সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

পাঠ ০৯

প্রার্থনার মাধ্যমে আপনি ঈশ্বরের নিকটবর্তী হতে পারেন

প্রার্থনার মাধ্যমে আপনি ঈশ্বরের নিকটবর্তী হতে পারেন

জীবনে এমন কিছু পরিস্থিতি আসে যখন আমাদের মনে হয়, ‘কেউ যদি আমাকে বলে দিত যে, এই পরিস্থিতিতে আমার কী করা উচিত, তা হলে কতই-না ভালো হত!’ কখনো কখনো আবার আমাদের মনে এমন কিছু প্রশ্ন আসে, যেগুলোর উত্তর আমরা জানতে চাই। অনেক সময় আবার আমরা এতটা ভেঙে পড়ি যে, আমাদের সাহায্যের প্রয়োজন হয়। এই সমস্ত পরিস্থিতির সঙ্গে মোকাবিলা করার জন্য প্রার্থনা আপনাকে সাহায্য করতে পারে। প্রার্থনা করার মাধ্যমে আপনি যিহোবার আরও নিকটবর্তী হতে পারবেন। কিন্তু প্রশ্ন হল, কীভাবে আমাদের প্রার্থনা করা উচিত? ঈশ্বর কি প্রত্যেকের প্রার্থনা শোনেন? ঈশ্বর কি আমার প্রার্থনা শুনবেন? ঈশ্বর যাতে আমার প্রার্থনা শোনেন, সেই জন্য আমি কী করতে পারি? আসুন তা দেখি।

১. আমাদের কার কাছে এবং কোন বিষয় নিয়ে প্রার্থনা করা উচিত?

যিশু শিখিয়েছিলেন যে, আমাদের কার কাছে প্রার্থনা করা উচিত। তিনি বলেছিলেন: “অতএব, তোমরা এভাবে প্রার্থনা কোরো: “‘হে আমাদের স্বর্গস্থ পিতা, . . .।’” (মথি ৬:৯) তাই, আমাদের উচিত শুধুমাত্র আমাদের স্বর্গীয় পিতা যিহোবার কাছে প্রার্থনা করা। যিশু নিজেও যিহোবার কাছে প্রার্থনা করেছিলেন। আর আমরা যখন যিহোবার কাছে প্রার্থনা করি, তখন তাঁর সঙ্গে আমাদের বন্ধুত্বের বন্ধন দৃঢ় হয়।

আমরা যেকোনো বিষয় নিয়ে প্রার্থনা করতে পারি। তবে, তা যেন ঈশ্বরের ইচ্ছার সঙ্গে মিল রেখে করা হয়। বাইবেল বলে, “ঈশ্বরের ইচ্ছার সঙ্গে মিল রেখে প্রার্থনায় আমরা যা-কিছুই চাই না কেন, তিনি আমাদের প্রার্থনা শোনেন।” (১ যোহন ৫:১৪) যিশু আমাদের বলেছিলেন, কোন বিষয়গুলোর জন্য আমরা প্রার্থনা করতে পারি। (পড়ুন, মথি ৬:৯-১৩.) আমাদের চিন্তার বিষয়গুলো নিয়ে আমরা ঈশ্বরের সঙ্গে কথা বলতে পারি। আর সেইসঙ্গে ঈশ্বর আমাদের জন্য যা-কিছু করেছেন, সেগুলোর জন্য তাঁকে ধন্যবাদ দিতে পারি। এ ছাড়া, শুধু নিজেদের জন্য নয় কিন্তু অন্যদের জন্যও সাহায্য চেয়ে আমরা প্রার্থনা করতে পারি।

২. কীভাবে আমাদের প্রার্থনা করা উচিত?

আমাদের হৃদয় থেকে প্রার্থনা করা উচিত। বাইবেল আমাদের বলে, “তাঁহারই [ঈশ্বরের] সম্মুখে তোমাদের মনের কথা ভাঙ্গিয়া বল।” (গীতসংহিতা ৬২:৮) আমরা জোরে জোরে কিংবা মনে মনে, বসে কিংবা দাঁড়িয়ে তাঁর কাছে প্রার্থনা করতে পারি। আসলে, সবচেয়ে গুরুত্বপূর্ণ হল, আমরা যেন প্রার্থনা করার সময় তাঁর প্রতি সম্মান প্রদর্শন করি। আমরা যেকোনো সময়ে এবং যেকোনো জায়গায় প্রার্থনা করতে পারি।

৩. কীভাবে ঈশ্বর আমাদের প্রার্থনার উত্তর দেন?

