সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

যারা দুঃখার্ত তাদের সান্ত্বনা দিন

যারা দুঃখার্ত তাদের সান্ত্বনা দিন

যারা দুঃখার্ত তাদের সান্ত্বনা দিন

“সদাপ্রভু [“যিহোবা,” NW] আমাকে অভিষেক করিয়াছেন; . . . যেন সমস্ত শোকার্ত্তকে সান্ত্বনা করি।”—যিশাইয় ৬১:১, ২.

১, ২. কাদের সান্ত্বনা দেওয়া আমাদের উচিত এবং কেন?

 সমস্ত প্রকৃত সান্ত্বনার ঈশ্বর, যিহোবা আমাদের শিক্ষা দিয়েছেন যেন অন্যেরা যখন বিপর্যয় ভোগ করে, তখন আমরা তাদের জন্য চিন্তা করি। তিনি আমাদের ‘বিষণ্ণদের প্রতি সান্ত্বনার বাক্য বলিতে’ এবং যারা শোক করে তাদের সকলকে সান্ত্বনা দিতে শিক্ষা দিয়েছেন। (১ থিষলনীকীয় ৫:১৪, NW) যখন এইধরনের সাহায্যের প্রয়োজন হয়, তখন আমরা সহ উপাসকদের তা দিয়ে থাকি। এ ছাড়া, মণ্ডলীর বাইরে যারা রয়েছে তাদের প্রতি এমনকি অতীতে যারা হয়তো আমাদের প্রতি কোনো প্রেম দেখায়নি, তাদের প্রতিও আমরা প্রেম দেখাই।—মথি ৫:৪৩-৪৮; গালাতীয় ৬:১০.

যিশু খ্রিস্ট ভবিষ্যদ্বাণীকৃত এই কার্যভার সম্বন্ধে পড়েছিলেন এবং নিজের ক্ষেত্রে প্রয়োগ করেছিলেন: “প্রভু সদাপ্রভুর [“সার্বভৌম প্রভু যিহোবার,” NW] আত্মা আমাতে অধিষ্ঠান করেন, কেননা নম্রগণের কাছে সুসমাচার প্রচার করিতে যিহোবা আমাকে অভিষেক করিয়াছেন; তিনি আমাকে প্রেরণ করিয়াছেন, যেন আমি ভগ্নান্তঃকরণ লোকদের ক্ষত বাঁধিয়া দিই; . . . যেন সমস্ত শোকার্ত্তকে সান্ত্বনা করি।” (যিশাইয় ৬১:১, ২; লূক ৪:১৬-১৯) আধুনিক দিনের অভিষিক্ত খ্রিস্টানরা দীর্ঘদিন ধরে উপলব্ধি করে এসেছে যে, এই কার্যভার তাদের প্রতিও প্রযোজ্য এবং “আরও মেষ” আনন্দ সহকারে সেই কাজে তাদের সঙ্গে যোগ দেয়।—যোহন ১০:১৬.

৩. লোকেরা যখন জিজ্ঞেস করে যে, “কেন ঈশ্বর বিপর্যয়গুলো ঘটতে অনুমতি দিয়েছেন?” তখন আমরা কীভাবে তাদের সাহায্য করতে পারি?

বিপর্যয় আসলে এবং লোকেদের মন ভেঙে পড়লে তারা প্রায়ই জিজ্ঞেস করে, “কেন ঈশ্বর বিপর্যয়গুলো ঘটতে অনুমতি দিয়েছেন?” বাইবেল স্পষ্টভাবে এই প্রশ্নের উত্তর দেয়। কিন্তু, যিনি বাইবেলের একজন ছাত্র হননি, তার জন্য এই উত্তর পুরোপুরি বুঝতে হয়তো সময় লাগতে পারে। যিহোবার সাক্ষিদের প্রকাশনাগুলোতে সাহায্য পাওয়া যেতে পারে। * কিন্তু, শুরুতে কিছু লোকের কাছে বাইবেল থেকে শুধু যিশাইয় ৬১:১, ২ পদে যেমন পাওয়া যায়, তেমনই একটা পদ দেখা সান্ত্বনাজনক বলে মনে হয়েছে, যেহেতু এটি মানুষ যাতে সান্ত্বনা পায় সেই বিষয়ে ঈশ্বরের ইচ্ছা প্রকাশ করে।

৪. পোল্যান্ডের একজন সাক্ষি কীভাবে এক বিষণ্ণ স্কুলছাত্রীকে সাহায্য করতে পেরেছিলেন এবং সেই অভিজ্ঞতা কীভাবে অন্যদের সাহায্য করার জন্য আপনাকে সাহায্য করতে পারে?

