আপনি কি মনে করতে পারেন?

আপনি কি মনে করতে পারেন?

আপনি কি মনে করতে পারেন?

 আপনি কি গত কয়েক মাসের প্রহরীদুর্গ পত্রিকাগুলো মন দিয়ে পড়েছেন? যদি পড়ে থাকেন, তা হলে দেখুন আপনি নীচের এই প্রশ্নগুলোর উত্তর দিতে পারেন কি না:

কোনো প্রিয়জন যখন যিহোবাকে ত্যাগ করে, তখন কী একজন সত্য খ্রিস্টানকে সাহায্য করতে পারে?

নিজেকে ও সেইসঙ্গে পরিবারের অন্যান্য বিশ্বস্ত সদস্যকে গড়ে তুলুন। আধ্যাত্মিক কাজে নিবিষ্ট থাকুন। অন্যদের সাহায্য করার জন্য নিজেকে বিলিয়ে দিন। প্রিয়জন ফিরে আসতে পারে এই আশা ছেড়ে দেবেন না। নিজেকে দোষ দেবেন না। শাসন করার বিষয়ে যিহোবার ব্যবস্থার প্রতি সম্মান প্রদর্শন করুন এবং আপনার অনুভূতি বন্ধুবান্ধবের কাছে প্রকাশ করুন।—৯/১, পৃষ্ঠা ১৮-২১.

শাস্ত্র কোন দুটো উপায়ে ‘শেষ কালকে’ শনাক্ত করতে সাহায্য করে?

বাইবেল সেই ঘটনাগুলো সম্বন্ধে ভবিষ্যদ্বাণী করে, যেগুলো “যুগান্তের” বা বিধিব্যবস্থার শেষে ঘটবে। (মথি ২৪:৩, ৭, ৮; লূক ২১:১১) এ ছাড়া, যে-লোকেরা “শেষ কালে” বাস করে, তাদের মনোভাব ও কাজকর্মের পরিবর্তন সম্বন্ধেও এটি বর্ণনা করে। (২ তীমথিয় ৩:১-৫) লক্ষণীয় বিষয়টা হচ্ছে, এই সময়ে রাজ্যের সুসমাচার প্রচার করার কথা ছিল।—৯/১৫, পৃষ্ঠা ৪-৬.

কোনো খ্রিস্টান যদি গাড়ি চালানোর সময়ে এমন কোনো দুর্ঘটনা ঘটে, যার ফলে কেউ মারা যায়, তা হলে মণ্ডলীর কী দায়িত্ব রয়েছে?

যে-প্রাচীনরা বিষয়টা পরীক্ষা করছে তারা হয়তো এটা বুঝতে পারে যে, এতে রক্তপাতের দোষ ছিল না কারণ চালকের সেই পরিস্থিতিগুলোর ওপর খুব কমই বা একেবারেই নিয়ন্ত্রণ ছিল না, যেগুলোর কারণে মারাত্মক দুর্ঘটনাটা ঘটেছে। কিন্তু যদি রক্তপাতের দোষ প্রমাণিত হয় ও সেই দোষী ব্যক্তি অনুতপ্ত হন, তা হলে তাকে উপযুক্ত শাস্ত্রীয় তিরস্কার করা হবে এবং মণ্ডলীতে বিশেষ সুযোগগুলোর ক্ষেত্রে তার ওপর বাধানিষেধ আরোপ করা হবে।—৯/১৫, পৃষ্ঠা ৩০.

কেন অনন্তজীবন বৈজ্ঞানিক অগ্রগতির ওপর নির্ভর করে না?

জীবনকে দীর্ঘায়িত করার জন্য অনেক বৈজ্ঞানিক প্রচেষ্টা করা হয়, যেমন কোষগুলোর নিজে নিজে পুনরুৎপাদিত হওয়ার সংখ্যাকে বাড়ানোর চেষ্টা করার মাধ্যমে অথবা রোগীদের দেহে নতুন এবং নিখুঁত অঙ্গগুলো জোগাতে থেরাপিউটিক ক্লোনিং এর মাধ্যমে। কিন্তু বাইবেল দেখায় যে, একমাত্র যে-উপায়ে মানুষ অনন্তজীবন লাভ করতে পারে তা হল, যিশুর মুক্তির মূল্য।—১০/১, পৃষ্ঠা ৩-৫.

যিহুদিদের প্রথাগত স্নান কি বাপ্তিস্মের এক আদিরূপ ছিল?

না। যিহুদিরা শুচি করার প্রথাগুলো নিজেরাই নিজেদের ওপরই সম্পাদন করত, যা যোহনের সম্পাদিত বাপ্তিস্মে আবশ্যক ছিল না। মোশির ব্যবস্থায় যে-শুচিকরণ পদ্ধতি অত্যাবশ্যক ছিল, তা বার বার করা হতো কিন্তু খ্রিস্টীয় বাপ্তিস্ম কেবলমাত্র একবারই সম্পাদন করা হয়।—১০/১৫, পৃষ্ঠা ১২-১৩.

মিনিস্টিরিয়াল ট্রেনিং স্কুল কী?

এটা হল আট সপ্তাহের একটা কোর্স, যেখানে মণ্ডলীর সেইসমস্ত প্রাচীন ও পরিচারক দাস যোগ দিয়ে থাকে, যারা অবিবাহিত এবং যাদেরকে যেখানে বেশি প্রয়োজন সেখানে গিয়ে সেবা করার কার্যভার দেওয়া যেতে পারে। এটা হতে পারে যে-মণ্ডলীগুলো থেকে তারা এসেছে সেখানে, দেশের অন্য কোনো জায়গায় অথবা অন্য কোনো দেশে।—১১/১৫, পৃষ্ঠা ১০-১১.

১ যোহন ২:১৮; ৪:৩ পদগুলোতে উল্লেখিত খ্রিস্টারি কী বা কে?

ব্যাপক অর্থে “খ্রীষ্টারি” শব্দটি তাদের সকলকে নির্দেশ করে, যারা খ্রিস্ট বা তাঁর প্রতিনিধিদের বিরোধিতা করে অথবা মিথ্যাভাবে নিজেদের তা-ই বলে দাবি করে। যিশু এবং যোহনের কথাগুলো দেখায় যে, খ্রিস্টারি আলাদা আলাদা অনেক খ্রিস্টারিকে নিয়ে গঠিত একটা দল, যা ধর্মীয় প্রতারণা ছড়িয়ে দেয় এবং ঈশ্বরের রাজ্যকে প্রত্যাখ্যান করে।—১২/১, পৃষ্ঠা ৪-৬.