সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

যিহোবার সমবেদনা অনুকরণ করুন

যিহোবার সমবেদনা অনুকরণ করুন

“যিহোবা, যিহোবা, করুণাময় ও সমবেদনাময় ঈশ্বর।”​—যাত্রা. ৩৪:৬.

গান সংখ্যা: ১৮, ১২

১. যিহোবা কীভাবে মোশির কাছে নিজেকে প্রকাশ করেছিলেন আর কেন এটা গুরুত্বপূর্ণ?

একবার ঈশ্বর নিজের নাম এবং নিজের কয়েকটা গুণ সম্বন্ধে ঘোষণা করার মাধ্যমে মোশির কাছে নিজেকে প্রকাশ করেছিলেন। সেইসময়, যিহোবা নিজের শক্তি অথবা প্রজ্ঞার উপর জোর দিতে পারতেন কিন্তু এর পরিবর্তে, তিনি প্রথমে তাঁর করুণা ও সমবেদনার বিষয়ে উল্লেখ করেছিলেন। বাইবেল বলে: “যিহোবা তার সামনে দিয়ে গমন করলেন এবং এই ঘোষণা করলেন, ‘যিহোবা, যিহোবা, করুণাময় ও সমবেদনাময় ঈশ্বর, ক্রোধে ধীর এবং অনুগত প্রেমে ও সত্যে মহান।’” (যাত্রা. ৩৪:৫-৭, NW) মোশির এটা জানার প্রয়োজন ছিল যে, যিহোবা তাকে সাহায্য করবেন কি না। (যাত্রা. ৩৩:১৩) তাই, যিহোবা এমন গুণাবলির উপর জোর দিয়েছিলেন, যেগুলো দেখায় যে, তিনি সত্যিই তাঁর দাসদের সাহায্য করতে চান। যিহোবা যে আমাদের জন্য এত চিন্তা করেন, এই বিষয়টা জেনে আপনি কেমন অনুভব করেন? এই প্রবন্ধে সমবেদনা গুণটার উপর মনোযোগ কেন্দ্রীভূত করা হবে, যেটার অর্থ হল অন্যদের কষ্টের প্রতি সহানুভূতি দেখানো এবং তাদের সাহায্য করার আকাঙ্ক্ষা পোষণ করা।

২, ৩. (ক) কেন এটা খুবই স্বাভাবিক যে, মানুষ অন্যদের প্রতি সমবেদনা অনুভব করে? (খ) বাইবেল সমবেদনা সম্বন্ধে যা বলে, সেই বিষয়ে কেন আপনার আগ্রহী হওয়া উচিত?

যিহোবা হলেন সমবেদনাময় ঈশ্বর এবং তিনি মানুষকে তাঁর প্রতিমূর্তিতে সৃষ্টি করেছেন। তাই, স্বাভাবিকভাবেই মানুষ অন্যদের জন্য চিন্তা করে। এমনকী যারা যিহোবাকে জানে না, তারাও প্রায়ই সমবেদনা দেখিয়ে থাকে। (আদি. ১:২৭) বাইবেলে আমরা এমন অনেক ব্যক্তির বিবরণ পাই, যারা সমবেদনা দেখিয়েছিল। উদাহরণ স্বরূপ, একটা বিবরণ বিবেচনা করুন। একবার, শলোমন একটি শিশুর বিষয়ে জানতে চেয়েছিলেন যে, দু-জন মহিলার মধ্যে কে সেই শিশুর মা। তাদের পরীক্ষা করার জন্য তিনি আজ্ঞা দিয়েছিলেন যেন সেই শিশুটিকে কেটে দু-খণ্ড করা হয়। সেটা শুনে সেই শিশুর প্রকৃত মা তার জন্য গভীর স্নেহ বা সমবেদনা অনুভব করেছিলেন আর তাই তিনি রাজার কাছে অনুরোধ করেছিলেন যেন তিনি সেই শিশুটিকে অপর মহিলাকে দিয়ে দেন। (১ রাজা. ৩:২৩-২৭) সমবেদনা দেখানোর বিষয়ে আরেকটা বিবরণ বিবেচনা করুন। ফরৌণের কন্যা যখন ছোট্ট মোশিকে খুঁজে পেয়েছিলেন, তখন তিনি বুঝতে পেরেছিলেন যে, সেই শিশুটি আসলে ইব্রীয় আর তাকে মেরে ফেলা উচিত। কিন্তু, ‘তিনি তাহার প্রতি সদয় হইয়াছিলেন’ বা সমবেদনা দেখিয়েছিলেন এবং তাকে নিজের ছেলে হিসেবে মানুষ করার সিদ্ধান্ত নিয়েছিলেন।—যাত্রা. ২:৫, ৬.