যুবক-যুবতী ও সেইসঙ্গে বয়স্ক ব্যক্তিদের সান্ত্বনার প্রয়োজন। পোল্যান্ডের একজন বিষণ্ণ কিশোরী এক পরিচিত ব্যক্তির কাছে পরামর্শ চায়। দয়ালুভাবে সবকিছু অনুসন্ধান করার পর সেই বন্ধু, যিনি একজন যিহোবার সাক্ষি, জানতে পারেন যে মেয়েটি এই সমস্ত প্রশ্ন এবং সন্দেহের দ্বারা জর্জরিত: “কেন এত মন্দতা? লোকেরা কেন কষ্টভোগ করে? কেন আমার পক্ষাঘাতগ্রস্ত বোন কষ্ট পাচ্ছে? কেন আমার হার্টের অবস্থা ভাল নয়? গির্জা বলে যে, এগুলো ঈশ্বরের ইচ্ছা। যদি তা-ই হয়, তা হলে আমি তাঁকে আর বিশ্বাস করব না!” সেই সাক্ষি নীরবে যিহোবার কাছে প্রার্থনা করেন এবং এরপর বলেন: “আমি খুশি হয়েছি যে তুমি আমাকে এই বিষয়ে জিজ্ঞেস করেছ। আমি তোমাকে সাহায্য করার চেষ্টা করব।” তিনি বলেন যে, ছোটবেলায় তারও কিছু সন্দেহ ছিল এবং যিহোবার সাক্ষিরা তাকে সাহায্য করেছে। তিনি বলেন: “আমি জেনেছি যে, ঈশ্বর লোকেদের কষ্টভোগ করতে দেন না। তিনি তাদের ভালবাসেন, তাদের জন্য সবচেয়ে ভাল কিছু চান এবং খুব শীঘ্রই পৃথিবীতে বড় বড় পরিবর্তন নিয়ে আসবেন। অসুস্থতা, বার্ধক্যের সমস্যাগুলো ও মৃত্যু শেষ হয়ে যাবে এবং বাধ্য লোকেরা চিরকার বেঁচে থাকবে—ঠিক এখানে, এই গ্রহে।” তিনি সেই কিশোরীকে প্রকাশিত বাক্য ২১:৩, ৪; ইয়োব ৩৩:২৫; যিশাইয় ৩৫:৫-৭ এবং ৬৫:২১-২৫ পদ দেখান। এক দীর্ঘ আলোচনার পর মেয়েটি স্বস্তি পেয়েছে এমনভাব দেখিয়ে বলেছিল: “এখন আমি বুঝতে পেরেছি যে, কীসের জন্য আমি বেঁচে আছি। আমি কি আবারও আপনার সঙ্গে দেখা করার জন্য আসতে পারি?” তার সঙ্গে সপ্তাহে দুবার বাইবেল অধ্যয়ন করা হয়েছিল।

ঈশ্বরের দেওয়া সান্ত্বনার মাধ্যমে

৫. আমরা যখন সহানুভূতি প্রকাশ করি, তখন কী প্রকৃত সান্ত্বনা জোগাবে?

আমরা যখন অন্যদের সান্ত্বনা দেওয়ার চেষ্টা করি, তখন সহানুভূতির বাক্যগুলো সত্যিই উপযুক্ত। দুঃখার্ত ব্যক্তিকে আমরা আমাদের কথা এবং গলার স্বরের মাধ্যমে দেখাতে চাই যে, তার পরিস্থিতি নিয়ে আমরা গভীরভাবে চিন্তিত। এটা অর্থহীন মন্তব্য ব্যবহারের মাধ্যমে সম্পন্ন করা যায় না। বাইবেল আমাদের বলে যে, “শাস্ত্রমূলক ধৈর্য্য ও সান্ত্বনা দ্বারা আমরা প্রত্যাশা প্রাপ্ত হই।” (বাঁকা অক্ষরে মুদ্রণ আমাদের।) (রোমীয় ১৫:৪) এই পরিপ্রেক্ষিতে, আমরা এক উপযুক্ত সময়ে ব্যাখ্যা করতে পারি যে, ঈশ্বরের রাজ্য কী এবং আমরা বাইবেল থেকে দেখাতে পারি যে, কীভাবে এটি বর্তমান সমস্যাগুলোর সমাধান করবে। এরপর আমরা যুক্তি দেখাতে পারি যে, কেন এটা এক নির্ভরযোগ্য আশা। এভাবে, আমরা সান্ত্বনা দিতে পারব।

৬. লোকেদের বোঝার জন্য আমাদের কী সাহায্য দেওয়া উচিত, যাতে তারা শাস্ত্রের সান্ত্বনা থেকে পূর্ণ উপকার লাভ করতে পারে?

