প্রহরীদুর্গ (অধ্যয়ন সংস্করণ) মে ২০২০

এই সংখ্যায় ২০২০ সালের জুলাই মাসের ৬ তারিখ থেকে আগস্ট মাসের ২ তারিখের জন্য অধ্যয়ন প্রবন্ধ রয়েছে।

কারা শেষকালে “উত্তর দেশের রাজা” হয়ে ওঠে?

অধ্যয়ন প্রবন্ধ ১৯: জুলাই ৬-১২, ২০২০. আমরা “উত্তর দেশের রাজা” এবং “দক্ষিণ দেশের রাজা” সম্বন্ধে দানিয়েলের ভবিষ্যদ্‌বাণী ক্রমাগত পরিপূর্ণ হওয়ার প্রমাণ দেখছি। কীভাবে আমরা এতটা নিশ্চিতভাবে তা বলতে পারি? আর কেন আমাদের এই ভবিষ্যদ্‌বাণীর খুঁটিনাটি বিষয়গুলো সম্বন্ধে জানতে হবে?

শেষকালে দুই জন রাজা একে অপরের বিরুদ্ধে লড়াই করে

“উত্তর দেশের রাজা” এবং “দক্ষিণ দেশের রাজা” সম্বন্ধে করা ভবিষ্যদ্‌বাণী অন্যান্য ভবিষ্যদ্‌বাণীর সঙ্গে জড়িত। কীভাবে সেই ভবিষ্যদ্‌বাণীগুলো প্রমাণ করে যে, এই বিধিব্যবস্থা শীঘ্রই শেষ হবে?

বর্তমানে “উত্তর দেশের রাজা” কে?

অধ্যয়ন প্রবন্ধ ২০: জুলাই ১৩-১৯, ২০২০. বর্তমানে “উত্তর দেশের রাজা” কে এবং কীভাবে তার ধ্বংস হবে? এই প্রশ্নগুলোর উত্তর জানার মাধ্যমে আমাদের বিশ্বাস শক্তিশালী হতে পারে এবং নিকট ভবিষ্যতে আমরা যে-পরীক্ষাগুলোর মুখোমুখি হব, সেগুলোর জন্য প্রস্তুত হতে সাহায্য করবে।

আপনি কি ঈশ্বরের কাছ থেকে পাওয়া উপহারগুলোর প্রতি উপলব্ধি দেখাচ্ছেন?

অধ্যয়ন প্রবন্ধ ২১: জুলাই ২০-২৬, ২০২০. এই প্রবন্ধ আমাদের যিহোবার প্রতি এবং তাঁর কাছ থেকে পাওয়া তিনটে উপহারের প্রতি উপলব্ধিবোধ গড়ে তুলতে সাহায্য করবে। এ ছাড়া, এই প্রবন্ধ আমাদের সেই ব্যক্তিদের সঙ্গে যুক্তি করতে সাহায্য করবে, যারা ঈশ্বরের অস্তিত্ব নিয়ে সন্দেহ করে থাকে।

অদৃশ্য ধনের প্রতি আপনার উপলব্ধি দেখান

অধ্যয়ন প্রবন্ধ ২২: জুলাই ২৭–আগস্ট ২, ২০২০. প্রথম প্রবন্ধে আমরা ঈশ্বরের কাছ থেকে পাওয়া সেই উপহার বা ধনগুলো নিয়ে বিবেচনা করেছি, যেগুলো আমরা দেখতে পাই। এই প্রবন্ধ আমরা সেই ধনগুলো নিয়ে আলোচনা করব, যেগুলো আমরা দেখতে পাই না এবং দেখব যে, কীভাবে আমরা সেগুলোর প্রতি উপলব্ধি দেখাতে পারি। এ ছাড়া, এই প্রবন্ধ আমাদের এইরকম ধনের জোগানদাতা যিহোবা ঈশ্বরের প্রতি আমাদের উপলব্ধিবোধকে বৃদ্ধি করবে।