সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

পরিষ্কার-পরিচ্ছন্ন এক গৃহ—আমরা সকলে যে-ভূমিকা পালন করি

পরিষ্কার-পরিচ্ছন্ন এক গৃহ—আমরা সকলে যে-ভূমিকা পালন করি

পরিষ্কার-পরিচ্ছন্ন এক গৃহ—আমরা সকলে যে-ভূমিকা পালন করি

মেক্সিকোর সচেতন থাক! লেখক কর্তৃক

পরিষ্কার-পরিচ্ছন্ন, দূষণহীন পরিবেশে বাস করা কতই না আনন্দদায়ক! কিন্তু, শহরগুলোতে জঞ্জাল ও আবর্জনা জমতে থাকার দরুন, আমাদের পরিবেশকে পরিষ্কার-পরিচ্ছন্ন ও সুবিন্যস্ত রাখা আগের চেয়ে আরও বেশি কঠিন।

পৌর কর্তৃপক্ষরা জঞ্জাল সংগ্রহ করার ব্যবস্থা করে রাস্তাঘাট পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার চেষ্টা করে কিন্তু তা সত্ত্বেও, কিছু কিছু জায়গায় আবর্জনা ঢিবি হতে থাকে, যেখানে এটা দেখতে নোংরা লাগে এবং তা লোকেদের স্বাস্থ্যের জন্য হুমকিস্বরূপ। ঢিবি হয়ে থাকা জঞ্জালের কারণে ইঁদুর, আরশোলা এবং অন্যান্য কীটপতঙ্গের সংখ্যা বৃদ্ধি পেতে পারে, যেগুলো রোগব্যাধি ছড়ায়। এই পরিস্থিতির উন্নতির ব্যাপারে আপনি কি কিছু করতে পারেন? হ্যাঁ পারেন, আপনার গৃহ এবং এর চারপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন ও পরিপাটী রাখুন।

সঠিক মনোভাব

কিছু লোক মনে করে যে, নোংরা পাড়া বা ঘরবাড়ি দরিদ্রতার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। কিন্তু, এটা আসলে তা নয়। যদিও এটা ঠিক যে, বস্তুগত সম্পদের অভাব আমাদের পরিবেশকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা আরও কঠিন করে তুলতে পারে। কিন্তু একটা স্প্যানিশ প্রবাদ যেমন বলে: “দরিদ্রতা ও পরিষ্কার-পরিচ্ছন্নতা পরস্পরবিরোধী নয়।” অন্যদিকে, কারো পর্যাপ্ত বস্তুগত সম্পদ থাকাই এই নিশ্চয়তা দেয় না যে, তিনি তার পরিবেশকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখবেন।

গৃহের ভিতর এবং এর চারপাশের পরিষ্কার-পরিচ্ছন্নতা নির্ভর করে মনোভাবের ওপর, যা আমাদেরকে আমাদের গৃহ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে পরিচালিত করে। বস্তুত, গৃহকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা অনেকটা পুরো পরিবারের মনোভাবের ওপর নির্ভর করে। এই কারণে আমাদের গৃহসহ এর আশপাশের পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখতে আমরা সকলেই যে-অবদান রাখতে পারি তা পরীক্ষা করে দেখা ভাল।

পরিষ্কার-পরিচ্ছন্নতার এক কার্যক্রম

ঘরের মধ্যে একজন মায়ের কাজের কোনো শেষ নেই বলেই মনে হয়। রান্নাবান্না ও স্কুলে পাঠানোর জন্য ছেলেমেয়েদের প্রস্তুত করা ছাড়াও, তাকে গৃহ এবং এর আশপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার জন্যও কাজ করতে হয়। আপনি কি লক্ষ করেছেন যে, বেশির ভাগ সময় মা-ই ঘরের মধ্যে ছেলেমেয়েদের রেখে যাওয়া ময়লা জামাকাপড় অথবা তাদের ব্যক্তিগত জিনিসপত্র তুলে রাখেন? পরিষ্কার-পরিচ্ছন্নতার এক সুনিরূপিত কার্যক্রম, যা পুরো পরিবারকে অন্তর্ভুক্ত করে, তা মায়ের কাজের বোঝাকে হালকা করার ক্ষেত্রে সাহায্য করতে পারে।