যে-সান্ত্বনা দেওয়া হয়, সেটা থেকে পুরোপুরি উপকার পেতে হলে একজন ব্যক্তির সত্য ঈশ্বরকে, তিনি কীধরনের ব্যক্তি এবং তাঁর প্রতিজ্ঞাগুলোর নির্ভরযোগ্যতা সম্বন্ধে জানা প্রয়োজন। এখনও যিহোবার উপাসক হননি, এমন একজন ব্যক্তিকে আমরা যখন সাহায্য করতে চাই, তখন নিচের এই বিষয়গুলো ব্যাখ্যা করলে ভাল হয়। (১) বাইবেলে যে-সান্ত্বনা পাওয়া যায়, তা সত্য ঈশ্বর, যিহোবার কাছ থেকে। (২) যিহোবা হলেন সর্বশক্তিমান, স্বর্গ ও পৃথিবীর সৃষ্টিকর্তা। তিনি প্রেমময় ঈশ্বর এবং প্রেমপূর্ণ-দয়া ও সত্যে মহান। (৩) ঈশ্বরের বাক্য থেকে সঠিক জ্ঞান লাভ করার মাধ্যমে আমরা যদি তাঁর নিকটবর্তী হই, তা হলে আমরা পরিস্থিতিগুলোর সঙ্গে মোকাবিলা করতে শক্তিশালী হতে পারি। (৪) বাইবেলে সেই শাস্ত্রপদগুলো রয়েছে, যা বিভিন্ন ব্যক্তিরা যে-নির্দিষ্ট পরীক্ষাগুলোর মুখোমুখি হয়েছে, সেগুলোর সঙ্গে সম্পর্কযুক্ত।

৭. (ক) ‘খ্রীষ্ট দ্বারা উপচিয়া পড়ার’ যে-সান্ত্বনা ঈশ্বর দিয়েছেন, সেটার ওপর জোর দেওয়ার মাধ্যমে কী সম্পন্ন করা যেতে পারে? (খ) কোনো ব্যক্তি যখন বুঝতে পারেন যে তার আচরণ খারাপ হয়েছে, তখন তাকে আপনি কীভাবে সান্ত্বনা দিতে পারেন?

বাইবেলের সঙ্গে পরিচিত আছে, এমন দুঃখার্ত ব্যক্তিদের কাছে কেউ কেউ ২ করিন্থীয় ১:৩-৭ পদ পড়ার মাধ্যমে আধ্যাত্মিক সান্ত্বনা দিয়েছে। তা করার সময় তারা এই অভিব্যক্তিটির ওপর জোর দিয়েছে, “খ্রীষ্ট দ্বারা আমাদের সান্ত্বনাও উপচিয়া পড়ে।” এই শাস্ত্রপদটি হয়তো একজন ব্যক্তিকে বুঝতে সাহায্য করতে পারে যে, বাইবেল হল সান্ত্বনার উৎস, যেখানে তার আরও বেশি মনোযোগ দেওয়া উচিত। এ ছাড়া, হতে পারে অন্য কোনো সময়ে, এটা আরও আলোচনা করার ভিত্তি জোগাতে পারে। একজন ব্যক্তি যদি মনে করেন যে, তিনি খারাপ কিছু করেছেন বলে তার সমস্যাগুলো এসেছে, তা হলে বিচার করার পরিবর্তে আমরা হয়তো তাকে বলতে পারি যে, ১ যোহন ২:১, ২ এবং গীতসংহিতা ১০৩:১১-১৪ পদে যা লিপিবদ্ধ করা আছে সেই বিষয়গুলো জানা সান্ত্বনাজনক। এই উপায়গুলোতে আমরা সত্যিই ঈশ্বরের দেওয়া সান্ত্বনার মাধ্যমে অন্যদের সান্ত্বনা দিই।

দৌরাত্ম্য বা আর্থিক কষ্টের দ্বারা যখন জীবন ক্ষতিগ্রস্ত হয়

৮, ৯. যে-লোকেরা দৌরাত্ম্য ভোগ করেছে তাদের কীভাবে উপযুক্তভাবে সান্ত্বনা দেওয়া যেতে পারে?

অসংখ্য লোকের জীবন দৌরাত্ম্যের দ্বারা ক্ষতিগ্রস্ত হয়েছে—সমাজে অপরাধমূলক দৌরাত্ম্য বা যুদ্ধের দৌরাত্ম্য। আমরা কীভাবে তাদের সান্ত্বনা দিতে পারি?

