সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

পাঠক-পাঠিকাদের থেকে প্রশ্নসকল

পাঠক-পাঠিকাদের থেকে প্রশ্নসকল

পাঠক-পাঠিকাদের থেকে প্রশ্নসকল

 নহিমিয় ৮:১০ পদে যিহুদিদের ‘পুষ্ট [“চর্বিওয়ালা,” বাংলা জুবিলী বাইবেল] দ্রব্য ভোজন করিতে’ বলা হয়েছিল, এমনকি যদিও লেবীয় পুস্তক ৩:১৭ পদে ব্যবস্থা বলেছিল: ‘তোমরা মেদ ভোজন করিবে না।’ কীভাবে এই বিবৃতিগুলোর মধ্যে মিল দেখানো যেতে পারে?

নহিমিয় ৮:১০ পদে অনুবাদিত “চর্বিওয়ালা দ্রব্য” এবং লেবীয় পুস্তক ৩:১৭ পদে অনুবাদিত “মেদ” বা চর্বি শব্দের জন্য মূল ভাষায় যে-শব্দগুলো ব্যবহার করা হয়েছে, সেগুলো ভিন্ন। ইব্রীয় শব্দ কেলেভ, যেটিকে লেবীয় পুস্তক ৩:১৭ পদে “মেদ” হিসেবে অনুবাদ করা হয়েছে, সেটি হয় পশুর নতুবা মানুষের চর্বিকে নির্দেশ করে। (লেবীয়. ৩:৩; বিচার. ৩:২২) ১৭ পদের প্রসঙ্গটি দেখায় যে, ইস্রায়েলীয়দেরকে উৎসর্গীকৃত পশুগুলোর অন্ত্রের পাশের এবং ও মেটিয়া বা বৃক্কের চারপাশে থাকা চর্বির স্তর কিংবা কটিদেশের ওপরের চর্বি খাওয়া বারণ করা হয়েছিল কারণ “সমস্ত মেদ সদাপ্রভুর।” (লেবীয়. ৩:১৪-১৬) তাই যিহোবাকে যে-পশু উৎসর্গ করা হবে, সেই পশুর চর্বি খেতে বারণ করা হয়েছিল।

অন্যদিকে, নহিমিয় ৮:১০ পদে যে-শব্দটিকে “চর্বিওয়ালা দ্রব্য” হিসেবে অনুবাদ করা হয়েছে, সেটি হল ম্যাশমানিম আর ইব্রীয় শাস্ত্রে একমাত্র এখানেই এই শব্দটির উল্লেখ রয়েছে। এটি উদ্ভূত হয়েছে ক্রিয়াপদ শমেন থেকে, যেটির অর্থ হচ্ছে “মোটা হওয়া।” এই ক্রিয়াপদের সঙ্গে সম্পর্কযুক্ত শব্দগুলোর মূল ধারণাটি সমৃদ্ধশালী ও মঙ্গলকে বোঝায় বলে মনে হয়। (তুলনা করুন, যিশা. ২৫:৬.) এই ক্রিয়াপদ থেকে সচরাচর যে-শব্দগুলো উদ্ভূত হয়েছে, তার মধ্যে একটি হল বিশেষ্যপদ শমন, যেটিকে প্রায়ই ‘তৈল’ হিসেবে অনুবাদ করা হয় আর “জিততৈল” এই অভিব্যক্তিতেও এই বিশেষ্যপদটি রয়েছে। (দ্বিতী. ৮:৮; লেবীয়. ২৪:২) নহিমিয় ৮:১০ পদে ব্যবহৃত ম্যাশমানিম শব্দটি প্রচুর পরিমাণে তেল দিয়ে তৈরি খাবারকে নির্দেশ করে বলে মনে হয়, যেটার মধ্যে হয়তো এমনকি কিছুটা চর্বিযুক্ত মাংসও থাকতে পারে কিন্তু শুধুমাত্র পশুর চর্বির স্তর নয়।

যদিও ইস্রায়েলীয়দেরকে পশুর চর্বির স্তর খেতে বারণ করা হয়েছিল কিন্তু তারা তেল মশলাযুক্ত, সুস্বাদু খাবার খেতে পারত। কিছু কিছু খাবার, যেমন শস্যকণা থেকে তৈরি রুটি পশুর চর্বি দিয়ে নয় কিন্তু উদ্ভিজ্জ তেল, বেশির ভাগ ক্ষেত্রে জিতবৃক্ষের তেল দিয়ে তৈরি করা হতো। (লেবীয়. ২:৭) তাই, শাস্ত্রের প্রতি অন্তর্দৃষ্টি (ইংরেজি) বইটি ব্যাখ্যা করে যে, “চর্বিওয়ালা দ্রব্য” বলতে এখানে “পুষ্ট অংশগুলোকে নির্দেশ করে, যেগুলো পুষ্টিহীন অথবা শুষ্ক নয় কিন্তু সুমিষ্ট ও সেইসঙ্গে উদ্ভিজ্জ তেল দিয়ে তৈরি সুস্বাদু খাবারগুলোকে নির্দেশ করে।”

অবশ্য, খ্রিস্টানরা মনে রাখে যে, চর্বি খাওয়ার বিরুদ্ধে দেওয়া বাধানিষেধটি ছিল ব্যবস্থার অংশ। তারা ব্যবস্থার অর্থাৎ পশুবলি সংক্রান্ত চাহিদাগুলোর অধীন নয়।—রোমীয় ৩:২০; ৭:৪, ৬; ১০:৪; কল. ২:১৬, ১৭.