সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

“আমি তোমাকে ভুলিয়া যাইব না”

“আমি তোমাকে ভুলিয়া যাইব না”

ঈশ্বরের নিকটবর্তী হোন

“আমি তোমাকে ভুলিয়া যাইব না”

যিহোবা কি সত্যিই তাঁর লোকেদের জন্য চিন্তা করেন? যদি করেন, তাহলে তাদের জন্য তাঁর সেই চিন্তা কতখানি গভীর? এই প্রশ্নগুলোর উত্তর পাওয়ার জন্য আমাদের কাছে কেবল একটাই উপায় রয়েছে—স্বয়ং ঈশ্বর যা প্রকাশ করেছেন, সেটার দ্বারা। তিনি কেমন বোধ করেন, বাইবেলে যিহোবা স্পষ্টভাবে তা প্রকাশ করেছেন। যিশাইয় ৪৯:১৫ পদে পাওয়া কথাগুলোকে বিবেচনা করুন।

তাঁর লোকেদের প্রতি যিহোবার যে-গভীর অনুভূতি রয়েছে, যিশাইয়ের মাধ্যমে সেটা বর্ণনা করতে গিয়ে তিনি সবচেয়ে হৃদয়গ্রাহী একটা উদাহরণ ব্যবহার করেছিলেন, যা আমরা কল্পনা করতে পারি। তিনি ভাবিয়ে তোলার মতো এই প্রশ্নটা জিজ্ঞেস করার দ্বারা শুরু করেছিলেন: “স্ত্রীলোক কি আপন স্তন্যপায়ী শিশুকে ভুলিয়া যাইতে পারে? আপন গর্ব্ভজাত বালকের প্রতি কি স্নেহ করিবে না?” প্রথমবার পড়লে, উত্তরটা স্পষ্ট বলেই মনে হয়। কীভাবে একজন স্তন্যদাত্রী মা তার শিশুকে ভুলে যেতে পারেন? তার শিশু দিনরাত তার ওপর পুরোপুরি নির্ভরশীল—আর যখনই তার মনোযোগের প্রয়োজন, সে তার মাকে সেটার ইঙ্গিত দেয়! কিন্তু যিহোবার প্রশ্নের মধ্যে আরও কিছু বিষয় রয়েছে।

কেন একজন মা তার সন্তানকে দুধ খাওয়ান ও তার প্রতিটা প্রয়োজনের যত্ন নেন? শুধু কি কাঁদতে থাকা শিশুকে চুপ করানোর জন্যই? না। স্বভাবতই একজন মায়ের “আপন গর্ব্ভজাত বালকের” প্রতি স্নেহ রয়েছে। যে-ইব্রীয় ক্রিয়াপদটিকে “স্নেহ” হিসেবে অনুবাদ করা হয়েছে, সেটিকে ‘করুণা করা’ এবং ‘অনুকম্পা করা’ হিসেবেও অনুবাদ করা হয়ে থাকে। (যাত্রাপুস্তক ৩৩:১৯; যিশাইয় ৫৪:১০) এই ইব্রীয় শব্দটি অসহায় বা অরক্ষিত ব্যক্তির প্রতি কোমল সমবেদনা দেখানোর ধারণাকে প্রকাশ করতে পারে। একজন মায়ের তার স্তন্যপায়ী শিশুর প্রতি সমবেদনা দেখানো হল সবচেয়ে প্রবল অনুভূতি, যা আমরা কল্পনা করতে পারি।

কিন্তু দুঃখের বিষয় হল, যে-শিশু দুধ খাওয়ার জন্য কান্নাকাটি করে সব মায়েরাই যে তার প্রতি স্নেহ দেখায়, এমন নয়। “বরং তাহারা ভুলিয়া যাইতে পারে,” যিহোবা বলেন। আমরা এমন এক জগতে বাস করছি, যেখানে অনেক পুরুষ ও স্ত্রী “অসাধু, স্নেহরহিত।” (২ তীমথিয় ৩:১-৫) মাঝেমধ্যে, আমরা এমন মায়েদের কথা শুনি, যারা তাদের নবজাত শিশুকে অবহেলা করে, তার সঙ্গে দুর্ব্যবহার করে বা তাকে পরিত্যাগ করে। যিশাইয় ৪৯:১৫ পদের ওপর মন্তব্য করতে গিয়ে একটি বাইবেল তথ্যগ্রন্থ ব্যাখ্যা করে: “অসিদ্ধতার কারণে মায়েরা হল পাপী আর তাই এই মন্দতা কখনো কখনো তাদের ভালোবাসাকে হ্রাস করে। এমনকী মানুষের সবচেয়ে মহৎ ভালোবাসাও ব্যর্থ হতে পারে।”

“তথাপি,” যিহোবা আমাদের আশ্বাস দেন, “আমি তোমাকে ভুলিয়া যাইব না।” এখন আমরা যিহোবার দ্বারা উত্থাপিত প্রশ্নের মূল বিষয়টা বুঝতে পারছি, যেমনটা যিশাইয় ৪৯:১৫ পদে উল্লেখ করা হয়েছে। এখানে তিনি ব্যাখ্যা করছেন যে, একজন অসিদ্ধ মায়ের চেয়ে তিনি আরও বেশি সমবেদনাশীল। অসিদ্ধ মায়েদের বিপরীতে, যারা হয়তো তাদের অসহায় শিশুর প্রতি সমবেদনা দেখাতে ব্যর্থ হয়, যিহোবা কখনোই প্রয়োজনের সময়ে তাঁর উপাসকদের প্রতি সমবেদনা দেখাতে ব্যর্থ হবেন না অথবা তাদেরকে ভুলে যাবেন না। উপযুক্তভাবেই, ওপরে উল্লেখিত তথ্যগ্রন্থটি যিশাইয় ৪৯:১৫ পদের বিষয়ে বলে: “এটা পূরাতন নিয়ম-এ সবচেয়ে জোরালো অভিব্যক্তি না হলেও, ঈশ্বরের প্রেমকে প্রকাশ করে এমন অন্যতম এক জোরালো অভিব্যক্তি।”

‘আমাদের ঈশ্বরের কৃপাযুক্ত স্নেহ [‘কোমল সমবেদনা,’ NW]’ সম্বন্ধে জানা কি সান্ত্বনাদায়ক নয়? (লূক ১:৭৮) কীভাবে আপনি যিহোবার আরও নিকটবর্তী হতে পারেন, সেই বিষয়ে শিখুন না কেন? এই প্রেমময় ঈশ্বর তাঁর উপাসকদের আশ্বাস দেন: “আমি কোন ক্রমে তোমাকে ছাড়িব না, ও কোন ক্রমে তোমাকে ত্যাগ করিব না।”—ইব্রীয় ১৩:৫. (w১২-E ০২/০১)