আকাশছোঁয়া জিনিসের দাম কীভাবে মোকাবিলা করবেন?

উদার হোন

উদার হোন

প্রত্যেক দিন জিনিসপত্রের দাম বেড়ে যাওয়ায় আপনি যদি সংসার চালাতে হিমশিম খাচ্ছেন, তা হলে আপনার মনে হতে পারে, ‘আমি কী করে উদারতা দেখাব?’ এরপরও আপনি লক্ষ করবেন, অন্যদের মন থেকে দান করলে আপনি নিজেই উপকৃত হবেন। আপনি উদার হতে পারবেন আর সেইসঙ্গে টাকাও বাঁচাতে পারবেন।

কেন এটা গুরুত্বপূর্ণ?

এমনকী ছোটো ছোটো ক্ষেত্রেও আমরা যখন উদার হই, তখন আমাদের ভালো লাগে। আমরা অন্যদের জন্য কিছু করতে পেরেছি বলে আমাদের মনও খুব খুশি থাকে। কিছু গবেষণা দেখায় যে, এর ফলে আমরা শারীরিক ও মানসিক দিক দিয়ে সুস্থ থাকি। যেমন, এটা আমাদের উদ্‌বিগ্নতা, দুশ্চিন্তা, রক্তচাপ আর সেইসঙ্গে ব্যথা-বেদনা কম করতে সাহায্য করে। আর এর ফলে আমাদের ঘুমও ভালো হয়।

“নেওয়ার চেয়ে বরং দেওয়ার মধ্যে আরও বেশি সুখ।”—প্রেরিত ২০:৩৫.

যখন আমরা টাকাপয়সা অথবা জিনিসপত্র দিয়ে অন্যদের সাহায্য করি, তখন প্রয়োজনের সময় অন্যদের কাছ থেকে সাহায্য নিতে আমরা ইতস্তত করি না। হওয়ার্ড, যিনি ইংল্যান্ডে থাকেন, তিনি বলেন: “আমি ও আমার স্ত্রী বিভিন্ন উপায়ে অন্যদের সাহায্য করি। এর ফলে, আমাদের প্রয়োজনের সময় অন্যেরা আমাদের কিছু দিলে, তা নেওয়া আমাদের পক্ষে সহজ হয়।” অবশ্য একজন উদার ব্যক্তি এইরকমটা আশা করে না যে, কাউকে সাহায্য করলে বিনিময়ে সেও তাকে সাহায্য করবে। আসল বিষয়টা হল, উদার হওয়ার মাধ্যমে সে প্রকৃত বন্ধু খুঁজে পায়, যে-বন্ধু প্রয়োজনের সময় সাহায্য করার জন্য এগিয়ে আসে।

“তোমরা সবসময় অন্যদের দান কোরো, এতে লোকেরা তোমাদের দান করবে।”—লূক ৬:৩৮.

আপনি কী করতে পারেন?

আপনার কাছে যা আছে, তা অন্যদের সঙ্গে ভাগ করে নিন। আপনার কাছে সামান্য কিছু থাকা সত্ত্বেও আপনি অন্যদের কিছু দিতে পারেন। যেমন ধরুন, আপনি কাউকে এক বেলা খাওয়ার জন্য আমন্ত্রণ জানাতে পারেন। এইজন্য আপনাকে যে অনেক কিছু রান্না করতে হবে এমন নয়। উগান্ডায় থাকা ডানকান ও তার পরিবারের কথা চিন্তা করুন। তারা খুবই গরিব, কিন্তু তারপরও তারা অন্যদের প্রতি উদারতা দেখায়। ডানকান বলেন, “আমি ও আমার স্ত্রী রবিবার করে কাউকে-না-কাউকে আমাদের বাড়িতে আমন্ত্রণ জানাই। আমরা তাদের জন্য সাধারণ কিছুই রান্না করি। কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়টা হল, আমরা তাদের সঙ্গে সময় কাটিয়ে প্রচুর আনন্দ পাই।”

অবশ্য আপনি যখন কাউকে কিছু দেবেন বলে স্থির করেন, তখন আপনাকে ভেবেচিন্তে কাজ করতে হবে। তবে মনে রাখবেন, এটা যেন আপনার পরিবারের উপর অযথা চাপ সৃষ্টি না করে।—ইয়োব ১৭:৫.

এটা করে দেখুন: কাউকে সাধারণ খাবার খাওয়ার অথবা শুধুমাত্র চা-কফির জন্য আমন্ত্রণ জানান। যদি আপনার কাছে এমন জিনিসপত্র থাকে, যেগুলো আপনার আর কাজে লাগে না, তা হলে সেগুলো এমন কোনো বন্ধু অথবা প্রতিবেশীকে দিয়ে দিন, যাদের তা কাজে লাগবে।


অন্য উপায়ে সাহায্য করুন। আমরা আমাদের সময় ও শক্তি দিয়ে অন্যদের সাহায্য করতে পারি আর এরজন্য কোনো টাকাপয়সা লাগে না। অন্যদের সঙ্গে সদয় কথাবার্তা বলাও দামি উপহারের মতো হতে পারে। তাই অন্যদের বলুন, আপনি তাদের কতটা ভালোবাসেন এবং কতটা মূল্যবান হিসেবে দেখেন।

এটা করে দেখুন: ঘরের টুকিটাকি কাজ করতে এবং ঘর মেরামত করতে অন্যদের সাহায্য করুন। আপনি আপনার কোনো বন্ধুকে কার্ড অথবা টেক্সট মেসেজে শুধু এটা লিখে পাঠান যে, আপনি তার জন্য কতটা চিন্তা করেন।

আপনি যখন উদার হবেন, তখন আপনি আপনার জীবনে আরও আনন্দ খুঁজে পাবেন।

“ভালো কাজ করতে এবং নিজের যা আছে, তা দিয়ে অন্যদের সাহায্য করতে ভুলে যেয়ো না।”—ইব্রীয় ১৩:১৬.