সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

কয়েক জন অল্পবয়সির শোকের অভিজ্ঞতা

কয়েক জন অল্পবয়সির শোকের অভিজ্ঞতা

তুমি কি তোমার পরিবারের কাউকে মৃত্যুতে হারিয়েছ? যদি তা-ই হয়, তা হলে কীভাবে তুমি এই শোক কাটিয়ে উঠতে পার? লক্ষ করো, কীভাবে বাইবেল তিন জন অল্পবয়সিকে এই ধরনের প্রতিদ্বন্দ্বিতা কাটিয়ে উঠতে সাহায্য করেছিল।

ড্যামি

ড্যামি

প্রথমে মনে হয়েছিল এটা সাধারণ মাথাব্যথা। কিন্তু বাবার মাথাব্যথা বাড়তে থাকায় মা অ্যাম্বুলেন্স ডাকে। আমার এখনও মনে আছে, হাসপাতালের চিকিৎসকরা বাবাকে নিয়ে চলে যাচ্ছে। আমি একটুও বুঝতে পারিনি, বাবার সঙ্গে সেটাই আমার শেষ দেখা। তিন দিন পর বাবা মস্তিষ্কে রক্তক্ষরণের ফলে মারা যায়। তখন আমার বয়স মাত্র ছয় বছর।

অনেক বছর পর্যন্ত আমার মনে হয়েছিল, বাবার মৃত্যুর জন্য আমিই দায়ী। হাসপাতালের চিকিৎসকরা আমার বাবাকে নিয়ে চলে যাওয়ার দৃশ্যটা বার বার আমার চোখের সামনে ভেসে ওঠে আর আমি নিজেকে জিজ্ঞেস করি: ‘কেন আমি চুপ করে দাঁড়িয়েছিলাম? কেন আমি কিছু করিনি?’ আমি যখন বয়স্ক অসুস্থ ব্যক্তিদের দেখি, তখন ভাবি ‘এই ব্যক্তিরা তো বেঁচে আছে, তা হলে আমার বাবা কেন মারা গেল?’ পরে, আমার মা আমাকে সাহায্য করেছিল এবং আমি তার কাছে নিজের অনুভূতি প্রকাশ করেছিলাম। আর যিহোবার সাক্ষি হিসেবে আমরা মণ্ডলীর কাছ থেকে অনেক সাহায্য লাভ করেছি।

কেউ কেউ মনে করে, যখন দুঃখজনক ঘটনা ঘটে, তখন কষ্ট হয় আর পরে সব ঠিক হয়ে যায়। কিন্তু, আমার ক্ষেত্রে তেমনটা হয়নি। কিশোর বয়সে পা দেওয়ার আগে পর্যন্ত আমি সেভাবে কষ্ট প্রকাশ করিনি।

যে-অল্পবয়সিরা মৃত্যুতে তাদের বাবা কিংবা মাকে হারিয়েছে, তাদের বলতে চাই, “তোমার অনুভূতি সম্বন্ধে কারো সঙ্গে কথা বলো। তুমি যত তাড়াতাড়ি তা করবে, তোমার জন্য তত ভালো হবে।”

আসলে, জীবনের গুরুত্বপূর্ণ মুহূর্তগুলোতে বাবাকে পাশে না পাওয়ার অনুভূতি খুবই কষ্টকর। কিন্তু আমি প্রকাশিত বাক্য ২১:৪ পদে বাইবেলের এই প্রতিজ্ঞা থেকে সান্ত্বনা লাভ করেছি যে, ঈশ্বর শীঘ্র “[আমাদের] সমস্ত নেত্রজল মুছাইয়া দিবেন; এবং মৃত্যু আর হইবে না; শোক বা আর্ত্তনাদ বা ব্যথাও আর হইবে না।”

ডেরিক

ডেরিক

আমার মনে পড়ে, আমি বাবার সঙ্গে মাছ ধরতে যেতাম আর পাহাড়ে ক্যাম্প করতাম। বাবা পাহাড়পর্বত খুব ভালোবাসত।

বাবা বেশ কিছু সময় ধরে হৃদরোগে ভুগছিল; আমার মনে পড়ে, ছোটোবেলায় আমি বাবাকে দেখতে দু-এক বার হাসপাতালে গিয়েছিলাম। কিন্তু, তখন আমি বুঝতে পারিনি তার অসুখ কতটা গুরুতর ছিল। আমার বয়স যখন নয় বছর, তখন বাবা মারা যায়।

বাবা মারা যাওয়ার পর আমি শুধু কেঁদেছিলাম। আমার যেন দম বন্ধ হয়ে আসছিল, কারো সঙ্গে কথা বলতে ভালো লাগত না। সারা জীবনে এত খারাপ অভিজ্ঞতা আর কখনো হয়নি, আমি কোনো কিছুতেই মনোযোগ দিতে পারতাম না। আমি গির্জার যে-যুব দলের সদস্য ছিলাম, তারা প্রথম প্রথম আমার প্রতি সমবেদনা দেখিয়েছিল কিন্তু পরে সবাই ভুলে গিয়েছিল। তারা বলত, “তোমার বাবার সময় হয়ে গিয়েছিল” কিংবা “ঈশ্বর তাকে নিজের কাছে ডেকে নিয়েছেন” অথবা “তিনি এখন স্বর্গে।” আমি কখনোই এই উত্তরগুলোতে সন্তুষ্ট হইনি কিন্তু এই বিষয়ে বাইবেল আসলে কী বলে, সেটা নিয়ে আমার কোনো ধারণা ছিল না।