ঈশ্বর বিভিন্ন উপায়ে প্রার্থনার উত্তর দিয়ে থাকেন, যেগুলোর মধ্যে একটা হল, বাইবেলের মাধ্যমে। বেশিরভাগ ক্ষেত্রে দেখা গিয়েছে, যে-প্রশ্নটা নিয়ে আমরা চিন্তিত থাকি, বাইবেল পড়ার মাধ্যমে আমরা সেটার উত্তর পেয়ে যাই। ঈশ্বরের বাক্য পড়ার মাধ্যমে ‘অল্পবুদ্ধি’ রয়েছে এমন ব্যক্তি ‘জ্ঞান’ লাভ করে। (গীতসংহিতা ১৯:৭; পড়ুন, যাকোব ১:৫.) এ ছাড়া, বিভিন্ন সমস্যার সঙ্গে মোকাবিলা করার সময়, তিনি আমাদের মনের শান্তি দিতে পারেন। আর প্রয়োজনের সময় তিনি তাঁর উপাসকদের ব্যবহার করে আমাদের সেই বিষয়গুলো জুগিয়ে দিতে পারেন, যেগুলো আমাদের সত্যিই প্রয়োজন রয়েছে।

গভীরভাবে গবেষণা করুন

আমাদের প্রার্থনা কেমন হওয়া উচিত, যাতে ঈশ্বর তা শোনেন আর প্রার্থনা করার মাধ্যমে আমরা কোন কোন উপকার লাভ করতে পারি, তা জানুন।

৪. আমাদের কী করতে হবে, যাতে ঈশ্বর আমাদের প্রার্থনা শোনেন?

আমাদের অবশ্যই কিছু বিষয় মনে রাখতে হবে। ভিডিওটা দেখুন

যিহোবা চান যেন আমরা তাঁর কাছে প্রার্থনা করি। গীতসংহিতা ৬৫:২ পদ পড়ুন এবং এরপর এই প্রশ্নগুলো নিয়ে আলোচনা করুন:

  • “প্রার্থনা-শ্রবণকারী” ঈশ্বর আপনার কাছ থেকে কী চান? কেন আপনি তা মনে করেন?

আমরা যদি চাই ঈশ্বর আমাদের প্রার্থনা শুনুক, তা হলে আমাদের অবশ্যই এমনভাবে জীবনযাপন করার চেষ্টা করতে হবে, যা তাঁকে খুশি করে। মীখা ৩:৪ এবং ১ পিতর ৩:১২ পদ পড়ুন এবং এরপর এই প্রশ্নটা নিয়ে আলোচনা করুন:

  • ঈশ্বর যাতে আমাদের প্রার্থনা শোনেন, সেই জন্য আমাদের কী করতে হবে?

যুদ্ধক্ষেত্রে, বিপক্ষ দুই দল একে অন্যকে হারানোর জন্য প্রার্থনা করতে পারে। আপনার কী মনে হয়, ঈশ্বর এই ধরনের প্রার্থনার উত্তর দেবেন?

৫. আমাদের অবশ্যই হৃদয় থেকে প্রার্থনা করতে হবে

কিছু ব্যক্তিকে শেখানো হয়েছে, তারা যেন প্রার্থনা করার সময় একই কথা বার বার বলে। কিন্তু, ঈশ্বর কি চান যেন আমরা এভাবে তাঁর কাছে প্রার্থনা করি? মথি ৬:৭ পদ পড়ুন এবং এরপর এই প্রশ্নটা নিয়ে আলোচনা করুন:

  • এই শাস্ত্রপদ আমাদের বলে, আমরা যেন ‘একই কথা বার বার বলা’ এড়িয়ে চলি। কীভাবে আপনি তা করতে পারেন?