কিছু স্ত্রী নির্ধারণ করে যে, এমন কিছু জিনিস রয়েছে যেগুলো রোজ যত্ন নেওয়া এবং পরিষ্কার করা দরকার, যদিও ঘরের অন্যান্য জায়গা সপ্তাহে একবার এবং আরও কিছু জায়গা মাসে একবার পরিষ্কার করা যেতে পারে। বস্তুত, এমন কিছু জিনিসও রয়েছে যেগুলো বছরে একবার পরিষ্কার করার জন্য তালিকা করা যেতে পারে। উদাহরণস্বরূপ, প্রত্যেকটা দেশে যিহোবার সাক্ষিদের শাখা অফিসগুলোর বেথেল হোমে, বছরে একবার ভাল করে ক্লজিট্‌ ক্লিনিং করা হয়ে থাকে। এই সময়ে যে-জিনিসগুলো ব্যবহার করা হয় না, সেগুলো ফেলে দেওয়া হয় এবং ক্লজিট্‌ গুছিয়ে রাখা হয়। এ ছাড়া, দেওয়াল পরিষ্কার করারও এক নিয়মিত কার্যক্রম রয়েছে।

গৃহের মধ্যে এমন কিছু জায়গা রয়েছে—যেমন বাথরুম—যেখানে সুস্বাস্থ্যের জন্য পরিষ্কার-পরিচ্ছন্নতা অত্যাবশ্যক। যদিও রোজ হালকাভাবে পরিষ্কার-পরিচ্ছন্ন করা উচিত কিন্তু সম্ভবত সপ্তাহে একবার ভাল করে পরিষ্কার-পরিচ্ছন্ন করলে রোগজীবাণু জমা হবে না। কেউ কেউ মনে করে যে, টয়লেট বোলে দাগ পড়বেই এবং সেগুলো দূর করা অসম্ভব। কিন্তু, আপনি এমন গৃহগুলো দেখতে পাবেন যেখানে টয়লেটগুলো একেবারে পরিষ্কার-পরিচ্ছন্ন ও ঝকঝকে। এর জন্য শুধু প্রয়োজন, সবসময় পরিষ্কার করা এবং পরিষ্কারের উপযুক্ত দ্রব্যাদি ব্যবহার করা।

রান্নাঘরও যত্নপূর্বক পরিষ্কার করা দরকার। যদিও আপনি রোজ বাসনপত্র ধোন আর স্টোভ ও রান্না করার জায়গা পরিষ্কার করেন, তবুও মাঝে মাঝে—সম্ভব হলে অন্তত মাসে একবার—স্টোভ ও রেফ্রিজারেটরের মতো জিনিসগুলোর পিছনের জায়গা আর সিঙ্কের নীচগুলো ভাল করে পরিষ্কার করা দরকার। খাদ্যভাণ্ডার অথবা কাপবোর্ডগুলো ঘন ঘন পরিষ্কার করলে আরশোলা এবং অন্যান্য ক্ষতিকর কীটপতঙ্গ সেখানে বাসা বাঁধতে পারবে না।

পারিবারিক সহযোগিতা

কিছু বাবামা তাদের ছেলেমেয়েদের জন্য নিয়ম করে দেয় এবং তারা তাদেরকে প্রশিক্ষণ দিয়েছে যে, সকালে স্কুলে যাওয়ার জন্য ঘর থেকে বের হওয়ার সময়, তারা যেন তাদের বিছানা গুছিয়ে রাখে, ময়লা জামাকাপড় সঠিক জায়গায় রাখে এবং ব্যক্তিগত জিনিসপত্র গুছিয়ে রাখে। প্রত্যেকের জন্য একটা উপকারী নিয়ম হল যে, “প্রত্যেকটা জিনিসের একটা নির্ধারিত জায়গা থাকা এবং সেগুলোকে নির্ধারিত জায়গায় রাখা উচিত।”

এ ছাড়া, পরিবারের কিছু সদস্য ঘরের নির্দিষ্ট কাজ অথবা গৃহের কোনো অংশ পরিষ্কার করার কাজ করতে পারে। উদাহরণস্বরূপ, বাবা কি অন্তত বছরে একবার গ্যারেজ গুছিয়ে রাখার এবং তা ভাল করে পরিষ্কার করার দায়িত্ব নেন? এই ক্ষেত্রে ছেলেমেয়েদের একজন কি তাকে সাহায্য করতে পারে? বাড়ির সামনের জায়গার আগাছাগুলো তোলার অথবা ঘাস কাটার দায়িত্ব কে নেয়? কতদিন পর পর তা করতে হবে, যাতে ঘরের বাইরের চেহারা মর্যাদাপূর্ণ থাকে? ঘরের মধ্যে কি কোনো চিলেকোঠা অথবা ওয়াশিং মেশিন, ইস্ত্রি ইত্যাদি রাখার বড় ঘর রয়েছে যেটা পরীক্ষা করে দেখার দরকার, যাতে অপ্রয়োজনীয় জিনিসপত্র সরানো যেতে এবং সেই জায়গাটাকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা যেতে পারে? যদি তা-ই হয়, তা হলে কে এটা করবে? কিছু বাবামা ছেলেমেয়েদেরকে পালা করে এই ধরনের কাজের দায়িত্ব দিয়ে থাকেন।

তাই, আপনার গৃহের রক্ষণাবেক্ষণের জন্য একটা ভাল কার্যক্রম তৈরি করুন। পরিষ্কার-পরিচ্ছন্নের কাজ আপনি নিজে করুন অথবা পরিবারের সঙ্গে করুন কিংবা আপনাকে সাহায্য করার জন্য কাউকে ভাড়া করতে হয়, যা-ই হোক না কেন, এক সুনিরূপিত কার্যক্রম থাকা আবশ্যক। একজন মা, যিনি তার ঘর খুবই পরিপাটী রাখেন, তিনি আমাদের বলেন যে, কীভাবে পুরো পরিবার এটাকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে সহযোগিতা করে: “আমার তিন মেয়ে ও আমি ঘরের কাজ ভাগ করে নিই। নোরমা আদ্রিয়ানা বসার ঘর, দুটো শোবার ঘর, বারান্দা এবং গৃহের সামনের রাস্তাটা পরিষ্কার করে। আনা খোয়াকিনা রান্নাঘরের যত্ন নেয়। আর আমি কাপড়চোপড় ধুই এবং অন্যান্য কাজ করি আর মারিয়া ডেল কারমেন বাসনপত্র ধোয়।”

গৃহের বাইরের এক মনোরম চেহারা

গৃহের বাইরের অবস্থা সম্বন্ধে কী বলা যায়? আপনি এক বড় অট্টালিকায় অথবা একটা কুঁড়ে ঘরে, যেখানেই বাস করুন না কেন, গৃহের বাইরের দিক পরিষ্কার-পরিচ্ছন্ন ও রক্ষণাবেক্ষণ করার এক কার্যক্রম থাকা দরকার। উদাহরণস্বরূপ, বাড়ির গেটের কোনো একটা কবজা হয়তো ভেঙে গিয়েছে। দরজাটা শেষমেষ পড়ে না যাওয়া পর্যন্ত যদি মেরামত করা না হয়, তা হলে সেটা দেখতে কতখানি খারাপ লাগবে তা আপনি জানেন। গৃহের সামনে অথবা চলাচলের পথে আবর্জনাকে ঢিবি হতে দেওয়ার ক্ষেত্রেও একই বিষয় বলা যেতে পারে। এ ছাড়া, টিনের পাত্র, যন্ত্রপাতি এবং অন্যান্য জিনিসপত্রও কখনো কখনো গৃহের বাইরে অপরিচ্ছন্নভাবে জমতে দেওয়া হয় আর এগুলো কীটপতঙ্গের আবাস হয়ে উঠতে পারে।

কিছু পরিবার স্থির করেছে যে, তারা প্রয়োজন মতো, দিনে একবার অথবা প্রত্যেক সপ্তাহে গৃহের চারপাশ ঝাড়ু দেবে এবং পরিষ্কার করবে যেগুলোর অন্তর্ভুক্ত লোক চলাচলের পথ ও এমনকি তাদের বাড়ির সামনের রাস্তা। এটা ঠিক যে, কিছু কিছু জায়গায় আশপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার জন্য খুব ভাল সরকারি ব্যবস্থা রয়েছে কিন্তু অন্যান্য জায়গায় কোনো পৌর কার্যক্রম নেই। নিঃসন্দেহে, আমরা যেখানে বাস করি সেখানকার চারপাশ আরও ভাল দেখাবে এবং আরও স্বাস্থ্যকর হবে, যদি আমরা সকলে সেগুলো পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার জন্য আমাদের ভূমিকা পালন করি।

কিছু পরিবারের ওপরে উল্লেখিত গৃহস্থালীর কাজকর্মের কেবল যে এক কার্যক্রম রয়েছে তাই নয় কিন্তু সেইসঙ্গে তারা সেগুলো একটা কাগজে লিখে এমন জায়গায় টাঙিয়ে রাখে, যাতে পরিবারের সকলে সেটা দেখতে ও মেনে চলতে পারে।। এটা ভাল ফলাফল নিয়ে আসতে পারে। অবশ্য, আপনার পরিষ্কার-পরিচ্ছন্নতা সম্বন্ধে যতটা জানা উচিত সেগুলোর সমস্তকিছু আমরা অন্তর্ভুক্ত করিনি। উদাহরণস্বরূপ, আপনাকে স্থির করতে হবে যে, পরিষ্কার-পরিচ্ছন্নের কোন দ্রব্যগুলো আপনার এলাকায় সবচেয়ে বেশি উপযুক্ত এবং আপনার সামর্থ্য অনুযায়ী আপনি কোন ধরনের সরঞ্জামাদি এবং যন্ত্রপাতি পেতে পারেন।

কোনো সন্দেহ নেই যে, এই সংক্ষিপ্ত পরামর্শ পুরো পরিবারকে আপনার গৃহ ও আপনার পরিবেশ রক্ষণাবেক্ষণ করার প্রয়োজনীয়তা সম্বন্ধে সচেতন করবে। মনে রাখবেন যে, একটা গৃহ এবং এর চারদিক পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা আপনার আর্থিক অবস্থার ওপর নয় কিন্তু আপনার মনোভাবের ওপর নির্ভর করে।

[২২, ২৩ পৃষ্ঠার বাক্স]

গৃহ পরিষ্কার-পরিচ্ছন্ন করার এক ব্যবহারিক কার্যক্রম

তালিকায় আপনার নিজস্ব বিষয়গুলো যোগ করার জন্য ফাঁকা জায়গাগুলো ব্যবহার করুন

গুরুত্বপূর্ণ নোট: পরিষ্কার করার জিনিসগুলোকে মিশিয়ে ফেলা খুবই বিপদজনক, বিশেষ করে আ্যমোনিয়ার সঙ্গে ব্লিচ মেশানো

প্রতিদিন

শোবার ঘর: বিছানাপত্র গুছিয়ে রাখুন এবং জিনিসপত্র ঠিক জায়গায় রাখুন

রান্নাঘর: বাসনপত্র ধোন ও সিঙ্ক পরিষ্কার করুন। রান্না করার জায়গা ও টেবিলগুলো পরিষ্কার-পরিচ্ছন্ন রাখুন। প্রয়োজনে মেঝে ঝাড় দিন অথবা মুছুন

বাথরুম: সিঙ্ক এবং টয়লেট পরিষ্কার করুন। জিনিসপত্র ঠিক জায়গায় রাখুন

বসার ঘর ও অন্যান্য ঘর: জিনিসপত্র ঠিক জায়গায় রাখুন। আসবাবপত্র হালকাভাবে পরিষ্কার করুন। প্রয়োজনে মেঝে ঝাড় দিন, মুছুন অথবা ভ্যাকুয়াম করুন

