পড়ার ও শিক্ষা দেওয়ার ক্ষেত্রে প্রচেষ্টা করে চলুন

এই প্রকাশনাটা আপনার জনসাধারণ্যে পড়ার, কথা বলার ও শিক্ষা দেওয়ার দক্ষতাকে আরও বাড়ানোর জন্য তৈরি করা হয়েছে।

পরিচালকগোষ্ঠীর কাছ থেকে একটা চিঠি

আমরা মানবজাতিকে দেওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ বার্তা সম্বন্ধে শিক্ষা দিই।

পাঠ ১

কার্যকরী ভূমিকা

একটা কার্যকরী ভূমিকা তিনটে উদ্দেশ্য সম্পাদন করে।

পাঠ ২

কথোপকথনের মতো করে

কথোপকথনের মতো করে উপস্থাপনা তুলে ধরা আপনার শ্রোতারা স্বচ্ছন্দ বোধ করতে এবং আপনার বার্তা গ্রহণ করার বিষয়ে আগ্রহী হতে সাহায্য করে।

পাঠ ৩

প্রশ্নের ব্যবহার

কৌশলতার সঙ্গে প্রশ্ন জিজ্ঞেস করুন যেন আপনি আগ্রহ জাগিয়ে তুলতে পারেন এবং গুরুত্বপূর্ণ বিষয়গুলোর উপর জোর দিতে পারেন।

পাঠ ৪

শাস্ত্রপদের সঙ্গে সঠিকভাবে পরিচয় করিয়ে দেওয়া

দেখুন যে, কোনো শাস্ত্রপদ পড়ার আগে কীভাবে আপনার শ্রোতাদের মনকে প্রস্তুত করা যায়।

পাঠ ৫

সঠিকভাবে পড়া

ভালোভাবে পড়া হল অন্যদের যিহোবার বিষয়ে জ্ঞান প্রদান করার এক মৌলিক অংশ।

পাঠ ৬

শাস্ত্রপদের প্রয়োগ স্পষ্ট করা

আপনার শ্রোতাদের সেই শাস্ত্রপদ এবং আপনি যে-বিষয়টা বোঝাতে চাইছেন, সেটার মধ্যে থাকা সম্পর্ক স্পষ্টভাবে বুঝতে সাহায্য করুন।

পাঠ ৭

সঠিক ও দৃঢ়প্রত্যয়জনক তথ্য

সঠিক ও দৃঢ়প্রত্যয়জনক প্রমাণ আপনার শ্রোতাদের সঠিক উপসংহারে পৌঁছাতে সাহায্য করবে।

পাঠ ৮

শিক্ষা দেওয়ার জন্য উপযুক্ত দৃষ্টান্ত

আপনার শিক্ষাদানের মানকে এমন সহজসরল দৃষ্টান্ত ব্যবহার করার মাধ্যমে আরও উন্নত করুন, যেগুলো আপনার শ্রোতাদের কাছে আগ্রহজনক হবে এবং তাদের গুরুত্বপূর্ণ বিষয়গুলো শিক্ষা দেবে।

পাঠ ৯

ছবি ও ভিডিও ব্যবহার করে শিক্ষা দেওয়া

শ্রোতাদের মনের উপর দীর্ঘস্থায়ী ছাপ ফেলার জন্য ছবি ও ভিডিও ব্যবহার করুন।

পাঠ ১০

স্বরের ওঠা-নামা

আবেগ জাগিয়ে তোলার এবং আপনার শ্রোতাদের পদক্ষেপ নেওয়ার জন্য অনুপ্রাণিত করার উদ্দেশ্যে প্রয়োজনে গতি, তীক্ষ্ণতা ও আওয়াজ বাড়ান।

পাঠ ১১

উদ্যম

উদ্যম আপনার প্রবল অনুভূতির প্রমাণ দেয় এবং আপনার শ্রোতাদের আগ্রহ ধরে রাখতে সাহায্য করে।

পাঠ ১২

উষ্ণতা ও সহমর্মিতা

আপনি যদি আন্তরিকতার সঙ্গে কথা বলেন, তা হলে আপনি আপনার শ্রোতাদের দেখাবেন যে, আপনি তাদের জন্য সত্যিই চিন্তা করেন।

পাঠ ১৩

ব্যাবহারিক মূল্য স্পষ্ট করা

আপনার শ্রোতাদের বুঝতে সাহায্য করুন যে, কীভাবে আপনার উপস্থাপনার বিষয়টা তাদের জীবনকে প্রভাবিত করে এবং দেখান যে, তারা যা শেখে, তা কীভাবে কাজে লাগাতে পারে।

পাঠ ১৪

মূল বিষয়গুলো স্পষ্ট করা

শ্রোতাদের আপনার বক্তৃতা অনুসরণ করতে সাহায্য করুন এবং এটা স্পষ্ট করুন যে, কীভাবে প্রতিটা মূল বিষয় আপনার উদ্দেশ্য ও মূলভাবের সঙ্গে সম্পর্কযুক্ত।

পাঠ ১৫

দৃঢ়প্রত্যয়ের সঙ্গে কথা বলা

দৃঢ়প্রত্যয়ের সঙ্গে কথা বলুন। দেখান যে, আপনি এটা দৃঢ়ভাবে বিশ্বাস করেন, আপনি যা বলছেন, তা গুরুত্বপূর্ণ।

পাঠ ১৬

গঠনমূলক ও ইতিবাচক

সমালোচনা না করে বরং গঠনমূলক কথা বলুন। ঈশ্বরের বাক্যে পাওয়া সতেজতাদায়ক সত্যগুলোর উপর মনোযোগ আকর্ষণ করান।

পাঠ ১৭

অন্যেরা সহজে বুঝতে পারে এমন উপস্থাপনা

আপনার শ্রোতাদের আপনার বার্তার অর্থ বুঝতে সাহায্য করুন। মূল বিষয়গুলো স্পষ্টভাবে তুলে ধরুন।

পাঠ ১৮

আপনার শ্রোতাদের জন্য তথ্য জোগানো

আপনার শ্রোতাদের চিন্তা করার জন্য উদ্দীপিত করুন এবং তাদের মূল্যবান কিছু শিখতে সাহায্য করুন।

পাঠ ১৯

হৃদয়ে পৌঁছানোর জন্য প্রচেষ্টা করা

আপনার শ্রোতাদের ঈশ্বরকে ও তাঁর বাক্য বাইবেলকে ভালোবাসতে অনুপ্রাণিত করুন।

পাঠ ২০

কার্যকরী উপসংহার

একটা কার্যকরী উপসংহার আপনার শ্রোতাদের, তারা যা শিখেছে, তা গ্রহণ করতে ও কাজে লাগাতে সাহায্য করবে।

আপনার উন্নতির রেকর্ড রাখুন

আপনার পড়ার ও শিক্ষা দেওয়ার দক্ষতাকে উন্নত করে যাওয়ার সময়ে আপনার উন্নতির রেকর্ড রাখুন।

আপনি হয়তো এটাও দেখতে চাইবেন

VIDEO SERIES

পড়ার ও শিক্ষা দেওয়ার ক্ষেত্রে প্রচেষ্টা করে চলুন—ভিডিও

জনসাধারণ্যে পড়ার ও শিক্ষা দেওয়ার ক্ষেত্রে প্রয়োজনীয় দক্ষতা গড়ে তুলুন।