সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

ঈশ্বরের বাক্যের গুপ্তধন | যিশাইয় ৬-১০

মশীহ ভবিষ্যদ্‌বাণী পরিপূর্ণ করেন

মশীহ ভবিষ্যদ্‌বাণী পরিপূর্ণ করেন

যিশুর জন্মের শত শত বছর আগে যিশাইয় ভবিষ্যদ্‌বাণী করেছিলেন যে, মশীহ ‘যর্দ্দনের তীরস্থ প্রদেশ, জাতিগণের গালীলে’ প্রচার কাজ করবেন। যিশু সমগ্র গালীলে সুসমাচার প্রচার করার ও সেই সম্বন্ধে শিক্ষা দেওয়ার মাধ্যমে এই ভবিষ্যদ্‌বাণী পরিপূর্ণ করেন।—যিশা ৯:১, ২.

  • তাঁর প্রথম অলৌকিক কাজ করেন —যোহন ২:১-১১ (কান্না)

  • তাঁর প্রেরিতদের বাছাই করেন —মার্ক ৩:১৩, ১৪ (কফরনাহূমের কাছাকাছি এলাকা)

  • পর্বতেদত্ত উপদেশ দেন —মথি ৫:১–৭:২৭ (কফরনাহূমের কাছাকাছি এলাকা)

  • একজন বিধবার একমাত্র ছেলেকে পুনরুত্থিত করেন —লূক ৭:১১-১৭ (নায়িন্‌)

  • পুনরুত্থিত হওয়ার পর ৫০০-রও বেশি শিষ্যকে দেখা দেন—১করি ১৫:৬ (গালীল)