সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

তাল জাতীয় গাছ থেকে এক শিক্ষা

তাল জাতীয় গাছ থেকে এক শিক্ষা

তাল জাতীয় গাছ থেকে এক শিক্ষা

 “অদ্বিতীয় সৌন্দর্যের এক মনোরম দৃশ্য।” একটা বাইবেল এনসাইক্লোপিডিয়া খেজুর গাছ সম্বন্ধে এভাবেই বর্ণনা করে। বাইবেলের সময় ও আজকে, খেজুর গাছ মিশরের নীলনদের উপত্যকার সৌন্দর্যকে আরও বাড়িয়ে দেয় এবং নেগেব মরূদ্যানগুলোকে ছায়া দিয়ে সতেজ করে।

অধিকাংশ তাল জাতীয় গাছগুলোর বেশির ভাগ প্রজাতির মতো, খেজুর গাছও খুব খাড়া ও লম্বা। কিছু খেজুর গাছ ৩০ মিটার পর্যন্ত লম্বা হয় এবং সেগুলো ১৫০ বছর ধরে নিয়মিত ফল দেয়। হ্যাঁ, খেজুর গাছ দেখতে খুবই সুন্দর এবং ফলবতী, যা সত্যিই অবাক করে দেওয়ার মতো। প্রতি বছর এতে থোকায় থোকায় খেজুর ধরে। মাত্র একটা থোকায় ১,০০০টারও বেশি খেজুর ধরতে পারে। খেজুর সম্বন্ধে একজন লেখক লিখেছিলেন: “যারা . . . কেবল দোকানে শুকনো খেজুর খেয়েছেন, তারা কল্পনাই করতে পারবেন না যে টাটকা খেজুর খেতে কত সুস্বাদু।”

উপযুক্তভাবে, বাইবেলে কিছু ব্যক্তিকে তাল জাতীয় গাছগুলোর সঙ্গে তুলনা করা হয়েছে। এক ফলবতী খেজুর গাছের মতো ঈশ্বরের দৃষ্টিতে প্রীতিজনক হতে হলে, একজন ব্যক্তিকে অবশ্যই নৈতিক দিক দিয়ে সৎ হতে হবে এবং ভাল ফল উৎপাদন করে যেতে হবে। (মথি ৭:১৭-২০) এই কারণে, শলোমনের মন্দির ও যিহিষ্কেলের দর্শনের মন্দিরে দেওয়ালে খেজুর গাছ খোদাই করা হয়েছিল। (১ রাজাবলি ৬:২৯, ৩২, ৩৫; যিহিষ্কেল ৪০:১৪-১৬, ২০, ২২) তাই, ঈশ্বরের কাছে একজনের উপাসনা গ্রহণযোগ্য হতে হলে, সেই ব্যক্তির মধ্যে অবশ্যই খেজুর গাছের মতো মনোরম বৈশিষ্ট্যগুলো থাকতে হবে। ঈশ্বরের বাক্য জানায়: “ধার্ম্মিক লোক তালতরুর ন্যায় উৎফুল্ল হইবে।”—গীতসংহিতা ৯২:১২.