সত্য খ্রিস্টানরা লক্ষ রাখে, যাতে তারা তাদের কথায় বা কাজে জগতের দ্বন্দ্বে কোনো পক্ষের দলকে সমর্থন না করে। (যোহন ১৭:১৬) কিন্তু, বর্তমান কঠিন অবস্থাগুলো চিরকাল ধরে চলবে না এটা দেখানোর জন্য তারা উপযুক্তভাবেই বাইবেল ব্যবহার করে। তারা হয়তো যারা দৌরাত্ম্য ভালবাসে, তাদের ব্যাপারে যিহোবা কেমন মনে করেন, তা দেখানোর জন্য গীতসংহিতা ১১:৫ পদ অথবা আমাদের প্রতিহিংসাপরায়ণ না হয়ে বরং, ঈশ্বরের ওপর নির্ভর রাখার বিষয়ে ঈশ্বরের উৎসাহমূলক বাক্যগুলো তুলে ধরার জন্য গীতসংহিতা ৩৭:১-৪ পদ পড়তে পারে। গীতসংহিতা ৭২:১২-১৪ পদ দেখায়, যে-নিরীহ লোকেরা দৌরাত্ম্য ভোগ করছে, তাদের বিষয়ে এখন স্বর্গীয় রাজা হিসেবে শাসনরত মহান শলোমন, যিশু খ্রিস্ট কেমন মনে করেন।

১০. আপনি যদি বছরের পর বছর ধরে যুদ্ধের মধ্যে জীবন কাটান, তা হলে উদ্ধৃত শাস্ত্রপদগুলো আপনাকে কীভাবে সান্ত্বনা দিতে পারে?

১০ প্রতিদ্বন্দ্বী দলগুলো কর্তৃত্ব পাওয়ার জন্য লড়াই করার সময় কিছু লোক একের পর এক সংঘর্ষের মধ্যে জীবনযাপন করেছে। তারা যুদ্ধ এবং এর পরিণতিকে জীবনের একটা অংশ বলে ধরে নিয়েছে। একমাত্র যে-আশাপ্রদ প্রত্যাশা তারা দেখতে পায় সেটা হল, যদি তারা অন্য কোনো দেশে পালিয়ে যেতে পারে, তা হলে তাদের জন্য সবকিছু ঠিক হয়ে যাবে। কিন্তু, তাদের মধ্যে বেশির ভাগই তা করে কখনও সফল হতে পারেনি এবং যারা তা করার চেষ্টা করেছে তারা সেই প্রচেষ্টাতেই তাদের জীবন হারিয়েছে। যারা অন্য দেশে গিয়েছে তারা প্রায়ই দেখেছে যে, তাদের কিছু সমস্যা দূর হয়েছে ঠিকই কিন্তু আবার আরও সমস্যা দেখা দিয়েছে। এইধরনের ব্যক্তিদের আশাকে এক দেশ থেকে আরেক দেশে গিয়ে থাকার চেয়ে আরও নির্ভরযোগ্য কোনো কিছুতে স্থাপন করার জন্য সাহায্য করতে গীতসংহিতা ১৪৬:৩-৬ ব্যবহার করা যেতে পারে। মথি ২৪:৩, ৭, ১৪ বা ২ তীমথিয় ৩:১-৫ পদের ভবিষ্যদ্বাণী হয়তো তারা যে-পরিস্থিতিগুলো ভোগ করছে, মূলত আমরা যে-পুরনো বিধিব্যবস্থার শেষকালে বাস করছি, সেটা আরও ভালভাবে বুঝতে এবং এর অর্থ দেখতে সাহায্য করতে পারে। এইধরনের পদগুলো যেমন, গীতসংহিতা ৪৬:১-৩, ৮, ৯ এবং যিশাইয় ২:২-৪ পদ হয়তো তাদের বুঝতে সাহায্য করতে পারে যে, এক শান্তিপূর্ণ ভবিষ্যতের আশা সত্যিই রয়েছে।

১১. পশ্চিম আফ্রিকার একজন মহিলাকে কোন পদগুলো সান্ত্বনা দিয়েছিল এবং কেন?

১১ পশ্চিম আফ্রিকায় যুদ্ধ চলাকালীন, একজন মহিলা গোলাবর্ষণের সময় তার বাড়ি ছেড়ে চলে যান। তার জীবন ভয়, দুঃখ এবং হৃদয়বিদারক হতাশা দিয়ে পরিপূর্ণ হয়। পরে, পরিবার যখন আরেক দেশে বাস করছিল, তখন সেই মহিলার স্বামী তাদের বিয়ের সার্টিফিকেট পুড়িয়ে ফেলার এবং এরপর তার গর্ভবতী স্ত্রী ও তাদের দশ বছর বয়সী ছেলেকে অন্য জায়গায় পাঠিয়ে দিয়ে একজন পাদরি হওয়ার সিদ্ধান্ত নেন। মহিলাকে যখন ফিলিপীয় ৪:৬, ৭ এবং গীতসংহিতা ৫৫:২২ পদ ও সেইসঙ্গে প্রহরীদুর্গসচেতন থাক! পত্রিকা থেকে প্রবন্ধ দেখানো হয়, তখন তিনি সান্ত্বনা এবং জীবনের উদ্দেশ্য খুঁজে পান।

১২. (ক) যারা অর্থনৈতিক দিক দিয়ে কঠিন চাপের মধ্যে রয়েছে, তাদের শাস্ত্রপদগুলো কোন সান্ত্বনা দেয়? (খ) এশিয়ার একজন সাক্ষি কীভাবে একজন ক্রেতাকে সাহায্য করতে পেরেছিলেন?