এরপর, আমার মা যিহোবার সাক্ষিদের সঙ্গে বাইবেল অধ্যয়ন করতে শুরু করে। পরে দাদা ও আমি অধ্যয়নে যোগ দিই। আমরা মৃতদের অবস্থা ও সেইসঙ্গে পুনরুত্থানের বিষয়ে ঈশ্বরের সান্ত্বনাদায়ক প্রতিজ্ঞা সম্বন্ধে জানতে পারি। (যোহন ৫:২৮, ২৯) কিন্তু যে-শাস্ত্রপদ আমাকে সবচেয়ে বেশি সাহায্য করেছে, সেটা হল যিশাইয় ৪১:১০ পদ। সেখানে ঈশ্বর বলেছেন: “ভয় করিও না, কারণ আমি তোমার সঙ্গে সঙ্গে আছি; ব্যাকুল হইও না, কারণ আমি তোমার ঈশ্বর; আমি তোমাকে পরাক্রম দিব; আমি তোমার সাহায্য করিব।” যিহোবা যে আমার সঙ্গে সঙ্গে আছেন, তা জানা শোকের মুহূর্তে প্রচুর সান্ত্বনা জুগিয়েছিল আর এখনও জোগাচ্ছে।

জেনি

জেনি

আমার যখন সাত বছর বয়স, তখন আমার মা ক্যান্সারে মারা যায়। সেই দিনটা যেন একটা দুঃস্বপ্নের মতো ছিল। মনে আছে, মা বাড়িতেই মারা গিয়েছিল আর আমার দাদু-দিদিমাও সেখানে ছিলেন। কেউ কোনো কথা বলছিল না। রাতে ডিম রান্না হয়েছিল। সেই দুঃস্বপ্ন যেন ক্রমেই আমাকে গ্রাস করছিল।

তখন বোনের কথা ভেবে মনে হয়েছিল, আমার ভেঙে পড়লে চলবে না, তাই আমি নিজের আবেগ প্রকাশ করিনি। এই ধরনের অনুভূতি বহুদিন আমার মধ্যে গেঁথে ছিল। এমনকী এখনও আমার মধ্যে বেদনাদায়ক অনুভূতিগুলো চেপে রাখার প্রবণতা রয়েছে, যদিও তা করা স্বাস্থ্যের পক্ষে ভালো নয়।

যিহোবার সাক্ষিদের স্থানীয় মণ্ডলীর কাছ থেকে আমরা যে-প্রেম ও সমর্থন লাভ করেছিলাম, তা আমার এখনও মনে আছে। যদিও সেই সময় আমরা কিংডম হলের সভায় যোগ দিতে শুরু করেছিলাম কিন্তু সবাই আমাদের সাহায্য করার জন্য এগিয়ে এসেছিল, যেন তারা আমাদের বহুদিন ধরে চেনে। আমার মনে হয়, সেই বছর বাবাকে রাতের খাবার রান্নাই করতে হয়নি, কারণ কেউ-না-কেউ ঠিক খাবার এনে দিত।

আমি গীতসংহিতা ২৫:১৬, ১৭ পদ সবসময় মনে রাখি। সেখানে গীতরচক ঈশ্বরের কাছে অনুরোধ করছেন: “আমার প্রতি ফির, আমার প্রতি কৃপা কর, কেননা আমি একাকী ও দুঃখী। আমার অন্তঃকরণের যন্ত্রণা বাড়িয়াছে, আমার কষ্ট সকল হইতে আমাকে নিস্তার কর।” এটা জেনে আমি অনেক সান্ত্বনা পেয়েছি যে, দুঃখের সময় আমি একা নই। ঈশ্বর আমার সঙ্গে রয়েছেন। বাইবেলের সাহায্যে আমি জীবনের পথে এগিয়ে যেতে পেরেছি আর ইতিবাচক বিষয়গুলো, যেমন পুনরুত্থান সম্বন্ধে বাইবেলের সান্ত্বনাদায়ক প্রতিজ্ঞার উপর দৃষ্টি নিবদ্ধ রাখতে পেরেছি। আমার আশা, আমি মাকে আবারও দেখতে পাব আর তাকে ভালোভাবে জানতে পারব, যখন সে সুস্থ শরীরে এক পরমদেশ পৃথিবীতে বেঁচে উঠবে।—২ পিতর ৩:১৩.

তুমি কি শোকার্তদের প্রতি বাইবেলের সান্ত্বনাদায়ক বার্তার বিষয়ে আরও জানতে চাও? আপনার প্রিয়জন যখন মারা যায় (ইংরেজি) নামক ব্রোশারটা বিনা মূল্যে ডাউনলোড করো। এর জন্য www.jw.org-এ গিয়ে PUBLICATIONS > BOOKS & BROCHURES-এর অধীনে দেখো।