ঈশ্বরের কথা শুনুন এবং চিরকাল বেঁচে থাকুন

সৃষ্টিকর্তা আমাদের নির্দেশনা, সুরক্ষা ও আশীর্বাদ দিতে চান।

ভূমিকা

মানবজাতির প্রতি তাঁর প্রেমের জন্য ঈশ্বর আমাদের জীবনযাপন করার সর্বোত্তম উপায় সম্বন্ধে শিক্ষা দেন।

কীভাবে আমরা ঈশ্বরের কথা শুনি?

আমাদের জানতে হবে, আমাদের করণীয় কী আর কে তা করার জন্য আমাদের সাহায্য করতে পারে।

সত্য ঈশ্বর কে?

আমরা তাঁর নাম এবং তাঁর কয়েকটা গুণ সম্বন্ধে জানতে পারি।

পরমদেশে জীবন কেমন ছিল?

বাইবেলের প্রথম অংশ এটাকে ব্যাখ্যা করে।

তারা শয়তানের কথা শুনেছিল—এর ফল কী হয়েছিল?

খারাপ বিষয়গুলো ঘটতে শুরু করেছিল।

মহাপ্লাবন—কারা ঈশ্বরের কথা শুনেছিল? কারা শোনেনি?

লোকেরা যে-মনোভাব দেখিয়েছিল, তা থেকে কোনো বিষয়টা স্পষ্ট হয়ে গিয়েছিল?

মহাপ্লাবন থেকে আমরা কী শিক্ষা লাভ করি?

এটা শুধু প্রাচীন এক ইতিহাস নয়।

যিশু খ্রিস্ট কে ছিলেন?

কেন যিশুকে জানা গুরুত্বপূর্ণ?

যিশুর মৃত্যু আপনার জন্য কী অর্থ রাখে?

চমৎকার আশীর্বাদ লাভ করা সম্ভব।

কখন পরমদেশ আসবে?

যখন সময় এগিয়ে আসবে, তখন কী ঘটবে, সেই সম্বন্ধে বাইবেল আগে থেকে জানায়।

যিহোবা কি আমাদের কথা শোনেন?

আপনি তাঁর সঙ্গে কোন বিষয়গুলো নিয়ে কথা বলতে পারেন?

কীভাবে আপনি এক সুখী পারিবারিক জীবন লাভ করতে পারেন?

পরিবারের উদ্যোক্তা সবচেয়ে ভালো পরামর্শ দিতে পারেন।

ঈশ্বরকে খুশি করার জন্য আমাদেরকে অবশ্যই কী করতে হবে?

নির্দিষ্ট কিছু বিষয় রয়েছে, যেগুলো তিনি ঘৃণা করেন এবং আরও কিছু বিষয় রয়েছে, যেগুলো তিনি ভালোবাসেন।

কীভাবে আপনি যিহোবার প্রতি আনুগত্য দেখাতে পারেন?

আনুগত্য দেখানোর ইচ্ছা আপনার সিদ্ধান্তের উপর প্রভাব ফেলবে।