প্রহরীদুর্গ (অধ্যয়ন সংস্করণ) মার্চ ২০১৯

এই সংখ্যায় ২০১৯ সালের মে মাসের ৬ তারিখ থেকে জুন মাসের ২ তারিখের জন্য অধ্যয়ন প্রবন্ধ রয়েছে

কী আমাকে বাপ্তিস্ম নিতে বাধা দিচ্ছে?

কেউ কেউ যিহোবা সম্বন্ধে জানার পরও বাপ্তিস্ম নিতে দ্বিধা বোধ করে। কী তাদের যেকোনো প্রতিদ্বন্দ্বিতা কাটিয়ে উঠতে সাহায্য করতে পারে?

যিহোবার রব শুনুন

বর্তমানে, কীসের মাধ্যমে যিহোবা আমাদের সঙ্গে কথা বলেন? কীভাবে আমরা ঈশ্বরের কথা শোনার মাধ্যমে উপকার লাভ করি?

অন্যদের অনুভূতির প্রতি বিবেচনা দেখান

কীভাবে যিহোবা ও যিশু অন্যদের অনুভূতির প্রতি বিবেচনা দেখিয়েছিলেন এবং কীভাবে আমরা তাদের উদাহরণ অনুকরণ করতে পারি?

পরিচর্যায় অন্যদের প্রতি বিবেচনা দেখান

কোন চারটে উপায়ে আমরা পরিচর্যায় দেখা হওয়া ব্যক্তিদের প্রতি বিবেচনা দেখাতে পারি?

মঙ্গলভাব​—⁠কীভাবে আপনি তা গড়ে তুলতে পারেন?

মঙ্গলভাব কী? কেন মঙ্গলভাব গড়ে তোলার জন্য আমাদের প্রচেষ্টা করতে হবে?

যিহোবা আপনার বলা “আমেন”-কে মূল্যবান হিসেবে দেখেন

সাধারণত অনেকেই প্রার্থনার শেষে ‘আমেন’ বলে। আমাদের বলা “আমেন” ঈশ্বরের প্রশংসা নিয়ে আসে। এই শব্দের অর্থ কী এবং কীভাবে বাইবেলে এই শব্দটা ব্যবহার করা হয়েছে?