১২ অর্থনৈতিক মন্দা লক্ষ লক্ষ লোকের জীবনকে নষ্ট করে দিয়েছে। কখনও কখনও, এগুলোও যুদ্ধ এবং এর পরিণতির কারণে হয়ে থাকে। অন্যান্য সময়ে অবিবেচনাপূর্ণ সরকারি কর্মপন্থা এবং ক্ষমতায় রয়েছে এমন ব্যক্তিদের লোভ ও অসততা মিলে সঞ্চিত অর্থ লুটে নেয় এবং লোকেদের সহায়সম্পদ বাজেয়াপ্ত করতে তাদের বাধ্য করে। অন্যদের হয়তো কখনও এইধরনের জাগতিক বিষয়বস্তু ছিল না। তারা সকলে এটা জেনে সান্ত্বনা পেতে পারে যে, যারা ঈশ্বরের ওপর নির্ভর করে তাদের জন্য তিনি স্বস্তির আশ্বাস দেন এবং এক ধার্মিক জগতের নিশ্চয়তা দেন, যেখানে লোকেরা তাদের নিজ নিজ কাজ উপভোগ করবে। (গীতসংহিতা ১৪৬:৬, ৭; যিশাইয় ৬৫:১৭, ২১-২৩; ২ পিতর ৩:১৩) এশিয়ার একটা দেশের একজন সাক্ষি যখন এক ক্রেতাকে সেখানকার অর্থনৈতিক পরিস্থিতি সম্বন্ধে উদ্বেগ প্রকাশ করতে শোনেন, তখন তিনি ব্যাখ্যা করেন যে, যা ঘটছিল তা সারা পৃথিবীতে ঘটা ঘটনাগুলোর নমুনার একটা অংশ। মথি ২৪:৩-১৪ এবং গীতসংহিতা ৩৭:৯-১১ পদের ওপর আলোচনা এক নিয়মিত বাইবেল অধ্যয়নের দিকে পরিচালিত করে।

১৩. (ক) লোকেরা যখন মিথ্যা প্রতিজ্ঞাগুলোর দ্বারা হতাশ হয়েছে, তখন তাদের সাহায্য করার জন্য আমরা হয়তো কীভাবে বাইবেল ব্যবহার করতে পারি? (খ) লোকেরা যদি মনে করে, খারাপ পরিস্থিতিগুলো প্রমাণ দেয় যে ঈশ্বর বলে কেউ নেই, তা হলে তাদের যুক্তি দেখানোর ক্ষেত্রে আপনি কীভাবে প্রচেষ্টা করতে পারেন?

১৩ লোকেরা যখন অনেক বছর ধরে কষ্টভোগ করে বা অনেক মিথ্যা প্রতিজ্ঞাগুলোর কারণে হতাশ হয়ে পড়ে, তখন তারা হয়তো মিশরের ইস্রায়েলীয়দের মতো হতে পারে, যারা “মনের অধৈর্য্য . . . হেতু” মনোযোগ করেনি। (যাত্রাপুস্তক ৬:৯) এইধরনের ক্ষেত্রগুলোতে সেই বিষয়গুলো তুলে ধরা উপকারজনক হতে পারে, যেখানে বাইবেল তাদের বর্তমান সমস্যাগুলোর সঙ্গে সফলভাবে মোকাবিলা করতে এবং অযথা অনেকের জীবনকে নষ্ট করে দেয় এমন ফাঁদগুলো এড়াতে সাহায্য করতে পারে। (১ তীমথিয় ৪:৮খ) কেউ কেউ তারা যে-মন্দ পরিস্থিতিতে বাস করছে সেটাকে দেখে মনে করতে পারে যে, ঈশ্বর বলতে কেউ নেই বা তিনি তাদের জন্য কোনো চিন্তা করেন না। ঈশ্বর সাহায্য জুগিয়েছেন কিন্তু অনেকে সেটা গ্রহণ করেনি, তা বোঝার জন্য তাদের সাহায্য করতে আপনি হয়তো উপযুক্ত শাস্ত্রপদগুলো থেকে যুক্তি দেখাতে পারেন।—যিশাইয় ৪৮:১৭, ১৮.

ঝড় এবং ভূমিকম্পের সঙ্গে মোকাবিলা করার সময়

১৪, ১৫. কোনো বিপর্যয় যখন অনেককে আঘাত করেছিল, তখন যিহোবার সাক্ষিরা কীভাবে তাদের চিন্তা প্রকাশ করেছিল?

