সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

গান ১২৭

যে-ধরনের ব্যক্তি আমার হওয়া উচিত

যে-ধরনের ব্যক্তি আমার হওয়া উচিত

(২ পিতর ৩:১১)

  1. ১. ক-ত কি-ছু দি-লে, যি-হো-বা, আ-মায়!

    এর বি-নি-ময়ে, ভা-বি, কী যে দে-ব তো-মায়?

    তো-মার বা-ক্য-কে ক-রি হৃ-দ-য়ের আয়-না;

    দে-খায় সেই সব ভুল-ত্রু-টি যা দে-খা যায় না।

    (ব্রীজ)

    মন-প্রাণ দি-য়ে সে-বা যা জোর ক-রে নয়

    তো-মায় দে-ব স-দা, আ-মার পূর-ণ হৃ-দয়।

    উৎ-সর্‌-গ তাই কর-লাম অন্‌-ত-রে স্বেচ্‌-ছায়।

    চাই দি-তে, পি-তা, আ-নন্‌-দ তো-মায়।

    নি-জে-কে প-রী-ক্ষা ক-রি যে-ন তাই;

    তো-মার ম-নের ম-তন হ-য়ে উঠ-তে যে চাই।

    আজ অ-নু-গ-ত, নির-দোষ ব্যক-তি-রা যা-রা,

    তু-মি ক-র তা-দের তো-মার চো-খের তা-রা।