সরাসরি বিষয়বস্তুতে যান

মৃত ব্যক্তিরা কি সত্যিই আবার জীবিত হতে পারে?

মৃত ব্যক্তিরা কি সত্যিই আবার জীবিত হতে পারে?

আপনি কী বলবেন, . . .

  • হ্যাঁ?

  • না?

  • হয়তো?

বাইবেল যা বলে

“পুনরুত্থান হইবে।”—প্রেরিত ২৪:১৫, পবিত্র বাইবেল।

আপনার জন্য এর অর্থ যা হতে পারে

প্রিয়জন মারা গেলে সান্ত্বনা লাভ।—২ করিন্থীয় ১:৩, ৪.

মৃত্যুর ভয় থেকে মুক্তি।—ইব্রীয় ২:১৫.

আপনার মৃত প্রিয়জনদের সঙ্গে আবারও মিলিত হওয়ার প্রকৃত আশা।—যোহন ৫:২৮, ২৯.

বাইবেল যা বলে, তা কি আমরা আসলেই বিশ্বাস করতে পারি?

বিশ্বাস করতে পারি আর তা অন্ততপক্ষে তিনটে কারণে:

  • ঈশ্বর জীবন সৃষ্টি করেছেন। বাইবেল বলে, যিহোবা ঈশ্বর “সকলকে জীবন ও শ্বাস ও সমস্তই দিতেছেন।” (প্রেরিত ১৭:২৪, ২৫; গীতসংহিতা ৩৬:৯) যিনি সমস্ত প্রাণীকে জীবন দিয়েছেন, তিনি নিশ্চিতভাবেই একজন মৃত ব্যক্তির জীবন ফিরিয়েও দিতে পারেন।

  • ঈশ্বর অতীতে বিভিন্ন মানুষকে পুনরুত্থিত করেছেন। বাইবেল এমন আট জন ব্যক্তির ঘটনা সম্বন্ধে জানায়, যাদেরকে পৃথিবীতে জীবন ফিরিয়ে দেওয়া হয়েছিল আর এই ব্যক্তিদের মধ্যে অল্পবয়সি, বৃদ্ধ ও নারী-পুরুষ ছিল। তাদের মধ্যে কেউ কেউ অল্পসময়ের জন্য মৃত অবস্থায় ছিল, কিন্তু এক জন চার দিন ধরে কবরে ছিলেন!—যোহন ১১:৩৯-৪৪.

  • ঈশ্বর আবারও তা করার জন্য উৎসুক। যিহোবা মৃত্যুকে ঘৃণা করেন; তিনি এটাকে শত্রু হিসেবে দেখেন। (১ করিন্থীয় ১৫:২৬) পুনরুত্থানের মাধ্যমে তিনি এই শত্রুকে পরাস্ত করতে চান, মৃত্যুকে দূর করতে চান। যারা তাঁর স্মৃতিতে রয়েছে, তাদের জীবন ফিরিয়ে দেওয়ার এবং তাদেরকে আবারও পৃথিবীতে বেঁচে থাকতে দেখার জন্য তিনি আকুল আকাঙ্ক্ষী।—ইয়োব ১৪:১৪, ১৫.

চিন্তা করার মতো বিষয়

কেন আমরা বৃদ্ধ হই ও মারা যাই?

বাইবেলে এই প্রশ্নের উত্তর পাওয়া যায় আদিপুস্তক ৩:১৭-১৯ এবং রোমীয় ৫:১২ পদে।