প্রহরীদুর্গ নং ১ ২০২৫ | যুদ্ধ শেষ হয়ে যাবে—কীভাবে?
আপনি কি এমন একটা জগতে বাস করতে চান, যেখানে কোনো যুদ্ধ কিংবা দৌরাত্ম্য থাকবে না? অনেকে বলতে পারে, এটা কখনোই সম্ভব নয়। ঈশ্বরের বাক্য জানায়, কেন মানুষ যুদ্ধ বন্ধ করতে পারছে না। এ ছাড়া এটি এও জানায়, কীভাবে আপনি নিশ্চিত হতে পারেন যে, সারা পৃথিবীতে খুব শীঘ্রই শান্তি আসবে।
এই পত্রিকায় “যুদ্ধ” বলতে বিভিন্ন রাজনৈতিক দল কিংবা দেশের মধ্যে সামরিক (মিলিটারি) লড়াইয়ের বিষয় বলা হয়েছে। এখানে উল্লেখ করা কিছু ব্যক্তির নাম পরিবর্তন করা হয়েছে।
যুদ্ধের আতঙ্ক
সৈনিক এবং সাধারণ মানুষ জানে, যুদ্ধ কতটা ভয়াবহ হতে পারে।
যেভাবে যুদ্ধ ও দৌরাত্ম্য আমাদের সবাইকে প্রভাবিত করে
যুদ্ধ এক দিকে যেমন ধ্বংসাত্মক, আবার অন্য দিকে ক্ষতিকারক। কিছু উদাহরণ বিবেচনা করুন।
মানুষ কি যুদ্ধ ও দৌরাত্ম্য শেষ করতে পারবে?
ভয়ানক যুদ্ধ বন্ধ করার প্রচেষ্টা চলতেই থাকে, কিন্তু আমরা কী আশা করতে পারি, এই সমস্ত প্রচেষ্টা সফল হবে?
যে-কারণে যুদ্ধ ও দৌরাত্ম্য বন্ধ হচ্ছে না
ঈশ্বরের বাক্য আমাদের যুদ্ধ ও দৌরাত্ম্যের মূল কারণ সম্বন্ধে জানায়।
যেভাবে যুদ্ধ ও দৌরাত্ম্য শেষ হবে
ঈশ্বরের রাজ্য যুদ্ধ শেষ করবে এবং পৃথিবীতে প্রকৃত শান্তি নিয়ে আসবে।
যুদ্ধ ও দৌরাত্ম্য থাকা সত্ত্বেও আপনি শান্তি খুঁজে পেতে পারেন
যুদ্ধে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের বাইবেল এখনই ব্যাবহারিক উপায়ে সাহায্য করছে।
আপনি কি কখনো ভেবে দেখেছেন?
আমরা কি এমন একটা সময় দেখতে পাব, যখন যুদ্ধ আর থাকবে না? বাইবেল এই প্রশ্ন আর এই বিষয়ের সঙ্গে সম্পর্কযুক্ত অন্যান্য প্রশ্নের সন্তোষজনক উত্তর দেয়।