সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

টেলিভিশনের এক কার্যক্রম তাকে ঈশ্বরের গৌরব করতে চালিত করেছিল

টেলিভিশনের এক কার্যক্রম তাকে ঈশ্বরের গৌরব করতে চালিত করেছিল

রাজ্য ঘোষণাকারীরা বিবৃতি দেয়

টেলিভিশনের এক কার্যক্রম তাকে ঈশ্বরের গৌরব করতে চালিত করেছিল

প্রেরিত পৌল বলেছিলেন যে, “কেহ কেহ, এমন কি, মাৎসর্য্য ও বিবাদেচ্ছা প্রযুক্ত, আর কেহ কেহ সুবাসনা প্রযুক্ত খ্রীষ্টকে প্রচার করিতেছে।” (ফিলিপীয় ১:১৫) মাঝে মাঝে, এমনকি যারা যিহোবার লোকেদের দুর্নাম করার চেষ্টা করে, তারাও অজান্তে একসময় সৎহৃদয়ের ব্যক্তিদের সত্যের প্রতি আকৃষ্ট করার কারণ হয়।

১৯৯৮ সালের নভেম্বর মাসে, ফরাসি জাতীয় টেলিভিশন ফ্রান্সের লুভিয়েতে যিহোবার সাক্ষিদের শাখা অফিস, বেথেলের ওপর একটা তথ্যচিত্র সম্প্রচার করেছিল। এই সম্বন্ধে বিভিন্ন ধরনের প্রতিক্রিয়া সত্ত্বেও, এই কার্যক্রম অপ্রত্যাশিতভাবে ইতিবাচক ফল উৎপন্ন করেছিল।

যারা এই কার্যক্রম দেখেছিল তাদের মধ্যে আন্না-পোলা নামে একজন মহিলা ছিলেন, যিনি বেথেল থেকে মাত্র ৬০ কিলোমিটার দূরে থাকতেন। আন্না-পোলার সঙ্গে তার স্বামীর বিবাহবিচ্ছেদ হয়ে গিয়েছিল এবং তার দুই ছেলে ছিল আর তিনি একটা কাজ খুঁজছিলেন। তাই তিনি বেথেলে কোনো কাজ পাওয়া যায় কি না, তা জানার জন্য পরদিন সকালে সেখানে ফোন করেছিলেন। “আমার মনে এটা এই প্রভাব ফেলেছিল যে, এটা এক চমৎকার জায়গা এবং সেখানে যে-কাজ করা হয়, তা উপকারজনক,” তিনি বলেছিলেন। তিনি কতই না অবাক হয়েছিলেন যখন শুনেছিলেন যে, যারা বেথেলে সেবা করে তারা সকলে পরিচারক, যারা স্বেচ্ছায় তাদের সময় ব্যয় করে! যিহোবার সাক্ষিদের কার্যাবলি সম্বন্ধে এক সংক্ষিপ্ত আলোচনার পর, তিনি তার সঙ্গে এক সাক্ষির সাক্ষাৎ করার প্রস্তাবে সম্মত হয়েছিলেন।

যখন লেনা নামে স্থানীয় মণ্ডলীর একজন পূর্ণ-সময়ের পরিচারক সাক্ষাৎ করেছিলেন, তখন দীর্ঘ আলোচনা হয়েছিল আর আন্না-পোলা জ্ঞান যা অনন্ত জীবনে পরিচালিত করে * বইটি গ্রহণ করেছিলেন। পরের সাক্ষাতে, আন্না-পোলা পুরো বইটি পড়ে ফেলেছিলেন এবং অনেক প্রশ্ন করেছিলেন। তিনি সঙ্গে সঙ্গে বাইবেল অধ্যয়ন করতে রাজি হয়েছিলেন। আন্না-পোলা বলেছিলেন: “আমার জন্য এটা ঈশ্বরের বাক্যকে আবিষ্কার করার সুযোগ ছিল। আমার কাছে আগে কখনোই বাইবেল ছিল না।”

জানুয়ারি মাসে আন্না-পোলা বেথেল পরিদর্শন করেছিলেন আর এর পরের সপ্তায় তিনি প্রথম খ্রিস্টীয় সভাতে উপস্থিত হয়েছিলেন। এর অল্প কিছুদিন পরেই তিনি তার সন্তানদের সঙ্গে বাইবেল অধ্যয়ন করতে শুরু করেছিলেন এবং তার বন্ধুদের কাছে সাক্ষ্য দিয়েছিলেন। “আমি যা শিখছিলাম সেগুলো কেবল আমি নিজের কাছেই রাখতে চাইনি,” তিনি বলেন। “আমি লোকেদের সঙ্গে বাইবেলের সত্যগুলো ভাগ করে নিতে এবং তাদের সান্ত্বনা দিতে চেয়েছিলাম।” বেশ কিছু ব্যক্তিগত সমস্যা কাটিয়ে ওঠার জন্য সংগ্রাম করার পর আন্না-পোলা নিয়মিত সভাগুলোতে উপস্থিত হতে শুরু করেছিলেন। তিনি দ্রুত উন্নতি করেছিলেন এবং ২০০২ সালের ৫ই মে বাপ্তিস্ম নিয়েছিলেন।

এ ছাড়া, আন্না-পোলার উত্তম উদাহরণ এবং উদ্যোগী প্রচারের ফলে তার মা বাইবেল অধ্যয়ন করতে শুরু করেন এবং শীঘ্রই তিনিও বাপ্তিস্ম নেন। “আমি আমার আনন্দের অনুভূতি ভাষায় প্রকাশ করতে পারব না,” আন্না-পোলা বলেন। “আমার এই জীবনে যিহোবাকে জানতে পারায় এবং আমাকে দেওয়া তাঁর সমস্ত আশীর্বাদের জন্য আমি প্রতিদিন যিহোবাকে ধন্যবাদ জানাই।”

[পাদটীকা]

^ যিহোবার সাক্ষিদের দ্বারা প্রকাশিত।

[৮ পৃষ্ঠার চিত্রগুলো]

ওপরে: আন্না-পোলা

নিচে: ফ্রান্সের শাখা অফিসের প্রবেশপথ