সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

আপনি কি মনে করতে পারেন?

আপনি কি মনে করতে পারেন?

আপনি কি মনে করতে পারেন?

আপনি কি গত কয়েক মাসের প্রহরীদুর্গ পত্রিকাগুলো মন দিয়ে পড়েছেন? যদি পড়ে থাকেন, তাহলে দেখুন আপনি নীচের এই প্রশ্নগুলোর উত্তর দিতে পারেন কি না:

• “আমিই তোমার অংশ,লেবীয়দেরকে এই কথা বলার মাধ্যমে ঈশ্বর কী বুঝিয়েছিলেন?

ইস্রায়েলের অন্যান্য বংশ ভূমির একটা অংশ লাভ করেছিল কিন্তু লেবীয়রা তাদের “অংশ” হিসেবে যিহোবাকে লাভ করেছিল। (গণনা. ১৮:২০) তারা কোনো ভূমির অধিকার লাভ করেনি কিন্তু সেবা করার এক বিশেষ সুযোগ লাভ করেছিল। তা সত্ত্বেও, যিহোবা তাদের মৌলিক বস্তুগত চাহিদাগুলোর যত্ন নিয়েছিলেন। বর্তমানে, যাদের রাজ্যের বিষয়গুলোকে এগিয়ে নিয়ে যাওয়ার বিশেষ সুযোগ রয়েছে, তারা এই আস্থা রাখতে পারে যে, তাদের জীবনের প্রয়োজনীয় বিষয়গুলো জোগানো হবে।—৯/১৫, পৃষ্ঠা ৭-৮১৩.

• কিছু বিনোদন উপকারজনক নাকি উপকারজনক নয়, তা নির্ধারণ করার ব্যাপারে কী একজন খ্রিস্টানকে সাহায্য করতে পারে?

কোনো একটা বিনোদন উপকারজনক এবং ঈশ্বরের চোখে প্রীতিজনক কি না, তা নির্ধারণ করার জন্য এই প্রশ্নগুলো জিজ্ঞেস করা ভালো: এর অন্তর্ভুক্ত কী? কখন আমি  এর অনুধাবন করি? কারা আমার সঙ্গীসাথি হবে?—১০/১৫, পৃষ্ঠা ৯-১২.

• কীভাবে হিতোপদেশ ৭:৬-২৩ পদের বিবরণ আমাদেরকে পর্নোগ্রাফি দেখা এড়িয়ে চলার ব্যাপারে সাহায্য করতে পারে?

সেই পাঠ্যাংশে একজন যুবক সম্বন্ধে বলা হয়েছে, যে এমন এক স্থানে যায়, যেখানে একজন দুশ্চরিত্রের মহিলা বাস করেন বলে সবাই জানে। সেই মহিলা তাকে প্রলুব্ধ করেন। বর্তমানে, আমাদের ইন্টারনেটের সেই সাইটগুলো এড়িয়ে চলা উচিত, যেগুলোতে উত্তেজনাকর চিত্র রয়েছে আর এমনকী ইন্টারনেটে এই ধরনের চিত্র সামনে আসার আগেই, প্রার্থনায় ঈশ্বরের কাছে সাহায্য চাওয়া গুরুত্বপূর্ণ।—১১/১৫, পৃষ্ঠা ৯-১০.