সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

‘আসুন আমরা যিহোবার উদ্দেশে উপহার দিই’

‘আসুন আমরা যিহোবার উদ্দেশে উপহার দিই’

‘আসুন আমরা যিহোবার উদ্দেশে উপহার দিই’

যখন কেউ আপনার জন্য দয়ার কোনো কাজ করেন, তখন কীভাবে আপনি উপলব্ধি দেখিয়ে থাকেন? ইস্রায়েলীয় সেনাপতিরা মিদিয়নীয়দের সঙ্গে যুদ্ধ করার পর যেভাবে তাদের কৃতজ্ঞতা দেখিয়েছিল, তা বিবেচনা করুন। এই যুদ্ধ ইস্রায়েল জাতি বাল-পিয়োরের সঙ্গে সম্পর্কযুক্ত পাপে পতিত হওয়ার পর সংঘটিত হয়েছিল। ঈশ্বর তাঁর লোকেদের বিজয় এনে দিয়েছিলেন এবং লুটিত দ্রব্য ১২,০০০ জন সৈন্য ও ইস্রায়েলের বাকি লোকেদের মধ্যে ভাগ করে দেওয়া হয়েছিল। যিহোবার নির্দেশনার সঙ্গে মিল রেখে, সৈন্যরা তাদের ভাগের একটা নির্দিষ্ট অংশ যাজকদেরকে দিয়েছিল এবং অন্যান্য ইস্রায়েলীয়রা একই পরিমাণ অংশ লেবীয়দেরকে দিয়েছিল।—গণনা. ৩১:১-৫, ২৫-৩০.

কিন্তু, সেনাপতিরা আরও বেশি কিছু করতে চেয়েছিল। “আপনার এই দাসগণ আমাদের অধীন যোদ্ধাদের সংখ্যা গ্রহণ করিয়াছে, আমাদের মধ্যে এক জনও কমে নাই,” তারা মোশিকে বলেছিল। যিহোবার উদ্দেশে উপহার হিসেবে তারা স্বর্ণ এবং অন্যান্য অলংকার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল। এই স্বর্ণালংকারগুলোর মোট ওজন ছিল ৫০০ ব্রিটিশ পাউন্ডেরও (১৯০ কিলোগ্রামেরও) বেশি।—গণনা. ৩১:৪৯-৫৪.

একইভাবে বর্তমানেও অনেক লোক যিহোবা তাদের প্রতি যা-কিছু করেছেন, সেগুলোর জন্য কৃতজ্ঞতা দেখাতে অনুপ্রাণিত হয়। অধিকন্তু, শুধুমাত্র ঈশ্বরের উৎসর্গীকৃত দাসদের মধ্যেই যে এই ধরনের অনুভূতি রয়েছে, তা নয়। উদাহরণস্বরূপ, একজন বাস চালকের কথা বিবেচনা করুন, যিনি ২০০৯ সালে ইতালির বোলনিয়ার একটা স্টেডিয়ামে অনুষ্ঠিত আন্তর্জাতিক সম্মেলনের জন্য প্রতিনিধিদের এক দলকে সেখানে নিয়ে গিয়েছিলেন ও সেখান থেকে নিয়ে এসেছিলেন। যেহেতু তিনি একজন শান্ত স্বভাবের সতর্ক চালক ছিলেন, তাই যারা তার বাসে চড়েছিল, তারা তাকে ধন্যবাদ জানিয়ে একটা ছোট্ট নোট লেখার এবং সেইসঙ্গে কিছু বকশিশ ও বাইবেল প্রকৃতপক্ষে কী শিক্ষা দেয়? বইয়ের একটি কপি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল। এতে সেই চালক এভাবে প্রতিক্রিয়া দেখিয়েছিলেন: “আমি আনন্দের সঙ্গে এই কার্ড ও বইটি নিচ্ছি কিন্তু টাকাটা ফেরত দিচ্ছি কারণ আমি এটা দান করতে চাই, যাতে আপনারা যে-কাজ করছেন, তা চালিয়ে যেতে পারেন। যদিও আমি একজন যিহোবার সাক্ষি নই, তবুও আমি এই দান দিতে চাই কারণ আমি দেখেছি যে, আপনারা প্রেমের বশবর্তী হয়ে বিভিন্ন কাজ করে থাকেন।”

আপনি যখন যিহোবা আপনার প্রতি যা-কিছু করেছেন, সেগুলোর প্রতি উপলব্ধি দেখানোর জন্য অনুপ্রাণিত হন, তখন একটা যে-উপায়ে আপনি কৃতজ্ঞতা দেখাতে পারেন তা হল, যিহোবার সাক্ষিদের শিক্ষামূলক কাজের জন্য দান করার মাধ্যমে। (মথি ২৪:১৪) কেউ কেউ যে-উপায়গুলোতে দান করা বেছে নেয়, তা এই প্রবন্ধের সঙ্গে দেওয়া বাক্সে তুলে ধরা হয়েছে।