১৪ কোনো ঝড়, ভূমিকম্প, অগ্নিকাণ্ড বা কোনো বিস্ফোরণের ফলে বিপর্যয় আসতে পারে। দুঃখ হয়তো সুদূরপ্রসারি হতে পারে। রক্ষাপ্রাপ্ত ব্যক্তিদের সান্ত্বনা দিতে কী করা যেতে পারে?

১৫ লোকেদের জানা প্রয়োজন যে, কেউ তাদের জন্য চিন্তা করে। একটা দেশে সন্ত্রাসী হামলার পরে অনেকে প্রচণ্ড আঘাত পেয়েছিল। তাদের মধ্যে অনেকে পরিবারের সদস্য, অর্থ উপার্জনকারী ব্যক্তি, বন্ধুবান্ধব, চাকরি বা তাদের যে-নিরাপত্তাবোধ ছিল বলে মনে করত, তা হারিয়েছিল। যিহোবার সাক্ষিরা তাদের এলাকার সেই সমস্ত ব্যক্তিদের কাছে গিয়েছিল, তাদের বিরাট ক্ষয়ক্ষতির জন্য সহানুভূতি প্রকাশ করেছিল এবং বাইবেল থেকে সান্ত্বনার বাক্য বলেছিল। অনেকে তাদের চিন্তা দেখে অনেক কৃতজ্ঞ হয়েছিল।

১৬. এল সালভাদরের এক অঞ্চলে যখন আকস্মিক বিপর্যয় ঘটে, তখন স্থানীয় সাক্ষিদের ক্ষেত্রের পরিচর্যা কেন অনেক কার্যকারী হয়েছিল?

১৬ এল সালভাদরে ২০০১ সালে প্রচণ্ড ভূমিকম্প হওয়ার পরপরই ভূমিধস হয়, যা অনেকের জীবন কেড়ে নেয়। একজন সাক্ষির ২৫ বছর বয়সী ছেলে এবং ছেলের বাগদত্তার দুজন বোন মারা যায়। সেই যুবকের মা ও সেইসঙ্গে তার বাগদত্তা তৎপরতার সঙ্গে ক্ষেত্রের পরিচর্যায় ব্যস্ত হয়ে পড়ে। অনেকে তাদের বলে যে, যারা মারা গেছে তাদের ঈশ্বর নিয়ে গেছেন বা এটা ঈশ্বরেরই ইচ্ছা ছিল। সাক্ষিরা হিতোপদেশ ১০:২২ পদ উদ্ধৃতি করে দেখায় যে, ঈশ্বর চান না যে আমরা কষ্ট পাই। রোমীয় ৫:১২ পদ পড়ে তারা দেখায় যে, মানুষের পাপের মাধ্যমে মৃত্যু এসেছে, এটা ঈশ্বরের ইচ্ছা বলে নয়। এ ছাড়া, তারা গীতসংহিতা ৩৪:১৮, গীতসংহিতা ৩৭:২৯, যিশাইয় ২৫:৮ এবং প্রকাশিত বাক্য ২১:৩, ৪ পদের সান্ত্বনার বার্তাও উল্লেখ করে। লোকেরা সাগ্রহে শুনেছিল, বিশেষ করে যেহেতু সেই দুজন মহিলা নিজেরাই সেই বিপর্যয়ে পরিবারের সদস্যদের হারিয়েছিল আর অনেক বাইবেল অধ্যয়ন শুরু হয়েছিল।

১৭. আকস্মিক বিপর্যয়ের সময়ে আমরা হয়তো কোন ধরনের সাহায্য দিতে পারি?

১৭ যখন আকস্মিক বিপর্যয় ঘটে, তখন আপনি হয়তো এমন কারও সম্মুখীন হতে পারেন, যার তাৎক্ষণিক শারীরিক সাহায্যের দরকার হয়। এর মধ্যে রয়েছে ডাক্তার ডেকে আনা, কোনো ব্যক্তিকে হাসপাতালে নিয়ে যাওয়া বা খাবার ও বাসস্থান জোগানোর জন্য যেকোনো সাহায্য জোগানো। ১৯৯৮ সালে ইতালিতে এইধরনের এক আকস্মিক বিপর্যয়ের সময় একজন সাংবাদিক দেখেন যে, যিহোবার সাক্ষিরা, “বাস্তবসম্মত উপায়ে কাজ করে, কষ্টভোগী ব্যক্তিদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছে, তারা কোন ধর্মের সেই বিষয়ে কোনো চিন্তাই করে না।” কোনো কোনো এলাকায়, শেষকাল সম্বন্ধে ভবিষ্যদ্বাণীকৃত ঘটনাগুলো অনেক কষ্ট নিয়ে আসে। সেই জায়গাগুলোতে, যিহোবার সাক্ষিরা বাইবেলের ভবিষ্যদ্বাণীগুলো সম্বন্ধে উল্লেখ করে এবং তারা লোকেদের বাইবেলের এই আশ্বাসের মাধ্যমে সান্ত্বনা দেয় যে, ঈশ্বরের রাজ্য মানবজাতির জন্য প্রকৃত নিরাপত্তা নিয়ে আসবে।—হিতোপদেশ ১:৩৩; মীখা ৪:৪.

