গীতসংহিতা ৮৭:১-৭

কোরহের বংশধরদের সংগীত। ৮৭  ঈশ্বরের নগরের ভিত্তি পবিত্র পর্বতগুলোতে রয়েছে।  ২  যিহোবা যাকোবের সমস্ত তাঁবুর চেয়েসিয়োনের দরজাগুলোকে বেশি ভালোবাসেন।  ৩  হে সত্য ঈশ্বরের নগর, লোকেরা তোমার বিষয়ে কত ভালো ভালো কথা বলছে। (সেলা)  ৪  আমি রাহব* ও ব্যাবিলনকে তাদের মধ্যে গণ্য করব, যারা আমাকে জানে।*কূশ ও সেইসঙ্গে পলেষ্টিয়া ও সোরকে দেখো,আমি এদের প্রত্যেকের বিষয়ে বলব: “এ সেখানে জন্মেছিল।”  ৫  আর সিয়োনের বিষয়ে বলা হবে: “প্রত্যেকে এই নগরে জন্মেছিল।” আর সর্বমহান ঈশ্বর সিয়োনকে দৃঢ়ভাবে স্থাপন করবেন।  ৬  যিহোবা যখন বিভিন্ন জাতির লোকদের নাম লিখবেন, তখন তিনি ঘোষণা করবেন: “এ সেখানে জন্মেছিল।” (সেলা)  ৭  গায়কেরা এবং যারা গোল করে নাচে, তারা সবাই বলবে: “আমার সমস্ত ঝরনা তোমার কাছ থেকেই বের হয়।”*

পাদটীকাগুলো

সম্ভবত, মিশরকে নির্দেশ করছে।
বা “স্বীকার করে।”
বা “আমার জন্য তুমি সমস্ত কিছুর উৎস।”