[২০, ২১ পৃষ্ঠার বাক্স]

কেউ কেউ যে-উপায়গুলোতে দান করে থাকে

শিক্ষামূলক কাজের জন্য দান

অনেকে “শিক্ষামূলক কাজের জন্য” লেখা দানবাক্সে দেওয়ার জন্য একটা নির্দিষ্ট পরিমাণ অর্থ আলাদা করে রাখে।

প্রত্যেক মাসে, মণ্ডলীগুলো এই অর্থ যিহোবার সাক্ষিদের সেই শাখা অফিসে পাঠিয়ে দেয়, যে-অফিস তাদের নিজের দেশের জন্য কাজ করে থাকে। স্বেচ্ছাকৃত দান হিসেবে দেওয়া অর্থও সরাসরি যিহোবার সাক্ষিদের শাখা অফিসে পাঠানো যেতে পারে, যেটা আপনাদের দেশের জন্য কাজ করে। (এ ছাড়া, নীচের বিভাগগুলোতে উল্লেখিত স্বেচ্ছাকৃত দানও যিহোবার সাক্ষিদের শাখা অফিসে পাঠানো যেতে পারে, যেটা আপনাদের দেশের জন্য কাজ করে।) চেকগুলো “ওয়াচ টাওয়ার”-কে * প্রদানযোগ্য হিসেবে পাঠানো উচিত। এ ছাড়া, অলংকার অথবা অন্য কোনো মূল্যবান জিনিসও দান করা যেতে পারে। এই ধরনের দানের সঙ্গে একটা ছোটো চিঠিতে উল্লেখ করে দেওয়া উচিত যে, এই দানগুলো এক শর্তহীন উপহার হিসেবে পাঠানো হয়েছে।

শর্তযুক্ত দানের ট্রাস্ট ব্যবস্থা *

পৃথিবীব্যাপী ব্যবহারের জন্য অর্থ ওয়াচ টাওয়ার ট্রাস্টে রাখা যেতে পারে। তবে, অনুরোধ জানালে, প্রদত্ত অর্থ ফিরিয়ে দেওয়া হবে। আরও তথ্য জানার জন্য, দয়া করে স্থানীয় শাখা অফিসের সঙ্গে যোগাযোগ করুন, যেটা আপনাদের দেশের জন্য কাজ করে।

দাতব্য পরিকল্পনা *

শিক্ষামূলক কাজকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য উপহার হিসেবে শর্তহীন অর্থ পাঠানো ছাড়াও, দান করার অন্যান্য উপায় রয়েছে। এগুলোর অন্তর্ভুক্ত:

বিমা: কোনো জীবনবিমা প্রকল্পের অথবা অবসর গ্রহণ/পেনশন পরিকল্পনার স্বত্বভোগী হিসেবে ওয়াচ টাওয়ার-এর নাম দেওয়া যেতে পারে।

ব্যাঙ্ক অ্যাকাউন্ট: ব্যাঙ্ক অ্যাকাউন্ট, ডিপোজিটের সার্টিফিকেট অথবা ব্যক্তির অবসর গ্রহণকালীন অ্যাকাউন্টগুলো স্থানীয় ব্যাঙ্কের নিয়ম অনুসারে, ওয়াচ টাওয়ার-এর ট্রাস্টে দেওয়া যেতে পারে অথবা ব্যক্তির মৃত্যুর পর ওয়াচ টাওয়ার-কে প্রদানযোগ্য হিসেবে দেওয়া যেতে পারে।

স্টক ও বন্ড: স্টক ও বন্ডগুলোকে শর্তহীন উপহার হিসেবে ওয়াচ টাওয়ার-কে দান করা যেতে পারে অথবা আইনসম্মতভাবে সম্পন্ন উইলের অধীনে স্বত্বভোগী হিসেবে ওয়াচ টাওয়ার-এর নাম দেওয়া যেতে পারে।

স্থাবর সম্পত্তি: বিক্রয়যোগ্য স্থাবর সম্পত্তি হয় এক শর্তহীন উপহার হিসেবে দান করা যেতে পারে অথবা আবাসিক সম্পত্তির ক্ষেত্রে দাতার জন্য জীবনস্বত্বরূপে সংরক্ষণ করে তা প্রদান করা যেতে পারে, এই শর্তে যে, তিনি তার জীবনকালে সেখানে বসবাস করতে পারবেন। কোনো স্থাবর সম্পত্তি দেওয়ার জন্য দলিলের ব্যবস্থা করার আগে আপনার দেশের শাখা অফিসের সঙ্গে যোগাযোগ করুন।

