সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

প্রচ্ছদ বিষয় | যে-মিথ্যাগুলো ঈশ্বরকে একজন নিষ্ঠুর ব্যক্তি হিসেবে তুলে ধরে

মিথ্যা: ঈশ্বরের কোনো নাম নেই

মিথ্যা: ঈশ্বরের কোনো নাম নেই

প্রচলিত বিশ্বাস

“আমরা এখনও একমত হয়ে উঠতে পারিনি যে, ঈশ্বরের আসলেই একটা নাম আছে কি না, আর যদি একটা নাম থাকেও, তা হলে সেটা কী।”—প্রফেসর ডেভিড কানিংহাম, থিওলজিক্যাল স্টাডিজ

বাইবেলের সত্য

ঈশ্বর মোশিকে বলেছিলেন: “তুমি ইস্রায়েল-সন্তানদিগকে এই কথা বলিও, যিহোবা ... তোমাদের নিকটে আমাকে পাঠাইয়াছেন; আমার এই নাম অনন্তকালস্থায়ী।” (যাত্রাপুস্তক ৩:১৫) যিহোবা হল ঈশ্বরের নাম। এটি একটি ইব্রীয় নাম আর এর অর্থ হল “তিনি অস্তিত্বে আনেন।” *

যিহোবা চান যেন আমরা তাঁর নাম ব্যবহার করি। বাইবেল বলে: “তাঁহার নামে ডাক, জাতিগণের মধ্যে তাঁহার ক্রিয়া সকল জ্ঞাত কর, তাঁহার নাম উন্নত, এই বলিয়া কীর্ত্তন কর।”—যিশাইয় ১২:৪.

যিশুও ঈশ্বরের নাম ব্যবহার করেছিলেন। একবার প্রার্থনা করার সময় তিনি যিহোবাকে বলেছিলেন: “আমি তোমার নাম তাদের [যিশুর শিষ্যদের] জানিয়েছি এবং ক্রমাগত জানাব।” কেন যিশু তাঁর শিষ্যদের যিহোবার নাম জানিয়েছিলেন? তিনি নিজেই বলেছিলেন: “যাতে তুমি [ঈশ্বর] যেমন আমার প্রতি ভালোবাসা দেখিয়েছ, তেমনই তারাও অন্যদের প্রতি ভালোবাসা দেখায় আর আমি তাদের সঙ্গে একতাবদ্ধ থাকি।”—যোহন ১৭:২৬.

সত্য জানা যেভাবে সাহায্য করে

ধর্মতত্ত্ববিদ ওয়াল্টার লরি বলেছিলেন, “একজন ব্যক্তি যদি ঈশ্বরের নাম না জানেন, তা হলে তিনি আসলে ঈশ্বরকে একজন ব্যক্তি হিসেবে জানেন না, আর যদি তিনি ঈশ্বরকে শুধুমাত্র একজন নৈর্ব্যক্তিক শক্তি হিসেবে জানেন, তা হলে তাঁকে ভালোবাসতে পারবেন না।”

এ বিষয়ে ভিক্টরের মন্তব্য লক্ষ করুন। তিনি যদিও প্রতি সপ্তাহে চার্চে যেতেন, কিন্তু তার মনে হত যে, তিনি আসলে ঈশ্বরকে তেমন-একটা জানেন না। তিনি বলেন, “ঈশ্বরের নাম যে যিহোবা, তা যখন আমি জানতে পারি, তখন আমার মনে হয়েছিল যে আমি প্রথম বারের মতো তাঁর সঙ্গে পরিচিত হচ্ছি।” তিনি আরও বলেন,“আমার মনে হয়েছিল, যাঁর সম্বন্ধে আমি এত কিছু শুনেছি, তাঁর সঙ্গে আমি অবশেষে পরিচিত হতে পারলাম। আমি তাঁকে একজন বাস্তব ব্যক্তি হিসেবে দেখতে এবং তাঁর সঙ্গে বন্ধুত্ব গড়ে তুলতে শুরু করি।”

ঈশ্বরের নাম প্রকাশ না করা বা তাঁর ব্যক্তিগত নামের পরিবর্তে উপাধি ব্যবহার করা হল বাইবেল থেকে তাঁর নাম কেটে সরিয়ে ফেলার মতো

যিহোবাও তাদের সঙ্গে বন্ধুত্ব গড়ে তুলতে চান, যারা তাঁর নাম ব্যবহার করে। যারা ‘তাঁর নাম ধ্যান করে’, তাদের সম্বন্ধে ঈশ্বর প্রতিজ্ঞা করেছেন, “কোন মনুষ্য যেমন আপন সেবাকারী পুত্রের প্রতি মমতা করে, আমি তাহাদের প্রতি তেমনি মমতা করিব।” (মালাখি ৩:১৬, ১৭) যারা তাঁর নাম ব্যবহার করে, তাদেরকে ঈশ্বর আশীর্বাদও করেন। বাইবেল বলে: “যে-কেউ যিহোবার নামে ডাকবে, সে রক্ষা পাবে।”—রোমীয় ১০:১৩.

^ অনু. 4 আরও তথ্য জানার জন্য ঈশ্বরের বাক্য অধ্যয়নের জন্য এক সহায়িকা পুস্তিকার ১ নং বিভাগ দেখুন, যেটার শিরোনাম হল, “ইব্রীয় শাস্ত্র-এ ঈশ্বরের নাম।