কেন আমাদের সমবেদনা সম্বন্ধে আরও বেশি জানা উচিত? কারণ যিহোবা চান যেন আমরা তাঁকে অনুকরণ করি। (ইফি. ৫:১) আমাদের সমবেদনাময় হওয়ার জন্য সৃষ্টি করা হয়েছিল। কিন্তু, যেহেতু আমরা অসিদ্ধ, তাই আমাদের মধ্যে স্বার্থপর হওয়ার প্রবণতা রয়েছে। কখনো কখনো আমাদের জন্য হয়তো এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া সহজ হয় না যে, আমরা অন্যদের সাহায্য করব, না কি নিজেদের উপর মনোযোগ কেন্দ্রীভূত করব। কী আমাদের অন্যদের প্রতি আরও বেশি আগ্রহ দেখানোর জন্য সাহায্য করতে পারে? প্রথমে আসুন আমরা পরীক্ষা করে দেখি, কীভাবে যিহোবা ও অন্যেরা সমবেদনা দেখিয়েছেন। এরপর আমরা দেখব, কীভাবে আমরা ঈশ্বরের সমবেদনা অনুকরণ করতে পারি এবং কেন তা করা আমাদের জন্য উত্তম।

যিহোবা—সমবেদনা দেখানোর বিষয়ে সবচেয়ে নিখুঁত উদাহরণ

৪. (ক) কেন যিহোবা সদোমে স্বর্গদূতদের পাঠিয়েছিলেন? (খ) লোটের পরিবারের অভিজ্ঞতা থেকে আমরা কী শিখতে পারি?

বাইবেলে যিহোবার সমবেদনার বিষয়ে অনেক উদাহরণ রয়েছে। উদাহরণ স্বরূপ, তিনি লোটের জন্য যা করেছিলেন, তা নিয়ে চিন্তা করুন। লোট একজন ধার্মিক ব্যক্তি ছিলেন আর তিনি সদোম ও ঘমোরার অনৈতিক লোকেদের কারণে “ক্লিষ্ট হইতেন।” সেই লোকেদের ঈশ্বরের প্রতি কোনো সম্মান ছিল না আর তাই যিহোবা সিদ্ধান্ত নিয়েছিলেন, তারা মৃত্যুর যোগ্য। (২ পিতর ২:৭, ৮) যিহোবা স্বর্গদূতদের পাঠিয়ে লোটকে বলেছিলেন যে, সদোম ও ঘমোরা নগর ধ্বংস হতে চলেছে এবং লোটকে সেখান থেকে পালিয়ে যেতে হবে। বাইবেল বলে: “কিন্তু [লোট] ইতস্ততঃ করিতে লাগিলেন; তাহাতে তাঁহার প্রতি সদাপ্রভুর স্নেহ” বা সমবেদনা “প্রযুক্ত সেই [স্বর্গদূতেরা] তাঁহার ও তাঁহার স্ত্রীর ও কন্যা দুইটীর হস্ত ধরিয়া নগরের বাহিরে লইয়া রাখিলেন।” (আদি. ১৯:১৬) ঠিক যেমন প্রভু যিহোবা লোটের পরিস্থিতি বুঝেছিলেন, তেমনই আমরা এই বিষয়ে নিশ্চিত থাকতে পারি, আমরা যেকোনো সমস্যাই ভোগ করি না কেন, তিনি আমাদের পরিস্থিতি বোঝেন।—যিশা. ৬৩:৭-৯; যাকোব ৫:১১; ২ পিতর ২:৯.

৫. করুণা বা সমবেদনা দেখানোর বিষয়ে ঈশ্বরের বাক্য আমাদের কী শিক্ষা দেয়?

