সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

ঘৃণার চক্র থেকে বেরিয়ে আসা

২ | প্রতিশোধ নেবেন না

২ | প্রতিশোধ নেবেন না

বাইবেলের শিক্ষা:

‘মন্দের পরিশোধে কারো মন্দ কোরো না। . . . যতটা সম্ভব, সমস্ত মানুষের সঙ্গে শান্তিতে বাস করার জন্য তোমাদের সর্বোত্তমটা করো। . . . তোমরা নিজেরা প্রতিশোধ নিয়ো না, . . . কারণ লেখা আছে: “যিহোবা বলেন, ‘প্রতিশোধ নেওয়া আমারই কাজ; আমিই প্রতিফল দেব।’”’রোমীয় ১২:১৭-১৯.

এর অর্থ:

কেউ যখন আমাদের সঙ্গে অন্যায় আচরণ করে, তখন রেগে যাওয়া যদিও স্বাভাবিক কিন্তু তারপরও ঈশ্বর চান না, আমরা প্রতিশোধ নিই। এর পরিবর্তে, তিনি চান আমরা যেন ধৈর্য ধরে অপেক্ষা করি কারণ তিনি খুব শীঘ্রই অন্যায় ও অবিচার শেষ করে দেবেন।—গীতসংহিতা ৩৭:৭, ১০.

আপনি যা করতে পারেন:

অসিদ্ধ মানুষ হিসেবে আমরা যখন প্রতিশোধ নিই, তখন ঘৃণা আরও বাড়তে থাকে। তাই, প্রতিশোধ নেবেন না, যদিও কেউ আপনাকে বিরক্ত করে কিংবা আপনার সঙ্গে খারাপ ব্যবহার করে। নিজেকে শান্ত রাখার চেষ্টা করুন এবং নিজের অনুভূতিকে নিয়ন্ত্রণ করুন। কোনো কোনো ক্ষেত্রে যা হয়েছে, তা ভুলে যাওয়াই সবচেয়ে ভালো হতে পারে। (হিতোপদেশ ১৯:১১) আবার অন্য দিকে, সেটা কাউকে জানালে ভালো হতে পারে। যেমন, আপনি যদি কোনো অপরাধের শিকার হয়ে থাকেন, তা হলে পুলিশের কাছে কিংবা অন্য কোনো আধিকারিকের কাছে তা জানাতে পারেন।

প্রতিশোধ নিলে নিজেরই ক্ষতি হবে

কিন্তু, যদি শান্ত থেকে সমস্ত উপায় কাজে লাগিয়ে দেখার পরও কোনোভাবেই সেই সমস্যাটা সমাধান করা না যায়, তা হলে? তখনও প্রতিশোধ নেবেন না কারণ সেটা পরিস্থিতি আরও খারাপ করে দিতে পারে। তবে আপনি যদি প্রতিশোধ নেওয়া এড়িয়ে যান, তা হলে ঘৃণার চক্র থেকে বেরিয়ে আসতে পারবেন। ঈশ্বর যে-উপায়ে সমস্যাগুলো সমাধান করেন, আপনি সেটার উপর নির্ভর করা শিখতে পারবেন। ‘তাঁহাতে নির্ভর করুন, তিনিই কার্য্য সাধন করিবেন।’—গীতসংহিতা ৩৭:৩-৫.