বার্ষিক বৃত্তি উপহার: বার্ষিক বৃত্তি উপহার হল একটা ব্যবস্থা, যেটার মাধ্যমে একজন ব্যক্তি নিযুক্ত কর্পোরেশনকে অর্থ অথবা সম্পত্তির মালিকানাসূচক দলিলগুলো হস্তান্তর করেন, যা যিহোবার সাক্ষিরা ব্যবহার করে। এটার বিনিময়ে, দাতা অথবা দাতার দ্বারা নিযুক্ত কোনো ব্যক্তি জীবনভর প্রতি বছর এক নির্দিষ্ট বার্ষিক বৃত্তির অর্থ লাভ করেন। যে-বছর থেকে বার্ষিক বৃত্তি উপহার ব্যবস্থা চালু হয়, সেই সময় থেকে দাতা আয়করের ক্ষেত্রেও ছাড় পেয়ে থাকেন।

উইল ও ট্রাস্ট: সম্পত্তি অথবা অর্থ আইনসম্মতভাবে সম্পন্ন উইলের সাহায্যে ওয়াচ টাওয়ার-কে হস্তান্তর করা যেতে পারে অথবা ট্রাস্ট চুক্তির স্বত্বভোগী হিসেবে ওয়াচ টাওয়ার-এর * নাম দেওয়া যেতে পারে। কোনো ট্রাস্টের দ্বারা একটা ধর্মীয় সংগঠন উপকৃত হলে সেটা কর দেওয়ার ক্ষেত্রে নির্দিষ্ট কিছু সুযোগসুবিধা দিতে পারে।

“দাতব্য পরিকল্পনা” শব্দটি যেমন ইঙ্গিত করে যে, এই ধরনের দানগুলো করার জন্য সাধারণত দাতার আগে থেকেই পরিকল্পনা করা দরকার। যে-ব্যক্তিরা কোনো ধরনের দাতব্য পরিকল্পনার মাধ্যমে যিহোবার সাক্ষিদের শিক্ষামূলক কাজে সাহায্য করতে চায়, তাদের সহযোগিতা করার জন্য ইংরেজি ও স্প্যানিশ ভাষায় একটা ব্রোশার প্রস্তুত করা হয়েছে, যেটির শিরোনাম হল চ্যারিটেবেল প্ল্যানিং টু বেনিফিট কিংডম সার্ভিস ওয়ার্ল্ডওয়াইড। * এই ব্রোশারটি উপহারগুলো দেওয়ার বিভিন্ন উপায় সম্বন্ধে তথ্য জোগানোর জন্য লিখিত হয়েছে, যেগুলো হয় এখনই বা মৃত্যুর পর উইলের মাধ্যমে দেওয়া যেতে পারে। ব্রোশারটি পড়ার এবং তাদের নিজস্ব আইনগত অথবা কর উপদেষ্টাদের সঙ্গে পরামর্শ করার পর, অনেকেই পৃথিবীব্যাপী যিহোবার সাক্ষিদের ধর্মীয় ও মানবিক কাজকে সমর্থন করার জন্য সাহায্য করতে সমর্থ হয়েছে আর তা করার ফলে কর দেওয়ার ক্ষেত্রে তাদের সুবিধাগুলো বৃদ্ধি করেছে।

আরও তথ্য জানার জন্য, নীচে দেওয়া ঠিকানায় অথবা আপনার দেশের জন্য যিহোবার সাক্ষিদের যে-অফিস কাজ করছে, সেখানে চিঠি লিখে অথবা টেলিফোনে যিহোবার সাক্ষিদের সঙ্গে যোগাযোগ করতে পারেন।

Jehovah’s Witnesses of India,

Post Box ৬৪৪০,

Yelahanka,

Bangalore ৫৬০ ০৬৪,

Karnataka.

Telephone: (০৮০) ২৮৪৬৮০৭২

[পাদটীকাগুলো]

^ ভারতে এটা “দ্যা ওয়াচ টাওয়ার বাইবেল অ্যান্ড ট্র্যাক্ট সোসাইটি অভ্‌ ইন্ডিয়া”-কে প্রদানযোগ্য হিসেবে পাঠানো উচিত

^ ভারতে প্রযোজ্য নয়

^ নোট: বিভিন্ন দেশে কর সংক্রান্ত নিয়মকানুন ভিন্ন হতে পারে। কর সংক্রান্ত আইন এবং পরিকল্পনার বিষয়ে মতামত লাভের জন্য দয়া করে আপনার হিসাবরক্ষক অথবা আইনজীবীর সঙ্গে আলোচনা করুন। এ ছাড়া, চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে স্থানীয় শাখা অফিসের সঙ্গে দয়া করে আলোচনা করে নিন।

^ ভারতে, “দ্যা ওয়াচ টাওয়ার বাইবেল অ্যান্ড ট্র্যাক্ট সোসাইটি অভ্‌ ইন্ডিয়া” ব্যবহার করুন।

^ ভারতে পাওয়া যাচ্ছে না