পরিবারের কোনো সদস্য যখন মারা যায়

১৮-২০. একটা পরিবারে যখন কেউ মারা যায়, তখন সান্ত্বনা দেওয়ার জন্য আপনি হয়তো কী বলতে বা করতে পারেন?

১৮ প্রতিদিন লক্ষ লক্ষ লোক মৃত্যুতে কোনো প্রিয়জনকে হারানোর ফলে দুঃখ প্রকাশ করে থাকে। খ্রিস্টীয় পরিচর্যায় অংশগ্রহণ করার সময় বা দৈনন্দিন জীবনের বিভিন্ন ক্ষেত্রগুলোতে কাজ করার সময় আপনি হয়তো এমন ব্যক্তিদের দেখা পেতে পারেন, যারা শোকার্ত। আপনি কী বলতে বা করতে পারেন, যা সান্ত্বনা নিয়ে আসবে?

১৯ সেই ব্যক্তি কি মানসিক কষ্টের মধ্যে রয়েছেন? ঘর কি দুঃখে ভারাক্রান্ত আত্মীয়দের দিয়ে পরিপূর্ণ? আপনার হয়তো অনেক কিছু বলার থাকতে পারে কিন্তু বিচক্ষণতা দেখানো গুরুত্বপূর্ণ। (উপদেশক ৩:১, ৭) সহানুভূতি দেখানো, এক উপযুক্ত বাইবেল প্রকাশনা (একটি ব্রোশার, পত্রিকা বা ট্র্যাক্ট) রেখে আসা এবং আরও সাহায্য দেওয়া যেতে পারে কি না, তা দেখার জন্য কিছুদিন পর ফিরে যাওয়া উপযুক্ত হতে পারে। এক যথার্থ সময়ে, বাইবেল থেকে কিছু উৎসাহজনক বিষয় নিয়ে কথা বলার বিষয়ে প্রস্তাব দিন। এর এক শান্ত এবং আরোগ্যজনক প্রভাব থাকতে পারে। (হিতোপদেশ ১৬:২৪; ২৫:১১) আপনি মৃত ব্যক্তিকে ওঠাতে পারেন না, যেমন যিশু পেরেছিলেন। কিন্তু, আপনি হয়তো মৃত ব্যক্তিদের অবস্থা সম্বন্ধে বাইবেল যা বলে, সেই বিষয়ে বলতে পারেন যদিও সেই সময়ে মিথ্যা দৃষ্টিভঙ্গিগুলো খণ্ডনের চেষ্টা করার সময় নয়। (গীতসংহিতা ১৪৬:৪; উপদেশক ৯:৫, ১০; যিহিষ্কেল ১৮:৪) পুনরুত্থানের বিষয়ে বাইবেলের প্রতিজ্ঞাগুলো আপনি একত্রে পড়তে পারেন। (যোহন ৫:২৮, ২৯; প্রেরিত ২৪:১৫) সেগুলোর অর্থ কী সেই বিষয়ে আপনি আলোচনা করতে পারেন, তা করার জন্য হয়তো পুনরুত্থানের এক ঘটনার বিষয়ে বাইবেলের বিবরণ ব্যবহার করতে পারেন। (লূক ৮:৪৯-৫৬; যোহন ১১:৩৯-৪৪) এ ছাড়া, প্রেমময় ঈশ্বরের গুণাবলির দিকেও মনোযোগ আকর্ষণ করাতে পারেন, যিনি আমাদের এইধরনের আশা দিয়েছেন। (ইয়োব ১৪:১৪, ১৫; যোহন ৩:১৬) ব্যাখ্যা করুন যে, এইধরনের শিক্ষাগুলো কীভাবে আপনাকে উপকৃত করেছে এবং সেগুলোর ওপর আপনার কেন আস্থা আছে।

২০ কিংডম হলে আসার জন্য আমন্ত্রণ জানানো হয়তো দুঃখার্ত ব্যক্তিকে সেই সমস্ত ব্যক্তিদের জানতে সাহায্য করতে পারে, যারা সত্যিই তাদের প্রতিবেশীদের ভালবাসে এবং যারা জানে যে, কীভাবে একে অন্যকে গেঁথে তুলতে হয়। সুইডেনের একজন মহিলা খুঁজে পেয়েছিলেন যে, এটাই তিনি তার সারা জীবন ধরে খুঁজেছেন।—যোহন ১৩:৩৫; ১ থিষলনীকীয় ৫:১১.

