প্রহরীদুর্গ (অধ্যয়ন সংস্করণ) আগস্ট ২০১৯

এই সংখ্যায় ২০১৯ সালের সেপ্টেম্বর মাসের ৩০ তারিখ থেকে অক্টোবর মাসের ২৭ তারিখের জন্য অধ্যয়ন প্রবন্ধ রয়েছে।

“আমরা নিরুৎসাহ হই না”!

কীভাবে ভবিষ্যৎ সম্বন্ধে আমাদের আশা কখনো হাল ছেড়ে না দেওয়ার বিষয়ে আমাদের সংকল্পকে আরও শক্তিশালী করে?

আপনাদের প্রেম যেন উপচে পড়ে

ফিলিপীয়দের প্রতি লেখা চিঠি আমাদের এটা দেখতে সাহায্য করে যে, কীভাবে আমরা প্রেম দেখানোর ক্ষেত্রে উপচে পড়তে পারি আর তা এমনকী বিভিন্ন প্রতিদ্বন্দ্বিতার মুখোমুখি হওয়ার সময়েও।

“যাহারা তোমার কথা শুনে,” তারা পরিত্রাণ পাবে

আমাদের পরিবারের সদস্যদের যিহোবা সম্বন্ধে জানতে সাহায্য করার জন্য আমরা কী করতে পারি?

যেভাবে একটা নতুন কার্যভারের সঙ্গে মানিয়ে নেওয়া যায়

অনেকের জন্য তাদের প্রিয় কার্যভার ছেড়ে যাওয়ার বিষয়টা প্রতিদ্বন্দ্বিতা স্বরূপ হতে পারে। কী তাদের এই পরিবর্তনের সঙ্গে মানিয়ে নেওয়ার জন্য সাহায্য করতে পারে?

বিশ্বাস​—যে-গুণটা আমাদের শক্তিশালী হতে সাহায্য করে

বিশ্বাসের অনেক ক্ষমতা রয়েছে। বিশ্বাসের সাহায্যে আমরা পর্বততুল্য সমস্যাগুলোর সঙ্গে মোকাবিলা করতে পারি।

যোহন বাপ্তাইজক​—যার উদাহরণ আমাদের আনন্দ বজায় রাখতে সাহায্য করে

কীভাবে আমরা এমনকী হতাশার মুখোমুখি হওয়ার সময়েও ঈশ্বরের সেবায় আমাদের আনন্দ বজায় রাখতে পারি?