প্রতিদিন চিন্তা করুন যে, যিহোবা আজ আপনাকে কোন আশীর্বাদ করেছেন আর সেটার জন্য তাঁকে ধন্যবাদ দিন। আপনি যখন সপ্তাহের প্রতিদিন এটা করবেন, তখন একই কথা বার বার বলার পরিবর্তে আপনার কাছে প্রার্থনা করার জন্য সাতটা আলাদা আলাদা বিষয় থাকবে।

একজন বাবা চান যেন তার সন্তান হৃদয় থেকে তার সঙ্গে কথা বলে। একইভাবে, যিহোবা চান যেন আমরা হৃদয় থেকে তাঁর কাছে প্রার্থনা করি।

৬. প্রার্থনা হল ঈশ্বরের কাছ থেকে পাওয়া একটা উপহার

প্রার্থনা করার মাধ্যমে আমরা শক্তিশালী হই, বিশেষ করে যখন আমরা কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাই। ভিডিওটা দেখুন

বাইবেল প্রতিজ্ঞা করে, প্রার্থনা করলে ঈশ্বর আমাদের মনের শান্তি দেবেন। ফিলিপীয় ৪:৬, ৭ পদ পড়ুন এবং এরপর এই প্রশ্নগুলো নিয়ে আলোচনা করুন:

  • প্রার্থনা করার মাধ্যমে যদিও সবসময় আমাদের সমস্যাগুলো দূর হয়ে যায় না, তা সত্ত্বেও এটা করা কীভাবে আমাদের সাহায্য করতে পারে?

  • আপনি কোন বিষয়গুলোর জন্য প্রার্থনা করতে চান?

আপনি কি জানেন?

“আমেন” শব্দটার অর্থ হল, “তা-ই হোক।” যিহোবার লোকেরা প্রাচীন কাল থেকে প্রার্থনার শেষে “আমেন” বলে আসছে।—১ বংশাবলি ১৬:৩৬.

৭. প্রার্থনা করার জন্য সময় করে নিন

আমরা হয়তো কখনো কখনো এত ব্যস্ত হয়ে পড়ি যে, প্রার্থনা করতে ভুলে যাই। প্রার্থনা করা যিশুর কাছে কতটা গুরুত্বপূর্ণ ছিল, তা দেখুন। মথি ১৪:২৩ এবং মার্ক ১:৩৫ পদ পড়ুন এবং এরপর এই প্রশ্নগুলো নিয়ে আলোচনা করুন:

  • যিশু কী করেছিলেন, যাতে তিনি প্রার্থনা করার জন্য সময় করে নিতে পারেন?

  • প্রার্থনা করার জন্য আপনি কখন সময় করে নিতে পারেন?

কেউ কেউ বলে থাকে: “প্রার্থনা করে কোনো লাভ নেই। ঈশ্বর কখনো আমার প্রার্থনার উত্তর দেন না।”

  • আপনি কী মনে করেন?

সারাংশ

হৃদয় থেকে প্রার্থনা করা আমাদের ঈশ্বরের নিকটবর্তী করে, মনের শান্তি লাভ করতে সাহায্য করে এবং যিহোবাকে খুশি করার জন্য আমাদের শক্তি জোগায়।

পুনরালোচনা

  • আমাদের কার কাছে প্রার্থনা করা উচিত?

  • আমাদের কীভাবে প্রার্থনা করা উচিত?

  • প্রার্থনা করার মাধ্যমে আমরা কোন কোন উপকার লাভ করতে পারি?

লক্ষ্য

আরও জানুন

প্রার্থনা সম্বন্ধে প্রায়ই জিজ্ঞেস করা হয়ে থাকে এমন প্রশ্নগুলোর উত্তর জানুন।

“প্রার্থনা সম্বন্ধে এমন সাতটা বিষয়, যেগুলো আপনার জানা প্রয়োজন” (প্রহরীদুর্গ, অক্টোবর ১, ২০১০, ইংরেজি)

আপনি কেন প্রার্থনা করবেন এবং কীভাবে আপনি আরও ভালোভাবে প্রার্থনা করতে পারেন, তা জানুন।

“কেন প্রার্থনা করব?” (অনলাইন প্রবন্ধ)

আমাদের কার কাছে প্রার্থনা করা উচিত, সেই বিষয়ে বাইবেল কী বলে, তা নিয়ে বিবেচনা করুন।

“আমাদের কি কোনো সাধুর কাছে প্রার্থনা করা উচিত?” (অনলাইন প্রবন্ধ)

আপনি কোথায় ও কখন প্রার্থনা করতে পারেন, তা জানার জন্য এই মিউজিক ভিডিওটা দেখুন।

করি সবসময়ই প্রার্থনা (১:২২)