সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

পিতর ও যোহন ৩৩ খ্রিস্টাব্দে নিস্তারপর্ব পালন করার জন্য উপরের ঘর প্রস্তুত করছেন

খ্রিস্টীয় জীবনযাপন

আপনি কি স্মরণার্থ সভার জন্য প্রস্তুতি নিচ্ছেন?

আপনি কি স্মরণার্থ সভার জন্য প্রস্তুতি নিচ্ছেন?

যিশু শেষ যে-নিস্তারপর্ব পালন করেছিলেন, সেটা খুবই বিশেষ ছিল। তিনি আগে থেকে পরিকল্পনা করেছিলেন যে, এই নিস্তারপর্ব তাঁর প্রেরিতদের সঙ্গে পালন করবেন কারণ খুব শীঘ্র তিনি মারা যাবেন। আর সেই সময় তিনি প্রভুর সান্ধ্যভোজ উদ্‌যাপন করার ব্যবস্থা করেন, যেটা প্রতি বছর পালন করা হয়। তাই, তিনি পিতর ও যোহনকে পাঠিয়েছিলেন, যেন তারা নিস্তারপর্ব পালন করার জন্য ঘর প্রস্তুত করেন। (লূক ২২:৭-১৩; প্রচ্ছদচিত্র দেখুন) আর এটা আমাদেরও ২৭ মার্চ স্মরণার্থ সভার জন্য প্রয়োজনীয় প্রস্তুতি নিতে স্মরণ করিয়ে দেয়। মণ্ডলী হয়তো এই বিষয়ে বিভিন্ন ব্যবস্থা করেছে যেমন, কে বক্তৃতা দেবেন আর রুটি ও দ্রাক্ষারস কে প্রস্তুত করবে, ইত্যাদি। কিন্তু, ব্যক্তি-বিশেষ হিসেবে কীভাবে আমরা স্মরণার্থ সভার জন্য প্রস্তুতি নিতে পারি?

যিশুর মৃত্যুর প্রতি আপনার কৃতজ্ঞতা বৃদ্ধি করুন। স্মরণার্থের বাইবেল পাঠ পড়ুন এবং তা নিয়ে ধ্যান করুন। প্রতিদিন শাস্ত্র পরীক্ষা করা পুস্তিকায় স্মরণার্থের বাইবেল পাঠের তালিকা দেওয়া হয়ে থাকে। ঈশ্বরের বাক্য অধ্যয়নের জন্য এক সহায়িকা পুস্তিকার ১৬ নং বিভাগেও এই বিষয়ে আরও বিস্তারিত তালিকা দেওয়া রয়েছে। (২০২০ সালের এপ্রিল মাসের জীবন ও পরিচর্যা সভার জন্য অধ্যয়ন পুস্তিকা দেখুন।) এ ছাড়া, ওয়াচ টাওয়ার পাবলিকেশনস্‌ ইনডেক্স কিংবা যিহোবার সাক্ষিদের জন্য গবেষণা নির্দেশিকা বইয়ে এমন প্রকাশনা উল্লেখ করা রয়েছে, যেগুলোতে মুক্তির মূল্যের গুরুত্বের বিষয়ে তুলে ধরা হয়েছে। আর আপনি আপনার পারিবারিক উপাসনায় এই প্রকাশনায় দেওয়া তথ্য নিয়ে আলোচনা করতে পারেন।

অন্যদের আমন্ত্রণ জানান। আমন্ত্রণপত্র বিতরণের অভিযানে পুরোপুরিভাবে অংশ নিন। আপনি কাদের আমন্ত্রণ জানাতে পারেন, তা চিন্তা করুন। উদাহরণ স্বরূপ, যাদের সঙ্গে পুনর্সাক্ষাৎ করছেন, যাদের সঙ্গে আপনি আগে বাইবেল অধ্যয়ন করতেন, কোনো পরিচিত ব্যক্তি এবং আত্মীয়স্বজন। প্রাচীনরা যেন নিষ্ক্রিয় প্রকাশকদের আমন্ত্রণ জানান। আপনি যদি এমন কোনো ব্যক্তিকে আমন্ত্রণ জানাতে চান, যিনি আপনার এলাকায় থাকেন না, তা হলে তিনি যেখানে থাকেন, সেখানকার স্মরণার্থ সভা কখন ও কোথায় হবে, তা তাকে জানান। এই তথ্য আপনি jw.org–এ পেতে পারেন। এটার হোম পেজের উপর দিকে থাকা আমাদের সম্বন্ধে ট্যাবে ক্লিক করুন এবং “স্মরণার্থ” বাছাই করুন।

প্রস্তুতি নেওয়ার জন্য আমরা আর কী কী করতে পারি?