এ ছাড়া, যিহোবা তাঁর লোকেদেরও সমবেদনা দেখাতে শিখিয়েছেন। ইস্রায়েলীয়দের দেওয়া তাঁর একটা আইনের বিষয়ে চিন্তা করুন। যদি কোনো ব্যক্তি কারো কাছ থেকে ঋণ নিতেন, তা হলে ঋণদাতা সেই ব্যক্তির পোশাক বন্ধক হিসেবে রাখতে পারতেন। (পড়ুন, যাত্রাপুস্তক ২২:২৬, ২৭.) কিন্তু, ঋণদাতাকে সূর্যাস্তের আগেই সেই ব্যক্তিকে তার পোশাক ফিরিয়ে দিতে হতো, যাতে তিনি রাতের বেলায় উষ্ণ থাকতে পারেন। কোনো ব্যক্তি যদি কৃপাবান বা সমবেদনাময় না হতেন, তা হলে তিনি হয়তো সেই পোশাক ফিরিয়ে দিতে চাইতেন না। কিন্তু, যিহোবা তাঁর লোকেদের সমবেদনাময় হতে শিখিয়েছিলেন। এই আইনের পিছনে থাকা নীতিটা আমাদের কী শিক্ষা দেয়? কখনো কোনো সহখ্রিস্টানের প্রয়োজনকে উপেক্ষা করবেন না। যখন আমাদের এমন কোনো ভাই বা বোনকে সাহায্য করার ক্ষমতা থাকে, যিনি কষ্টের মধ্যে রয়েছেন, তখন আমরা তাকে সাহায্য করতে চাই।—কল. ৩:১২; যাকোব ২:১৫, ১৬; পড়ুন, ১ যোহন ৩:১৭.

৬. ইস্রায়েলীয়রা যিহোবার বিরুদ্ধে পাপ করা সত্ত্বেও যিহোবা তাদের প্রতি যেভাবে সমবেদনা দেখিয়েছিলেন, তা থেকে আমরা কী শিখতে পারি?

যিহোবা এমনকী সেইসময়ও ইস্রায়েলীয়দের প্রতি সমবেদনা বোধ করেছিলেন, যখন তারা তাঁর বিরুদ্ধে পাপ করেছিল। আমরা পড়ি: “তাহাদের পিতৃপুরুষদের ঈশ্বর সদাপ্রভু আপন দূতদিগকে তাহাদের কাছে পাঠাইতেন, প্রত্যুষে উঠিয়া পাঠাইতেন, কেননা তিনি আপন প্রজাদের . . . প্রতি মমতা করিতেন” বা সমবেদনা বোধ করতেন। (২ বংশা. ৩৬:১৫) একইভাবে, আমাদের সেই ব্যক্তিদের প্রতি সমবেদনা বোধ করা উচিত, যারা এখনও যিহোবাকে জানে না কিন্তু পরবর্তী সময় হয়তো অনুতপ্ত হতে এবং তাঁর বন্ধু হয়ে উঠতে পারে। যিহোবা চান না যে, আসন্ন বিচারে কোনো ব্যক্তি বিনষ্ট হোক। (২ পিতর ৩:৯) তাই, সময় থাকতে থাকতেই আমরা যতটা সম্ভব বেশি লোকের কাছে তাঁর সতর্কবাণী সম্বন্ধে জানাতে চাই এবং ঈশ্বরের সমবেদনা থেকে উপকৃত হওয়ার জন্য তাদের সাহায্য করতে চাই।

৭, ৮. কেন একটা পরিবার এই বিষয়ে নিশ্চিত হয়েছিল যে, যিহোবা তাদের প্রতি সমবেদনা দেখিয়েছেন?

বর্তমানে, যিহোবার অনেক দাস তাঁর সমবেদনা লাভ করেছে। উদাহরণ হিসেবে বলা যায়, ১৯৯০-য়ের দশকে বসনিয়ায় বিভিন্ন সম্প্রদায়ের লোকেরা একে অপরের বিরুদ্ধে লড়াই করছিল এবং তাদের হত্যা করছিল। সেখানে বসবাসরত একটা পরিবারে একটি ১২ বছর বয়সি ছেলে ছিল, যাকে আমরা মাল্যান নামে ডাকতে পারি। একবার মাল্যান, তার ভাই, তাদের বাবা-মা ও অন্যান্য সাক্ষিরা একটা বাসে করে বসনিয়া থেকে সার্বিয়ায় যাচ্ছিল। তারা আসলে একটা সম্মেলনে যোগ দিতে যাচ্ছিল, যেখানে মাল্যানের বাবা-মা বাপ্তিস্ম নেওয়ার পরিকল্পনা করেছিলেন। বর্ডার অতিক্রম করার সময় কয়েক জন সৈন্য লক্ষ করেছিল যে, মাল্যানের পরিবারের লোকেরা এক ভিন্ন সম্প্রদায়ের লোক আর তাই তারা তাদের বাস থেকে নেমে যেতে বলেছিল। এরপর, তারা সেই বাসের অন্যান্য ভাইদের চলে যেতে দিয়েছিল। দু-দিন ধরে তারা সেই পরিবারকে আটকে রেখেছিল। শেষে, সেখানকার দায়িত্বপ্রাপ্ত অফিসার একজন উচ্চপদস্থ অফিসারের কাছে বেতারসংযোগে জানতে চেয়েছিলেন যে, সেই পরিবারকে নিয়ে কী করা যায়। সেই পরিবার সেখানেই দাঁড়িয়ে থাকায় ওই উচ্চপদস্থ অফিসারের এই উত্তর শুনতে পেয়েছিল, “কোথাও নিয়ে গিয়ে ওদের গুলি করে মারো!”

সৈন্যরা যখন নিজেদের মধ্যে কথা বলছিল, তখন দু-জন অপরিচিত ব্যক্তি সেই পরিবারের কাছে এসেছিলেন। তারা ফিসফিস করে তাদের বলেছিলেন, তারাও সাক্ষি আর তারা সেই বাসের ভাইদের কাছ থেকে জানতে পেরেছিলেন যে, তাদের প্রতি কী ঘটেছে। সেই দুই সাক্ষি মাল্যান ও তার ভাইকে তাদের গাড়িতে উঠতে বলেছিলেন, যাতে তারা একসঙ্গে বর্ডার অতিক্রম করতে পারেন কারণ সৈন্যরা সন্তানদের পরিচয়পত্র দেখছিল না। এরপর, ভাইয়েরা মাল্যানের বাবা-মাকে বলেছিলেন, তারা যেন বর্ডার পোস্টের পিছন দিয়ে ঘুরে বর্ডারের অপর প্রান্তে এসে দাঁড়ান এবং তাদের সঙ্গে মিলিত হন। মাল্যান এতটাই ভয় পেয়ে গিয়েছিল যে, সে বুঝতে পারছিল না, সে হাসবে না কাঁদবে। তার বাবা-মা জিজ্ঞেস করেছিলেন, “আপনাদের কি মনে হয়, ওরা আমাদের এমনি এমনি চলে যেতে দেবে?” কিন্তু, তারা যখন হেঁটে সেখান থেকে চলে যেতে থাকেন, তখন এমন হয়েছিল যেন সৈন্যরা তাদের দেখতেই পায়নি। মাল্যান ও তার ভাই বর্ডারের অপর প্রান্তে তাদের বাবা-মায়ের সঙ্গে মিলিত হয়েছিল এবং তারা একসঙ্গে সম্মেলনে গিয়েছিল। তারা এই বিষয়ে একেবারে নিশ্চিত হয়েছিল, যিহোবা তাদের প্রার্থনার উত্তর দিয়েছেন! আমরা বাইবেল থেকে যেমন জেনেছি, যিহোবা সবসময় এইরকম উপায়ে সরাসরি তাঁর দাসদের সুরক্ষা প্রদান করেন না। (প্রেরিত ৭:৫৮-৬০) কিন্তু, এই ক্ষেত্রে মাল্যান বলেছিল: “আমার মনে হয়েছিল যেন স্বর্গদূতেরা সৈন্যদের অন্ধ করে দিয়েছিলেন এবং যিহোবা আমাদের উদ্ধার করেছিলেন।”—গীত. ৯৭:১০.

৯. যিশু সেই জনতার বিষয়ে কেমন অনুভব করেছিলেন, যারা তাঁকে অনুসরণ করত? (শুরুতে দেওয়া ছবিটা দেখুন।)

যিশু সমবেদনা দেখানোর বিষয়ে এক চমৎকার উদাহরণ স্থাপন করেছিলেন। তিনি লোকেদের প্রতি করুণা অনুভব করেছিলেন কারণ তিনি দেখেছিলেন, “তাহারা ব্যাকুল ও ছিন্নভিন্ন ছিল, যেন পালকবিহীন মেষপাল।” তাই, তিনি কী করেছিলেন? “তিনি তাহাদিগকে অনেক বিষয় শিক্ষা দিতে লাগিলেন।” (মথি ৯:৩৬; পড়ুন, মার্ক ৬:৩৪.) এর বিপরীতে, ফরীশীরা সমবেদনাময় ছিল না এবং লোকেদের সাহায্য করতে চাইত না। (মথি ১২:৯-১৪; ২৩:৪; যোহন ৭:৪৯) যিশুর মতো আপনারও কি লোকেদের সাহায্য করার এবং যিহোবা সম্বন্ধে তাদের শিক্ষা দেওয়ার গভীর আকাঙ্ক্ষা রয়েছে?

১০, ১১. সমবেদনা দেখানো কি সবসময় উপযুক্ত হবে? ব্যাখ্যা করুন।

১০ এর মানে এই নয় যে, সমবেদনা দেখানো সবসময় উপযুক্ত হবে। উদাহরণ স্বরূপ, রাজা শৌল যখন অমালেকীয়দের রাজা ও ঈশ্বরের লোকেদের এক শত্রু অগাগকে হত্যা করেননি, তখন তিনি হয়তো ভেবেছিলেন যে, তিনি দয়া বা সমবেদনা দেখাচ্ছেন। এ ছাড়া, শৌল অমালেকীয়দের সমস্ত পশুকেও হত্যা করেননি। কিন্তু, যিহোবা শৌলকে আজ্ঞা দিয়েছিলেন যেন তিনি সমস্ত অমালেকীয়কে ও তাদের সমস্ত পশুকে হত্যা করেন। শৌলের অবাধ্যতার কারণে যিহোবা তাকে রাজা হিসেবে প্রত্যাখ্যান করেছিলেন। (১ শমূ. ১৫:৩, ৯, ১৫) যিহোবা হলেন ন্যায্য বিচারক। তিনি লোকেদের হৃদয় পড়তে পারেন এবং তিনি জানেন যে, কখন দয়া বা সমবেদনা দেখানো উচিত নয়। (বিলাপ ২:১৭; যিহি. ৫:১১) শীঘ্রই তিনি সেই সমস্ত ব্যক্তির উপর বিচার নিয়ে আসবেন, যারা তাঁর বাধ্য হতে প্রত্যাখ্যান করে। (২ থিষল. ১:৬-১০) সেই সময়টা দুষ্ট লোকেদের প্রতি যিহোবার সমবেদনা দেখানোর সময় হবে না। তবে, তাদের ধ্বংস করার মাধ্যমে তিনি সেই ধার্মিক লোকেদের প্রতি সমবেদনা দেখাবেন, যাদের তিনি রক্ষা করবেন।

১১ অবশ্য, লোকেরা জীবন লাভ করার যোগ্য না মৃত্যুর যোগ্য, সেটা বিচার করার কাজ আমাদের নয়। এর পরিবর্তে, লোকেদের এখনই সাহায্য করার জন্য আমাদের যথাসাধ্য করতে হবে। কিছু ব্যাবহারিক উপায় কী, যেগুলোর মাধ্যমে আমরা সমবেদনা দেখাতে পারি? কয়েকটা পরামর্শ বিবেচনা করুন।

যেভাবে আমরা সমবেদনা দেখাতে পারি

১২. অন্যদের সঙ্গে আপনার ব্যবহারের ক্ষেত্রে কীভাবে আপনি সমবেদনা দেখাতে পারেন?

