সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

ঈশ্বরের রাজ্য সম্বন্ধে সত্য

ঈশ্বরের রাজ্য সম্বন্ধে সত্য

যিশু তাঁর অনুসারীদের এভাবে প্রার্থনা করতে শিখিয়েছিলেন: “হে আমাদের স্বর্গস্থ পিতঃ, তোমার নাম পবিত্র বলিয়া মান্য হউক, তোমার রাজ্য আইসুক, তোমার ইচ্ছা সিদ্ধ হউক, যেমন স্বর্গে তেমনি পৃথিবীতেও হউক।” (মথি ৬:৯, ১০) ঈশ্বরের রাজ্য কী? এই রাজ্য কী সম্পাদন করে? আর কেন আমাদের এই রাজ্যের জন্য প্রার্থনা করা উচিত?

যিশু হলেন ঈশ্বরের রাজ্যের রাজা।

লূক ১:৩১-৩৩: “তাঁহার নাম যীশু রাখিবে। তিনি মহান্‌ হইবেন, আর তাঁহাকে পরাৎপরের পুত্ত্র বলা যাইবে; আর প্রভু ঈশ্বর তাঁহার পিতা দায়ূদের সিংহাসন তাঁহাকে দিবেন; তিনি যাকোব-কুলের উপরে যুগে যুগে রাজত্ব করিবেন, ও তাঁহার রাজ্যের শেষ হইবে না।”

রাজ্যই ছিল যিশুর প্রচারের মূল বিষয়।

মথি ৯:৩৫: “যীশু সমস্ত নগরে ও গ্রামে ভ্রমণ করিতে লাগিলেন; তিনি লোকদের সমাজ-গৃহে উপদেশ দিলেন ও রাজ্যের সুসমাচার প্রচার করিলেন, এবং সর্ব্বপ্রকার রোগ ও সর্ব্বপ্রকার ব্যাধি আরোগ্য করিলেন।”

কখন সেই রাজ্য আসবে, তা বুঝতে সাহায্য করার জন্য যিশু তাঁর শিষ্যদের একটা চিহ্ন দিয়েছিলেন।

মথি ২৪:৭: “কারণ জাতির বিপক্ষে জাতি ও রাজ্যের বিপক্ষে রাজ্য উঠিবে, এবং স্থানে স্থানে দুর্ভিক্ষ ও ভূমিকম্প হইবে।”

যিশুর শিষ্যরা এখন পৃথিবীব্যাপী এই রাজ্য সম্বন্ধে প্রচার করে।

মথি ২৪:১৪: “আর সর্ব্ব জাতির কাছে সাক্ষ্য দিবার নিমিত্ত রাজ্যের এই সুসমাচার সমুদয় জগতে প্রচার করা যাইবে; আর তখন শেষ উপস্থিত হইবে।”