সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

অধ্যয়নের জন্য পরামর্শ

অধ্যয়নের জন্য পরামর্শ

“নতুন কী রয়েছে” বিভাগ কীভাবে ব্যবহার করবেন?

যা-কিছু নতুন প্রবন্ধ এবং ভিডিও আসে, সেগুলো JW লাইব্রেরি আর সেইসঙ্গে jw.org ওয়েবসাইটে “নতুন কী রয়েছে” বিভাগে পাওয়া যেতে পারে। আপনি এমন কী করতে পারেন, যাতে এই বিভাগে আসা নতুন প্রবন্ধ এবং ভিডিও আপনি দেখতে পারেন?

JW লাইব্রেরি

  • যখন “ধারাবাহিক প্রবন্ধ”-এ নতুন কোনো প্রবন্ধ আসে, তখন সেটা সেই ধারাবাহিকের মধ্যেই আসে। তাই, “নতুন কী রয়েছে” বিভাগে কোনো প্রবন্ধ আসে, তখন আপনি সেটা ডাউনলোড করতে পারেন। সেটা খোলার পর আপনি যদি “তারিখ”-এর উপর ক্লিক করেন, তা হলে নতুন প্রবন্ধগুলো উপরে চলে আসবে, যেগুলো আপনি পড়তে পারবেন।

  • কিছু প্রকাশনা, যেমন পত্রিকা আপনি হয়তো একবারে পড়ে শেষ করতে পারবেন না। এইরকম প্রকাশনাগুলো আপনি “প্রিয়” (Favorites) করে রাখতে পারেন, যাতে আপনি সেগুলো সহজেই খুঁজে পেতে পারেন এবং আপনি যে-পর্যন্ত পড়েছিলেন, সেখান থেকে আবারও পড়তে পারেন। পুরোটা পড়ে নেওয়ার পর আপনি তা “প্রিয়” তালিকা থেকে মুছে দিতে পারেন।

JW.ORG

কিছু তথ্য, যেমন কিছু নিউজ এবং ঘোষণা JW লাইব্রেরি -তে নয় বরং শুধু jw.org ওয়েবসাইটে আসে। তাই, সাম্প্রতিক প্রবন্ধ পড়ার জন্য সময় সময়ে jw.org ওয়েবসাইটে “নতুন কী রয়েছে” বিভাগ দেখতে থাকুন।