১২ দৈনন্দিন জীবনে একজন সাহায্যকারী ব্যক্তি হোন। যিহোবা চান যেন খ্রিস্টানরা তাদের প্রতিবেশী ও তাদের ভাইদের প্রতি স্নেহ বা সমবেদনা দেখায়। (যোহন ১৩:৩৪, ৩৫; ১ পিতর ৩:৮) সমবেদনা শব্দটার একটা অর্থ হল “একসঙ্গে কষ্ট ভোগ করা।” একজন সমবেদনাময় ব্যক্তি সেই লোকেদের সাহায্য করতে চান, যারা কষ্টের মধ্যে রয়েছে। তাই, অন্যদের সাহায্য করার জন্য আমাদের সুযোগ খোঁজা উচিত। আমরা হয়তো তাদের ঘরের কোনো প্রয়োজনীয় কাজ অথবা অন্য কোনো কাজ করে দেওয়ার প্রস্তাব দিতে পারি।—মথি ৭:১২.

ব্যাবহারিক উপায়ে অন্যদের সাহায্য করার মাধ্যমে সমবেদনা দেখান (১২ অনুচ্ছেদ দেখুন)

১৩. প্রাকৃতিক বিপর্যয়ের পর ঈশ্বরের লোকেরা কী করে থাকে?

১৩ ত্রাণ কাজে অংশ নিন। আমরা যখন কোনো দুর্যোগের কারণে লোকেদের কষ্ট ভোগ করতে দেখি, তখন আমরা তাদের প্রতি সমবেদনা দেখাতে চাই। এই ধরনের পরিস্থিতিতে অন্যদের সাহায্য করার জন্য যিহোবার লোকেরা সুপরিচিত। (১ পিতর ২:১৭) উদাহরণ স্বরূপ, একজন জাপানি বোন এমন একটা এলাকায় বাস করতেন, যে-এলাকাটা ২০১১ সালে ভূমিকম্প ও সুনামির দ্বারা ক্ষতিগ্রস্ত হয়েছিল। তিনি বলেন যে, তিনি যখন জাপানের বিভিন্ন অংশ এবং অন্যান্য দেশ থেকে স্বেচ্ছাসেবকদের এসে ঘরবাড়ি ও কিংডম হল মেরামত করতে দেখেছিলেন, তখন তিনি “প্রচুর উৎসাহ ও সান্ত্বনা লাভ” করেছিলেন। তিনি আরও বলেন: “এই অভিজ্ঞতা আমাকে বুঝতে সাহায্য করেছিল, যিহোবা আমাদের জন্য চিন্তা করেন। আর সহসাক্ষিরাও একে অপরের জন্য চিন্তা করে। বিশ্বব্যাপী অনেক ভাই-বোন আমাদের জন্য প্রার্থনা করছে।”

১৪. কীভাবে আপনি অসুস্থ ও বয়স্ক ব্যক্তিদের সাহায্য করতে পারেন?

১৪ অসুস্থ ও বয়স্ক ব্যক্তিদের সাহায্য করুন। আমরা যখন লোকেদের অসুস্থতা ও বার্ধক্যের কারণে কষ্ট ভোগ করতে দেখি, তখন আমরা তাদের প্রতি সমবেদনা অনুভব করি। আমরা এই ধরনের সমস্যার শেষ দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করি আর তাই আমরা ঈশ্বরের রাজ্য আসার জন্য প্রার্থনা করি। সেই রাজ্য না আসা পর্যন্ত আমরা অসুস্থ ও বয়স্ক ব্যক্তিদের সাহায্য করার জন্য যথাসাধ্য করি। একজন লেখক লিখেছিলেন যে, একদিন তার বৃদ্ধা মা, যিনি আ্যলজেইমারস্‌ রোগে ভুগছিলেন, নিজের কাপড় নোংরা করে ফেলেছিলেন। তিনি যখন নিজের কাপড় পরিষ্কার করার চেষ্টা করছিলেন, তখন তার দরজায় কেউ বেল বাজান। দু-জন সাক্ষি বোন সেখানে এসেছিলেন, যারা নিয়মিতভাবে তার সঙ্গে দেখা করতে আসতেন। বোনেরা তাকে সাহায্য করার প্রস্তাব দিয়েছিলেন। সেই মহিলা বলেছিলেন: “এটা খুবই লজ্জাজনক কিন্তু দয়া করে একটু সাহায্য করুন।” সেই বোনেরা পরিষ্কারের কাজে তাকে সাহায্য করেছিলেন। এরপর, তারা তার জন্য চা বানিয়েছিলেন এবং তার সঙ্গে সময় কাটিয়েছিলেন। সেই বৃদ্ধার ছেলে এর কারণে খুবই কৃতজ্ঞ হয়েছিলেন এবং সাক্ষিদের বিষয়ে বলেছিলেন, “তারা যা প্রচার করে, সেই অনুযায়ী কাজ করে।” অসুস্থ ও বয়স্ক ব্যক্তিদের প্রতি আপনার সমবেদনার কারণে আপনি কি তাদের সাহায্য করার জন্য আপনার যথাসাধ্য করতে অনুপ্রাণিত হন?—ফিলি. ২:৩, ৪.

