সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

ঈশ্বরের ইচ্ছা কী?

ঈশ্বরের ইচ্ছা কী?

ঈশ্বর চান আমরা যেন এক পরমদেশ পৃথিবীতে শান্তিতে ও সুখে চিরকাল বাস করি!

কিন্তু, আপনি হয়তো ভাবতে পারেন যে, ‘কীভাবে তা সম্ভব?’ বাইবেল বলে যে, ঈশ্বরের রাজ্য তা সম্ভবপর করে তুলবে আর ঈশ্বরের ইচ্ছা হল যে, সমস্ত লোক যেন সেই রাজ্য ও আমাদের জন্য তাঁর উদ্দেশ্য সম্বন্ধে শেখে।—গীতসংহিতা ৩৭:১১, ২৯; যিশাইয় ৯:৭.

ঈশ্বর চান আমরা নিজেরা যেন উপকার লাভ করি।

ঠিক যেমন একজন উত্তম বাবা তার সন্তানদের জন্য সর্বোত্তমটা চান, তেমনই আমাদের স্বর্গীয় পিতা চান আমরা যেন অনন্ত সুখ উপভোগ করি। (যিশাইয় ৪৮:১৭, ১৮) তিনি প্রতিজ্ঞা করেছেন যে, যে-ব্যক্তি “ঈশ্বরের ইচ্ছা পালন করে, সে অনন্তকালস্থায়ী।”—১ যোহন ২:১৭.

ঈশ্বর চান আমরা যেন তাঁর পথে চলি।

বাইবেল বলে যে, আমাদের সৃষ্টিকর্তা ‘আমাদিগকে আপন পথের বিষয়ে শিক্ষা দিতে’ চান, যাতে আমরা “তাঁহার মার্গে গমন” করতে পারি। (যিশাইয় ২:২, ৩) পৃথিবীব্যাপী তাঁর ইচ্ছা সম্বন্ধে জানানোর জন্য তিনি ‘আপন নামের জন্য এক দল প্রজা’ সংগঠিত করেছেন।—প্রেরিত ১৫:১৪.

ঈশ্বর চান আমরা যেন একতাবদ্ধভাবে তাঁর উপাসনা করি।

লোকেদেরকে বিভক্ত করার পরিবর্তে, যিহোবার বিশুদ্ধ উপাসনা তাদেরকে প্রকৃত প্রেমের দ্বারা একতাবদ্ধ করে। (যোহন ১৩:৩৫) আজকে কারা সব জায়গায় পুরুষ ও নারীদেরকে শিক্ষা দিচ্ছে যে, কীভাবে ঈশ্বরকে একতাবদ্ধভাবে সেবা করতে হয়? এই ব্রোশারের মাধ্যমে তা জানার জন্য আমরা আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি।