সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

বিশ্ব নিরীক্ষা | পারস্পরিক সম্পর্ক

পারস্পরিক সম্পর্ক সম্বন্ধে উল্লেখযোগ্য বিষয়

পারস্পরিক সম্পর্ক সম্বন্ধে উল্লেখযোগ্য বিষয়

পারস্পরিক সম্পর্ক সম্বন্ধে কিছু জানার থাকলে নির্দেশনার জন্য বাইবেল কী বলে, তা কি আপনি সবচেয়ে প্রথমে অনুসন্ধান করেন, না সবচেয়ে শেষে? বাইবেলের প্রাচীন প্রজ্ঞা কীভাবে সাম্প্রতিক গবেষণার চেয়ে মহৎ, আসুন আমরা তা বিবেচনা করি।

ভারত

দু-হাজার চোদ্দো সালের একটা সমীক্ষা অনুযায়ী, ১৮ থেকে ২৫ বছর বয়সি যুবক-যুবতীদের মধ্যে ৬১ শতাংশ মনে করে, বিয়ের আগে যৌন সম্পর্ক করা “ভারতে আর ততটা গুরুতর বিষয় নয়।” মুম্বইয়ের একজন ডাক্তার হিন্দুস্থান টাইমস (ইংরেজি) সংবাদপত্রে নিজের মতামত জানিয়ে বলেন, “সম্পর্কস্থাপন করার সময় যুবক-যুবতীরা এই বিষয়টা চিন্তা করে না যে, পরে তারা বিয়ে করবে। এক রাতের অথবা অল্প কিছু দিনের সম্পর্কের জন্য কিংবা বিয়ে না করে একসঙ্গে থাকার জন্য কোনো প্রতিশ্রুতি দেওয়ার প্রয়োজন নেই।”

চিন্তা করার মতো বিষয়: যৌনবাহিত রোগ এবং মানসিক আঘাত কি বেশিরভাগ বিবাহপূর্ব যৌন সম্পর্কের ফলে হয়, না কি বিবাহের পর যৌন সম্পর্ক করার ফলে হয়?—১ করিন্থীয় ৬:১৮.

ডেনমার্ক

লক্ষ করা গিয়েছে, যারা পরিবারের সদস্যদের সঙ্গে প্রায়ই ঝগড়া করে, তাদের ৩৫ থেকে ৫০ বছর বয়সের মধ্যে মৃত্যু ঘটার সম্ভাবনা দ্বিগুণ বেড়ে যায়। কোপেনহেগেন বিশ্ববিদ্যালয়ের গবেষকরা ১১ বছরেরও বেশি সময় ধরে এই বয়সের প্রায় ১০,০০০ জন ব্যক্তির গতিবিধি লক্ষ্য করেছেন। তারা দেখেছেন, যারা ঘনিষ্ঠ ব্যক্তিদের সঙ্গে বেশি ঝগড়া করে, তাদের অকালমৃত্যুর সম্ভাবনা বেশি থাকে। এই বিষয়ে একজন লেখিকা বলেন, “অকালমৃত্যুর হার কমানোর একটা গুরুত্বপূর্ণ উপায় হতে পারে,” দুশ্চিন্তা কাটিয়ে ওঠা, দাবি পূরণ করা এবং ঝগড়াঝাঁটি মিটমাট করা।

বাইবেল বলে: “বুদ্ধিমান লোক নিজেকে দমনে রেখে কথা বলে; যে লোকের বিচারবুদ্ধি আছে তার মেজাজ ঠাণ্ডা।”—হিতোপদেশ ১৭:২৭, বাংলা কমন ল্যাঙ্গুয়েজ ভারশন।

যুক্তরাষ্ট্র

সম্প্রতি লুইজিয়ানায় ১,১২৮ জন নববিবাহিত ব্যক্তির উপর সমীক্ষা করে দেখা গিয়েছে, বিয়ের আগে মেলামেশা করার সময় যাদের সম্পর্ক ভেঙে যায় এবং পুনরায় জোড়া লাগে, বিয়ের প্রথম পাঁচ বছরে তাদের মধ্যে আলাদা হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। তাদের মধ্যে ঝগড়া করার প্রবণতা দেখা যায় এবং তারা তুলনামূলকভাবে কম সুখী হয়।

বাইবেল বলে: “ঈশ্বর [বিবাহের মাধ্যমে] যাহার যোগ করিয়া দিয়াছেন, মনুষ্য তাহার বিয়োগ না করুক।”—মথি ১৯:৬. (g16-E No. 2)