১৫. কীভাবে আমাদের প্রচার কাজ অন্যদের সাহায্য করে?

১৫ যিহোবাকে জানার জন্য লোকেদের সাহায্য করুন। আমরা ঈশ্বর ও তাঁর রাজ্যের বিষয়ে লোকেদের শিক্ষা দেওয়ার মাধ্যমে তাদের সর্বোত্তম উপায়ে সাহায্য করতে পারি। এ ছাড়া, কেন যিহোবার মান অনুসরণ করা তাদের জন্য উত্তম, তা বোঝানোর মাধ্যমেও আমরা তাদের সাহায্য করতে পারি। (যিশা. ৪৮:১৭, ১৮) পরিচর্যায় অংশ নেওয়া হল যিহোবাকে সম্মান করার এবং অন্যদের প্রতি সমবেদনা দেখানোর এক চমৎকার উপায়। আপনি কি পরিচর্যায় আরও বেশি অংশ নিতে পারেন?—১ তীম. ২:৩, ৪.

সমবেদনা দেখানো আপনার জন্যও উত্তম!

১৬. কীভাবে আমরা সমবেদনাময় হওয়ার মাধ্যমে উপকৃত হই?

১৬ মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, সমবেদনা দেখানোর ফলে আমাদের স্বাস্থ্য ও অন্যদের সঙ্গে আমাদের সম্পর্ক উন্নত হতে পারে। আপনি যখন এমন ব্যক্তিদের সাহায্য করবেন, যারা কষ্ট ভোগ করছে, তখন আপনি আরও বেশি আনন্দ অনুভব করবেন, আরও আশাবাদী হবেন এবং একাকিত্ব বোধ করা ও নেতিবাচক চিন্তা করা কমাতে পারবেন। করুণা বা সমবেদনা দেখানো আপনার জন্য উত্তম। (ইফি. ৪:৩১, ৩২) আমরা যখন প্রেমের দ্বারা অনুপ্রাণিত হয়ে অন্যদের সাহায্য করি, তখন আমরা এটা জেনে এক উত্তম বিবেক বজায় রাখতে পারি যে, যিহোবা আমাদের কাছ থেকে যা চান, আমরা ঠিক তা-ই করছি। সমবেদনা আমাদের উত্তম বাবা-মা, বিবাহসাথি ও বন্ধু হতে সাহায্য করবে। এর পাশাপাশি, যে-লোকেরা অন্যদের প্রতি সমবেদনা দেখায়, তারাও সাধারণত প্রয়োজনের সময় অন্যদের কাছ থেকে সাহায্য লাভ করে।—পড়ুন, মথি ৫:৭; লূক ৬:৩৮.

১৭. কেন আপনি সমবেদনাময় হতে চান?

১৭ যদিও সমবেদনা দেখানো আমাদের জন্য উত্তম কিন্তু আমরা যে-প্রধান কারণে সমবেদনা দেখাই, তা হল আমরা যিহোবাকে অনুকরণ করতে চাই এবং তাঁকে গৌরব প্রদান করতে চাই। তিনি হলেন প্রেম ও দয়া বা সমবেদনার উৎস। (হিতো. ১৪:৩১) তিনি আমাদের জন্য সবচেয়ে নিখুঁত উদাহরণ স্থাপন করেন। তাই আসুন, আমরা সমবেদনা দেখানোর মাধ্যমে ঈশ্বরকে অনুকরণ করার জন্য যথাসাধ্য করি। এভাবে আমরা আমাদের ভাই-বোনদের আরও ঘনিষ্ঠ হব এবং আমাদের আশেপাশের লোকেদের সঙ্গে আরও উত্তম সম্পর্ক গড়ে তুলতে পারব।—গালা. ৬:১০; ১ যোহন ৪:১৬.