প্রহরীদুর্গ (অধ্যয়ন সংস্করণ) জুলাই ২০১৪

এই সংখ্যায় ২০১৪ সালের সেপ্টেম্বর মাসের ১ থেকে ২৮ তারিখের জন্য অধ্যয়ন প্রবন্ধ রয়েছে।

তারা নিজেদেরকে স্বেচ্ছায় বিলিয়ে দিয়েছিল—মাইক্রোনেশিয়ায়

অন্য দেশ থেকে আসা ব্যক্তিরা, যারা প্রশান্ত মহাসাগরীয় দ্বীপগুলোতে সেবা করছে, তারা মাঝে মাঝে তিনটে সাধারণ প্রতিদ্বন্দ্বিতার মুখোমুখি হয়। কীভাবে রাজ্যের এই প্রচারকরা সেগুলোর মোকাবিলা করে?

“যিহোবা জানেন, কে কে তাঁহার”

২ তীমথিয় ২:১৯ পদে উল্লেখিত “ভিত্তিমূল” ও ‘মুদ্রাঙ্কন’ কীভাবে যিহোবার লোক কে, তা শনাক্ত করতে সাহায্য করে?

যিহোবার লোকেরা ‘অধার্ম্মিকতা হইতে দূরে থাকে’

“অধার্ম্মিকতা হইতে দূরে থাকুক” এই অভিব্যক্তি কীভাবে মোশির দিনের ঘটনার সঙ্গে সম্পর্কযুক্ত? সেই ঘটনাগুলো থেকে আমরা কী শিখতে পারি?

জীবনকাহিনি

একজন বাবাকে হারিয়েছি—আরেকজন বাবাকে পেয়েছি

পরিচালক গোষ্ঠীর একজন সদস্য গ্যারিট লোশের জীবনকাহিনি পড়ুন।

“তোমরাই আমার সাক্ষী”

আমাদের যে যিহোবার সাক্ষি হিসেবে সম্বোধন করা হয়, এর অর্থ কী?

‘তোমরা আমার সাক্ষী হইবে’

কেন যিশু বলেছিলেন, ‘তোমরা আমার সাক্ষী হইবে’? কেন তিনি যিহোবার সাক্ষি বলেননি? কীভাবে আমরা সাক্ষ্যদানের কাজে উদ্যোগ বজায় রাখতে পারি?