প্রহরীদুর্গ (অধ্যয়ন সংস্করণ) অক্টোবর ২০১৭

এই সংখ্যায় ২০১৭ সালের নভেম্বর মাসের ২৭ থেকে ডিসেম্বর মাসের ২৪ তারিখের জন্য অধ্যয়ন প্রবন্ধ রয়েছে।

জীবনকাহিনি

যিহোবার ইচ্ছা অনুযায়ী কাজ করার ফলে আশীর্বাদ আসে

১৯৫২ সালে আলিভ ম্যাথিয়ুস ও তার স্বামী আয়ার্ল্যান্ডে গিয়ে অগ্রগামী হিসেবে সেবা করার কার্যভার গ্রহণ করেছিলেন। কীভাবে যিহোবা তাদের আশীর্বাদ করেছিলেন?

‘কার্য্যে ও সত্যে প্রেম করুন’

কীভাবে আমরা দেখাতে পারি যে, আমাদের প্রেম পুরোপুরি আন্তরিক ও অকপট?

সত্য ‘শান্তি নয়, কিন্তু খড়্গ’ নিয়ে আসে

যিশু যে-“খড়্গ” নিয়ে আসার বিষয়ে বলেছিলেন, সেটা কী এবং কীভাবে সেটা আপনাকে প্রভাবিত করতে পারে?

অরিমাথিয়ার যোষেফ সত্যের পক্ষে পদক্ষেপ নেন

এই ব্যক্তি কে? তার সঙ্গে যিশুর কীরকম সম্পর্ক ছিল? তার বিবরণের বিষয়ে কেন আপনার আগ্রহী হওয়া উচিত?

সখরিয়কে দেখানো দর্শনগুলো যেভাবে আপনাকে প্রভাবিত করে

একটা গুটানো পুস্তক বাতাসে উড়ছে, একটা পাত্রের মধ্যে একজন মহিলা আবদ্ধ রয়েছেন এবং দু-জন মহিলা বাতাসে উড়ছেন। কেন ঈশ্বর সখরিয়কে এই অসাধারণ দর্শনগুলো দেখিয়েছিলেন?

চারটে রথ ও একটা মুকুট আপনাকে সুরক্ষিত রাখে

তামার তৈরি দুটো পর্বত; যুদ্ধের জন্য প্রস্তুত কয়েকটা রথ; এবং একজন মহাযাজককে রাজা করা হয়। সখরিয়কে দেখানো শেষ দর্শনটা বর্তমানে ঈশ্বরের লোকেদের কোন বিষয়ে আশ্বস্ত করে?

খ্রিস্টীয় দয়ার একটা কাজ

কীভাবে দয়ার একটা কাজ একজন বিরোধী ব্যক্তিকে বাইবেলের সত্যের প্রতি আগ্রহ দেখাতে সাহায্য করেছিল?

আপনি কি জানতেন?

কোন যিহুদি প্রথার কারণে যিশু শপথ করার বিষয়টাকে নিন্দা করেছিলেন?