্ঞতার কাজ। কেন? ‘কেননা তিনি আপনাদের জন্য চিন্তা করেন।’ (১ পিতর ৫:৬, ৭) যিহোবা আপনার মঙ্গল চান এবং তাঁর পরামর্শ সবসময় কার্যকরী!—হিতোপদেশ ৩:৫, ৬; যিশাইয় ৪৮:১৭, ১৮.

চিন্তা করার মতো বিষয়

কীভাবে আপনি এক উত্তম স্বামী, স্ত্রী, বাবা অথবা মা হতে পারেন?

বাইবেলে এই প্রশ্নের উত্তর পাওয়া যায় ইফিষীয় ৫:১, ২ এবং কলসীয় ৩:১৮-২১ পদে।