সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

ঈশ্বরকে আপনার জানা দরকার

ঈশ্বরকে আপনার জানা দরকার

পাঠ ৩

ঈশ্বরকে আপনার জানা দরকার

ঈশ্বরের বন্ধু হওয়ার জন্য তাঁকে আপনার জানা দরকার। আপনার বন্ধুরা কি আপনার নাম জানেন আর আপনাকে সেই নামে ডাকেন? অবশ্যই তারা তা করেন। তেমনই ঈশ্বরও চান আপনি তাঁর নাম জানুন ও তাঁকে সেই নামে ডাকুন। ঈশ্বরের নাম হল যিহোবা। (যাত্রাপুস্তক ৩:১৫; মথি ৬:৯) শুধু তাই নয়, তাঁর পছন্দ-অপছন্দের কথাও আপনার জানা দরকার। কারা তাঁর বন্ধু এবং কারা শত্রু সেই বিষয়েও আপনাকে জানতে হবে। কাউকে ভালভাবে জানার জন্য সময় দরকার। আর বাইবেল বলে যে যিহোবাকে জানার জন্য সময় করে নেওয়া বুদ্ধিমানের কাজ।—ইফিষীয় ৫:১৫, ১৬.

ঈশ্বরের বন্ধুরা তাই-ই করেন, যা তাঁকে খুশি করে। আপনার বন্ধুদের কথাই ধরুন। আপনি যদি তাদের সঙ্গে খারাপ ব্যবহার করেন এবং তারা যা পছন্দ করেন না তাই-ই করেন, তাহলে তারা কি আপনার বন্ধু থাকবে? কক্ষনোই না! তেমনই আপনি যদি ঈশ্বরের বন্ধু হতে চান, তাহলে আপনারও তাই-ই করা উচিত যা তাঁকে খুশি করে।—যোহন ৪:২৪.

সব ধর্মই ঈশ্বরের বন্ধু হতে সাহায্য করে না। ঈশ্বরের সবচেয়ে কাছের বন্ধু, যীশু দুটো রাস্তার কথা বলেছিলেন। একটা রাস্তা চওড়া আর এতে অনেক লোক রয়েছে। এই রাস্তা ধ্বংসের দিকে নিয়ে যায়। অন্য রাস্তাটা সরু আর খুব কম লোকই এই রাস্তায় চলছে। কিন্তু এই রাস্তা অনন্ত জীবনে নিয়ে যায়। এর মানে হল যে আপনি যদি ঈশ্বরের বন্ধু হতে চান, তাহলে তাঁকে উপাসনা করার সঠিক উপায় আপনাকে জানতে হবে।—মথি ৭:১৩, ১৪.