সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

‘তারা গভীরে তলিয়ে গেল’

‘তারা গভীরে তলিয়ে গেল’

‘তারা গভীরে তলিয়ে গেল’

“জলের তরঙ্গ তাদের ঢেকে দিল; তারা পাথরের মতো জলের গভীরে তলিয়ে গেল।” (NW)

 এই কথাগুলোর মাধ্যমে মোশি এবং ইস্রায়েলীয়রা লোহিত সাগরের মধ্যে দিয়ে তাদের উদ্ধার এবং তাদের পিছনে আসা মিশরীয় শত্রুদের অর্থাৎ ফরৌণ ও তার সেনাবাহিনীর ডুবে যাওয়ার বিষয়ে গান গেয়েছিল।—যাত্রাপুস্তক ১৫:৪, ৫.

যারা সেই চমৎকার ঘটনা নিজের চোখে দেখেছিল, তাদের কাছে এর শিক্ষা স্পষ্ট ছিল। যিহোবার কর্তৃত্বের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা বা বিরোধিতা করে কেউই সফল হতে এবং বাঁচতে পারে না। কিন্তু, এর কয়েক মাস পরেই গণ্যমান্য কিছু ইস্রায়েলীয়—কোরহ, দাথন, অবিরাম এবং ২৫০ জন সমর্থক—সবার সামনে মোশি এবং হারোণকে দেওয়া ঈশ্বরের কর্তৃত্বের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করেছিল।—গণনাপুস্তক ১৬:১-৩.

যিহোবার নির্দেশনায় মোশি ইস্রায়েলীয়দের বিদ্রোহী লোকেদের তাঁবুর কাছ থেকে দূরে থাকার জন্য সাবধান করেছিলেন। দাথন এবং অবিরাম ও সেইসঙ্গে তাদের পরিবারের সদস্যরা তাদের মনোভাব পরিবর্তন করতে অস্বীকার করেছিল। মোশি এরপর ঘোষণা করেছিলেন যে, যিহোবা তাঁর নিজ উপায়ে লোকেদের কাছে পরিষ্কার করে দেবেন যে, এই লোকেরা “সদাপ্রভুকে অবজ্ঞা করিয়াছে।” সেই মুহূর্তে যিহোবা তাদের পায়ের তলার মাটি দুভাগ করে দেন। “ফলে তারা ও তাদের সঙ্গে যারা ছিল, সকলে জীবিত অবস্থায় পাতালের গভীরে তলিয়ে গেল এবং পৃথিবী তাদের ওপর চেপে পড়ল।” (NW) কোরহ এবং অন্যান্য বিদ্রোহীদের সম্বন্ধে কী বলা যায়? “সদাপ্রভু হইতে অগ্নি নির্গত হইয়া যাহারা ধূপ নিবেদন করিয়াছিল, সেই দুই শত পঞ্চাশ জন লোককে গ্রাস করিল।”—গণনাপুস্তক ১৬:২৩-৩৫; ২৬:১০.

ফরৌণ এবং তার বাহিনী ও সেইসঙ্গে প্রান্তরে বিদ্রোহী লোকেরা সকলে ধ্বংস হয়ে গিয়েছিল কারণ তারা যিহোবার কর্তৃত্ব এবং তাঁর লোকেদের প্রতি তাঁর যে-আগ্রহ, তা অস্বীকার করেছিল। তাই, যারা এই বিষম সময়ে যিহোবার সুরক্ষা দেখতে পাবেন, তাদের সবার ‘পরাৎপর’ এবং ‘সর্ব্বশক্তিমান’ যিহোবা সম্বন্ধে জানতে হবে এবং তাঁর বাধ্য থাকতে হবে। তা করে তারা যিহোবার এই আশ্বাসজনক কথাগুলোতে মনোযোগ দিতে পারেন: “পড়িবে তোমার পার্শ্বে সহস্র জন, তোমার দক্ষিণে দশ সহস্র জন, কিন্তু উহা তোমার নিকটে আসিবে না। তুমি কেবল স্বচক্ষে নিরীক্ষণ করিবে, দুষ্টগণের প্রতিফল দেখিবে। ‘হাঁ, সদাপ্রভু, তুমিই আমার আশ্রয়’। তুমি পরাৎপরকে আপনার বাসস্থান করিয়াছ।”—গীতসংহিতা ৯১:১, ৭-৯.