সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

John Moore/Getty Images

স্বাস্থ্য ও চিকিৎসা—ঈশ্বরের রাজ্য যা করবে

স্বাস্থ্য ও চিকিৎসা—ঈশ্বরের রাজ্য যা করবে

 সারা পৃথিবীতে কোভিড-১৯ এখন আর ততটা গুরুতর নয়, কিন্তু এর অর্থ এই নয় যে, এই রোগ আর মানুষের জন্য কোনো ক্ষতি করবে না। ... আমরা এই বিষয়ে নিশ্চিত হতে পারি যে, ভবিষ্যতে একটা-না-একটা অতিমারি আসতে চলেছে আর আমাদের সেটার জন্য প্রস্তুত থাকতে হবে।—ড. টেড্রোস আধানম ঘেব্রেইসিস, বিশ্ব স্বাস্থ্য সংস্থার ডাইরেক্টর-জেনারেল, ২২ মে, ২০২৩।

 কোভিড-১৯ অতিমারির ফলে এখনও পর্যন্ত অনেক ব্যক্তি শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে লড়াই করে চলেছে। সরকার এবং চিকিৎসা সংস্থাগুলো কি পরবর্তী অতিমারির জন্য প্রস্তুত? বর্তমানে মানুষ যে-স্বাস্থ্যগত সমস্যা ভোগ করছে, তারা কি সেগুলো ঠিক করতে পেরেছে?

 বাইবেল এমন এক সরকার সম্বন্ধে জানায়, যেটা আমাদের প্রয়োজনীয় চিকিৎসা জোগাবে। এটি বলে, “স্বর্গের ঈশ্বর এক রাজ্য [অর্থাৎ সরকার] স্থাপন করিবেন।” (দানিয়েল ২:৪৪) সেই সরকার যখন শাসন করবে, তখন “নগরবাসী কেহ বলিবে না, আমি পীড়িত।” (যিশাইয় ৩৩:২৪) প্রত্যেকে উত্তম স্বাস্থ্য উপভোগ করবে এবং যৌবনের শক্তি ফিরে পাবে।—ইয়োব ৩৩:২৫.