২১, ২২. (ক) আমরা যদি সান্ত্বনা দিতে চাই, তা হলে কীসের প্রয়োজন? (খ) যিনি ইতিমধ্যেই শাস্ত্র সম্বন্ধে ভাল করে জানেন, তাকে আপনি কীভাবে সান্ত্বনা দিতে পারেন?

২১ আপনি যখন জানেন যে কেউ দুঃখ ভোগ করছে, তা সেটা মণ্ডলীর ভিতরে বা বাইরে যেখানেই হোক না কেন, আপনি কি কখনও কখনও কী বলতে বা করতে হবে, সেই বিষয়ে অনিশ্চয়তা বোধ করেন? যে-গ্রিক শব্দকে বাইবেলে বেশির ভাগ সময় “সান্ত্বনা” হিসেবে অনুবাদ করা হয়েছে, সেটির আক্ষরিক অর্থ, “একজন ব্যক্তির পক্ষে সাড়া দেওয়া।” একজন প্রকৃত সান্ত্বনাকারী হওয়ার অর্থ হল, যারা দুঃখার্ত তাদের পাশে সবসময় থাকা।—হিতোপদেশ ১৭:১৭.

২২ কিন্তু, যে-ব্যক্তিকে আপনি সান্ত্বনা দিতে চান তিনি যদি ইতিমধ্যেই মৃত ব্যক্তি, মুক্তির মূল্য এবং পুনরুত্থান সম্বন্ধে বাইবেল যা বলে তা জানেন, তা হলে কী? একই বিশ্বাসে বিশ্বাসী একজন বন্ধুর উপস্থিতিই অনেক সান্ত্বনাজনক হতে পারে। তিনি যদি কথা বলতে চান, তা হলে উত্তম শ্রোতা হোন। মনে করবেন না যে আপনাকে কিছু বলতেই হবে। যদি শাস্ত্রপদ পড়া হয়, তা হলে সেগুলোকে ঈশ্বরের অভিব্যক্তি বলে বিবেচনা করুন, যা আপনাদের দুজনের হৃদয়কে শক্তিশালী করে। সেগুলোতে যে-প্রতিজ্ঞার কথা বলা আছে, তা যে নিশ্চিত সেই সম্বন্ধে আপনাদের উভয়ের দৃঢ় প্রত্যয় প্রকাশ করুন। ঈশ্বরীয় সমবেদনা প্রতিফলিত করা এবং ঈশ্বরের বাক্যে যে-মূল্যবান সত্য রয়েছে, তা বলার মাধ্যমে আপনি হয়তো সেইসব ব্যক্তিদের “সমস্ত সান্ত্বনার ঈশ্বর” যিহোবার কাছ থেকে সান্ত্বনা ও শক্তি পেতে সাহায্য করতে পারেন।—২ করিন্থীয় ১:৩.

[পাদটীকা]

^ জ্ঞান যা অনন্ত জীবনে পরিচালিত করে বইয়ের ৮ অধ্যায়; শাস্ত্র থেকে যুক্তি করা (ইংরেজি) বইয়ের ৩৯৩-৪০০, ৪২৭-৩১ পৃষ্ঠা; এমন একজন সৃষ্টিকর্তা কি আছেন যিনি আমাদের জন্য চিন্তা করেন? (ইংরেজি) বইয়ের ১০ অধ্যায়; এবং ঈশ্বর কি প্রকৃতই আমাদের জন্য চিন্তা করেন? ব্রোশার দেখুন।

আপনার মন্তব্য কী?

• দুর্যোগগুলোর জন্য অনেক লোক কাকে দায়ী করে এবং আমরা কীভাবে তাদের সাহায্য করতে পারি?

• বাইবেল যে-সান্ত্বনা দেয়, তা থেকে পুরোপুরি উপকার পেতে অন্যদের সাহায্য করার জন্য আমরা কী করতে পারি?

• আপনার এলাকার কোন পরিস্থিতিগুলো অনেক লোকের জন্য দুঃখ নিয়ে আসছে এবং আপনি কীভাবে তাদের সান্ত্বনা দিতে পারেন?

[অধ্যয়ন প্রশ্নাবলি]

[২৩ পৃষ্ঠার চিত্রগুলো]

শরণার্থী শিবির: UN PHOTO ১৮৬৮১১/J. Isaac

[সৌজন্যে]

দুর্দশার সময় প্রকৃত সান্ত্বনার এক বার্তা বলা

[২৪ পৃষ্ঠার চিত্র]

একজন বন্ধুর উপস্থিতি অনেক সান্ত্বনাজনক হতে পারে