প্রহরীদুর্গ (অধ্যয়ন সংস্করণ) নভেম্বর ২০১৮

এই সংখ্যায় ২০১৮ সালের ডিসেম্বর মাসের ৩১ তারিখ থেকে ২০১৯ সালের ফেব্রুয়ারি মাসের ৩ তারিখের জন্য অধ্যয়ন প্রবন্ধ রয়েছে।

“সত্য ক্রয় কর, বিক্রয় করিও না”

সত্য কেনার অর্থ কী? একবার সেটা লাভ করার পর কীভাবে আমরা সেটা ধরে রাখতে পারি?

“আমি তোমার সত্যে চলিব”

যিহোবা আমাদের যে-মূল্যবান সত্য শিখিয়েছেন, সেটাকে ধরে রাখার বিষয়ে আমাদের দৃঢ়সংকল্পকে কীভাবে আমরা শক্তিশালী করতে পারি?

যিহোবার উপর আস্থা রাখুন এবং বেঁচে থাকুন!

হবক্‌কূক বইটা আমাদের সমস্যা সত্ত্বেও শান্তভাব বজায় রাখার জন্য সাহায্য করতে পারে।

কে আপনার চিন্তাভাবনার উপর প্রভাব ফেলে?

কীভাবে আপনি মানুষের চিন্তাভাবনার দ্বারা নয় বরং যিহোবার চিন্তাভাবনার দ্বারা প্রভাবিত হতে পারেন?

আপনি কি যিহোবার চিন্তাভাবনাকে নিজের করে নিচ্ছেন?

“মনের নূতনীকরণ” করার অর্থ কী আর কীভাবে আমরা এমনটা করি?

দয়া​—⁠যে-গুণটা কথায় ও কাজে প্রকাশ করা হয়

দয়া হল ঈশ্বরের পবিত্র আত্মার ফলের একটা দিক। কীভাবে আমরা এই অপূর্ব গুণটা গড়ে তুলতে পারি?

পাঠকদের কাছ থেকে প্রশ্ন

সেই হিতকারীরা কারা, যাদের বিষয়ে যিশু তাঁর মৃত্যুর আগের সন্ধ্যায় কথা বলেছিলেন এবং কেন তাদের এই উপাধি দেওয়া হতো?

আমরা যিহোবাকে কোন উপহার দিতে পারি?

হিতোপদেশ ৩:৯ পদে উল্লেখিত ‘ধন’ বা মূল্যবান বিষয়গুলো কী আর কীভাবে আমরা সেগুলোকে সত্য উপাসনা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ব্যবহার করতে পারি?