সজাগ হোন! নং ১ ২০২৩ | পৃথিবী কি রক্ষা পাবে?—আশার এক আলো
আমরা প্রত্যেকেই বুঝতে পারছি, এই পৃথিবীতে যে-ভয়ানক ঘটনাগুলো ঘটছে, সেগুলো আমাদের পৃথিবীকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। জল, সমুদ্র, বনভূমি এমনকী আমাদের বাতাসও খুবই দূষিত হয়ে পড়েছে। আমাদের পৃথিবী কি রক্ষা পাবে? কেন আমরা বিশ্বাস করি যে, এই পৃথিবী রক্ষা পাবে, তা জানুন।
পৃথিবী কি রক্ষা পাবে?
বিশুদ্ধ জল
কোন প্রাকৃতিক প্রক্রিয়ার মাধ্যমে পৃথিবীতে সবসময় যথেষ্ট পরিমাণে জল থাকে?
পৃথিবী কি রক্ষা পাবে?
বাতাস
বায়ু দূষণের কারণে পৃথিবীতে জীবন ঝুঁকির মুখে রয়েছে। ঈশ্বর বাতাসকে বিশুদ্ধ রাখার জন্য কোন প্রাকৃতিক চক্র সৃষ্টি করেছেন?
ঈশ্বর প্রতিজ্ঞা করেন আমাদের পৃথিবী রক্ষা পাবে
আমাদের কাছে বিশ্বাস করার কোন কারণ রয়েছে যে, পৃথিবী শুধু ধ্বংসের হাত থেকে রক্ষাই পাবে না, কিন্তু আরও সুন্দর হয়ে উঠবে?
সজাগ হোন! পত্রিকার এই সংখ্যায়
এই পৃথিবীতে কী ঘটছে আর সেইসঙ্গে পৃথিবী যে ধ্বংসের হাত থেকে রক্ষা পাবে, তা বিশ্বাস করার কিছু কারণ সম্বন্ধে জানার জন্য এই প্রবন্ধগুলো পড়ুন।

