সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

যেভাবে প্রার্থনা আপনাকে সাহায্য করতে পারে

যেভাবে প্রার্থনা আপনাকে সাহায্য করতে পারে

পামেলা নামে একজন মহিলা গুরুতর অসুস্থ হয়ে পড়ায় চেয়েছিলেন যেন তার ভালো জায়গায় চিকিৎসা হয়। একইসঙ্গে, তিনি ঈশ্বরের কাছে শক্তি চেয়ে প্রার্থনাও করেছিলেন, যেন এই পরিস্থিতিতে ধৈর্য ধরতে পারেন। প্রার্থনা কি তাকে সাহায্য করেছিল?

পামেলা ব্যাখ্যা করেন, ‘ক্যান্সারের চিকিৎসা চলাকালীন আমি প্রায়ই আতঙ্কের মধ্যে থাকতাম। কিন্তু, আমি যখন যিহোবা ঈশ্বরের কাছে প্রার্থনা করি, তখন মনের শান্তি লাভ করি এবং আমার ভয় কেটে যায়। এখনও আমি প্রচণ্ড ব্যথায় কষ্ট পাচ্ছি, তবে প্রার্থনা আমাকে ইতিবাচক দৃষ্টিভঙ্গি বজায় রাখতে সাহায্য করে। লোকেরা যখন জানতে চায়, আমি কেমন আছি, তখন আমি তাদের বলি, যদিও আমার শরীর ভালো নেই কিন্তু আমি খুশি আছি।’

তবে, আমরা যে কেবলমাত্র গুরুতর অসুস্থতার সময়েই প্রার্থনা করব, এমন নয়। আমরা প্রত্যেকেই ছোটো কিংবা বড়ো বিভিন্ন সমস্যার মুখোমুখি হই আর আমরা প্রায়ই অনুভব করি, এই সমস্যা মোকাবিলা করার জন্য সাহায্যের প্রয়োজন। প্রার্থনা কি সাহায্য করতে পারে?

বাইবেল বলে: “তুমি সদাপ্রভুতে আপনার ভার অর্পণ কর; তিনিই তোমাকে ধরিয়া রাখিবেন, কখনও ধার্ম্মিককে বিচলিত হইতে দিবেন না।” (গীতসংহিতা ৫৫:২২) কতই-না সান্ত্বনাদায়ক এক বাক্য! তা হলে, প্রার্থনা কীভাবে আমাদের সাহায্য করতে পারে? আপনি যখন ঈশ্বরের কাছে সঠিক উপায়ে প্রার্থনা করবেন, তখন তিনি আপনাকে আপনার সমস্যাগুলোর সঙ্গে মোকাবিলা করতে প্রয়োজনীয় সাহায্য প্রদান করবেন।—“ প্রার্থনা করলে আপনি যা পেতে পারেন” শিরোনামের বাক্সটা দেখুন।