পুরো ঘর: ঠিকমতো জঞ্জালগুলো ফেলে দিন

সপ্তাহে

শোবার ঘর: বিছানার চাদর পালটান। প্রয়োজন হলে মেঝে ঝাড় দিন, মুছুন অথবা ভ্যাকুয়াম করুন। আসবাবপত্রের ধুলো ঝাড়ুন

রান্নাঘর: স্টোভ, রান্না করার জায়গা এবং সিঙ্কের কল ও পাইপ পরিষ্কার করুন। মেঝেটা মুছুন

বাথরুম: ভিজে যাওয়া দেওয়াল আর টাব ও সিঙ্ক পরিষ্কার করুন। টয়লেট, ক্যাবিনেট এবং অন্যান্য জায়গা জীবাণুনাশক দ্রব্য দিয়ে পরিষ্কার করুন। তোয়ালেগুলো পালটান। মেঝে ঝাড় দিন অথবা মুছুন

মাসে

বাথরুম: সমস্ত দেওয়াল ভাল করে পরিষ্কার করুন।

পুরো ঘর: দরজাগুলোর ফ্রেম পরিষ্কার করুন। গদিগুলো ভ্যাকুয়াম করুন অথবা ভাল করে পরিষ্কার করুন

বাগান, উঠোন, গ্যারেজ: যদি প্রয়োজন হয়, তা হলে ঝাড় দিন ও পরিষ্কার করুন। আবর্জনা অথবা অপ্রয়োজনীয় জিনিসপত্র জমা হতে দেওয়া এড়িয়ে চলুন

ছয় মাস অন্তর অন্তর

শোবার ঘর: প্রস্তুতকারকের নির্দেশমতো বিছানা ঢাকার চাদরগুলো পরিষ্কার করুন

রান্নাঘর: খালি করে ভালভাবে রেফ্রিজারেটার পরিষ্কার করুন

বাথরুম: তাক ও ড্রয়ারগুলো খালি করে পরিষ্কার করুন। অপ্রয়োজনীয় অথবা অব্যবহারিক জিনিসপত্র ফেলে দিন

পুরো ঘর: ল্যাম্প, পাখা এবং লাইট লাগানোর জায়গাগুলো পরিষ্কার করুন। দরজাগুলো পরিষ্কার করুন। জানালার আবরণ, জানালা এবং জানালার ফ্রেমগুলো পরিষ্কার করুন

বছরে

শোবার ঘর: ক্লজিটগুলো খালি করে ভালভাবে পরিষ্কার করুন। অপ্রয়োজনীয় জিনিসপত্র ফেলে দিন। কম্বলগুলো ধুয়ে রাখুন। তোষকগুলো ভ্যাকুয়াম করুন অথবা ভাল করে ঝাড়ুন। প্রস্তুতকারকের নির্দেশমতো বালিশগুলো পরিষ্কার করুন

রান্নাঘর: তাক, আলমারি ও ড্রয়ারগুলো খালি করে ভালভাবে পরিষ্কার করুন। অপ্রয়োজনীয় জিনিসপত্র ফেলে দিন। জিনিসপত্র সরান, যাতে আপনি সেগুলোর তলা অথবা মেঝে পরিষ্কার করতে পারেন

পুরো ঘর: সমস্ত দেওয়াল ধুয়ে ফেলুন। প্রস্তুতকারকের নির্দেশমতো গদি এবং পর্দাগুলো পরিষ্কার করুন

গ্যারেজ অথবা গুদামঘর: ভাল করে ঝাড়ু দিন। অপ্রয়োজনীয় জিনিসগুলো গুছিয়ে রাখুন অথবা ফেলে দিন

[২৪ পৃষ্ঠার চিত্রগুলো]

“প্রত্যেকটা জিনিসের একটা নির্ধারিত জায়গা থাকা এবং সেগুলোকে নির্ধারিত জায়গায় রাখা উচিত”

[২৪ পৃষ্ঠার চিত্রগুলো]

এটা হয়তো যে-জিনিসগুলো আপনি আর ব্যবহার করেন না, সেগুলোকে ফেলে দিতে সাহায্য করে