মিশরে বন্দি থাকাকালীন যোষেফ যিহোবার উপর নির্ভর করেন

আমাদের খ্রিস্টীয় জীবন ও পরিচর্যা--সভার জন্য অধ্যয়ন পুস্তিকা মে ২০২০

কথোপকথনের নমুনা

মৃত্যু এবং পুনরুত্থানের বিষয়ে ধারাবাহিক কথোপকথনের নমুনা।

ঈশ্বরের বাক্যের গুপ্তধন

যোষেফ ঈর্ষার শিকার হন

কীভাবে যোষেফের অভিজ্ঞতা ঈর্ষার ক্ষতিকর পরিণতি সম্বন্ধে তুলে ধরে?

খ্রিস্টীয় জীবনযাপন

আপনি কি প্রস্তুত?

বিপর্যয় যেকোনো জায়গায় এবং যেকোনো সময়ে ঘটতে পারে। কীভাবে আমরা প্রস্তুত থাকতে পারি?

ঈশ্বরের বাক্যের গুপ্তধন

যিহোবা কখনোই যোষেফকে ত্যাগ করেননি

যোষেফের পরীক্ষার সময় যিহোবা কখনোই তাকে ত্যাগ করেননি। আমরা কোন শিক্ষা লাভ করতে পারি?

খ্রিস্টীয় জীবনযাপন

যোষেফের মতো হোন—অনৈতিকতা থেকে পালিয়ে যান

কীভাবে আমরা যোষেফকে অনুকরণ করে অনৈতিকতা থেকে পালিয়ে যেতে পারি?

ঈশ্বরের বাক্যের গুপ্তধন

যিহোবা যোষেফকে উদ্ধার করেন

কীভাবে যোষেফ নিজের পরিস্থিতিকে সর্বোত্তম উপায়ে ব্যবহার করেছিলেন এবং পরিশেষে কীভাবে যিহোবা তাকে উদ্ধার করেছিলেন?

ঈশ্বরের বাক্যের গুপ্তধন

যোষেফ অসাধারণ আত্মসংযম দেখান

যোষেফের ভাইয়েরা যোষেফকে একজন দাস হিসেবে বিক্রি করে দেওয়ার পরে প্রথম বার যোষেফ অপ্রত্যাশিতভাবে তার ভাইদের মুখোমুখি হয়েছিলেন। যোষেফের প্রতিক্রিয়া থেকে আমরা কোন কোন শিক্ষা লাভ করতে পারি?

খ্রিস্টীয় জীবনযাপন

পূর্ণাঙ্গ চিত্রটা বোঝার চেষ্টা করুন

আমরা যখন পূর্ণাঙ্গ চিত্রটা বোঝার চেষ্টা করি, তখন আমরা যোষেফ এবং তার পরিবার সম্বন্ধে কোন আধ্যাত্মিক রত্নগুলো খুঁজে বার করতে পারি?